দশম
শ্রেণীর বাংলা : অভিষেক (কবিতা) মাইকেল মধুসূদন দত্ত দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর |
WBBSE Class 10th Bengali Question
and Answer
অভিষেক (কবিতা) মাইকেল
মধুসূদন দত্ত দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর |
Class 10 Bengali Question and Answer : অভিষেক (কবিতা) মাইকেল মধুসূদন দত্ত দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর |
Class 10 Bengali Question and Answer নিচে দেওয়া হলো। এই West
Bengal WBBSE Class 10th Bengali Question and Answer, Suggestion, Notes | দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – অভিষেক (কবিতা) মাইকেল মধুসূদন দত্ত থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ,
Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West
Bengal Class 10th MADHYAMIK MADHYAMIKBengali Examination – পশ্চিমবঙ্গ দশম শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। দশম শ্রেণীর বাংলা পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন অভিষেক (কবিতা) মাইকেল মধুসূদন দত্ত দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর |
Class 10 Bengali Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।
1. “ইন্দ্রজিৎ,প্রণমিয়া ধাত্রীর চরণে”—‘ধাত্রী’বলতে বোেঝানােহয়েছে—
(ক) চিত্রাঙ্গদাকে
(খ) মন্দাদরীকে
(গ) প্রমীলাকে।
(ঘ) প্রভাষা রাক্ষসীকে।
উত্তর – (ঘ)
প্রভাষা রাক্ষসীকে। .
2. “ঘােরররণে/ হতপ্রিয় ভাইব”—এখানে কোভাইয়ের কথা বলা হয়েছে ?
(ক) লক্ষ্মণ।
(খ) বিভীষণ
(গ) বীরবাহু
(ঘ) কুম্ভকর্ণ।
উত্তর – (গ)
বীরবাহু
3. “নিশারণে সংহারিণু আমি / রঘুবরে,”—“রঘুবর’বলতে
বােঝানে হয়েছে
(ক) দশরথকে
(খ) রামচন্দ্রকে
(গ) বীরবাহুকে
(ঘ) লক্ষ্মণকে।
উত্তর – (খ)
রামচন্দ্রকে ।
4. “কিম্বা যথা বৃহন্নলারূপী/ কিরীটি”—বৃহন্নলাহল –
(ক) একজন সাধারণ নারী
(খ) নারী রূপধারী অর্জুন।
(গ) বিরাটরাজার কন্যা |
(ঘ) মহাশক্তিশালী ভীম।
উত্তর – (খ)
নারী রূপধারী অর্জুন। .
5. মেঘনাদের পত্নী হলেন
(ক) মন্দোদরী।
(খ) নিকষা
(গ) প্রমীলা।
(ঘ) চিত্রাঙ্গদা
উত্তর – (গ)
প্রমীলা।
6. যুদ্ধযাত্রার আগে কোজ্ঞ সাগকরতে
রাবণরাজা উপদেশ দিয়েছিলেন
(ক) অশ্বমেধ যজ্ঞ
(খ) রাজসূয় যজ্ঞ
(গ) নিকুম্ভিলা যজ্ঞ
(ঘ) সপ্তপদী যজ্ঞ
উত্তর – (গ)
নিকুম্ভিলা যজ্ঞ .
7. ‘অভিষেক’কবিতাটিতে কার অভিষেক হয়েছে—
(ক) বীরবাহু
(খ) কুম্ভকর্ণের।
(গ) মেঘনাদের
(ঘ) বিভীষণের
উত্তর – (গ)
মেঘনাদের
8. রণসজ্জায় সজ্জিত মেঘনাদের
রথচক্রে ছিল
(ক) বিজলীরছটা
(খ) রবির দীপ্তি
(গ) স্বর্ণবিভা
(ঘ) ঝলকানি
উত্তর – (ক)
বিজলীরছটা
9. মেঘনাদশত্রুপক্ষকে কোন অস্ত্রে
ঘায়েল করতে অঙ্গীকারবদ্ধ ছিলেন—
(ক) ক্ষেপনাস্ত্র
(খ) গদা।
(গ) বায়ু-অস্ত্র
(ঘ) চক্র
উত্তর – (গ)
বায়ু-অস্ত্র
10. “অভিষেক করিলা
কুমারে।”—ইন্দ্রজিৎকে অভিষিক্ত করেছেন
(ক) রাজপদে। |
(খ) যুবরাজ পদে
(গ) সেনাপতি পদে।
(ঘ) পূর্বোক্ত কোনটিই নয় । |
উত্তর – (গ)
সেনাপতি পদে।
11. মধুসূদনের অভিষেক ’ নামাঙ্কিত
পাঠ্য অংশটি কোন্ কাব্য থেকে নেওয়া ?
(A) হেক্টরবধ কাব্য
(B) তিলোত্তমাসম্ভব কাব্য
(C) মেঘনাদবধ কাব্য
(D) ব্রজাঙ্গনা কাব্য
Ans: (C) মেঘনাদবধ কাব্য
12. ‘ মেঘনাদবধ কাব্য ‘ – টির
প্রকাশকাল –
(A) ১৮৬২ খ্রিস্টাব্দ
(B) ১৮৬৫ খ্রিস্টাব্দ
(C) ১৮৬১ খ্রিস্টাব্দ
(D) ১৮৭২ খ্রিস্টাব্দ
Ans: (C) ১৮৬১ খ্রিস্টাব্দ
13. ন – টি সর্গে বিভক্ত ‘ অভিষেক ‘
শীর্ষক কাব্যাংশটি কোন্ সর্গ থেকে গৃহীত ?
(A) প্রথম সর্গ
(B) নবম সর্গ
(C) চতুৰ্থ সৰ্গ
(D) সপ্তম সর্গ
Ans: (A) প্রথম সর্গ
14. নীচের কোন্ নাটকটি মদুসূদনের
নয় –
(A) শর্মিষ্ঠা
(B) নরনারায়ণ
(C) পদ্মাবতী
(D) ব্রজাঙ্গনা
Ans: (B) নরনারায়ণ
15. মধুসূদন দত্ত রচিত প্রহসনটি হল
–
(A) একেই কি বলে সভ্যতা
(B) আনন্দ বিদায়
(C) সধবার একাদশী
(D) চিরকুমার সভা
Ans: (A) একেই কি বলে সভ্যতা
16. মাইকেল মধুসূদন দত্তের মৃত্যু
হয়—
(A) ১৮৭৩ , ২৯ জুন
(B) ১৮৭৫ , ৩০ জুন
(C) ১৮৭৪ , ২৮ জুলাই
(D) ১৮৭২ , ৩০ জুন
Ans: (A) ১৮৭৩ , ২৯ জুন
17. ‘ কনক – আসন ত্যজি , বীরেন্দ্রকেশরী ‘ —
বীরেন্দ্রকেশরী হলেন—
(A) ইন্দ্ৰজিৎ
(B) রাবণ
(C) রাঘব
(D) কুম্ভকর্ণ
Ans: (A) ইন্দ্ৰজিৎ
18. মধুসুদন যে – ছন্দের জনক , তা হল –
(A) পাদাকুলক ছন্দ
(B) গদ্য ছন্দ
(C) অমিত্রাক্ষর ছন্দ
(D) মাত্রাবৃত্ত ছন্দ
Ans: (C) অমিত্রাক্ষর ছন্দ
19. ধাত্রী প্রভাষার ছদ্মবেশে
ইন্দ্রজিতের কাছে এসেছিলেন—
(A) দেবী সরস্বতী
(B) দেবী দুর্গা
(C) দেবী লক্ষ্মী
(D) দেবী চণ্ডী
Ans: (C) দেবী লক্ষ্মী
20. অম্বুরাশি – সুতা , ভগবতী ইন্দিরা সুন্দরী হলেন
আসলে –
(A) দেবী লক্ষ্মী
(B) দেবী চণ্ডী
(C) দেবী মনসা
(D) দেবী দুর্গা
Ans: (A) দেবী লক্ষ্মী
21. অম্বুরাশি – সুতা যার
মৃত্যুসংবাদ দিলেন
(A) রাবণের
(B) বীরবাহুর
(C) বিভীষণের
(D) রাঘবের
Ans: (B) বীরবাহুর
22. সসৈন্যে সাজেন আজি ____ আপনি । ‘ ( শূন্যস্থান )
(A) খেলিতে
(B) বধিতে
(C) মারিতে
(D) যুঝিতে
Ans: (D) যুঝিতে
23. মহাবাহু হলেন –
(A) রামচন্দ্র
(B) রাবণ
(C) ইন্দ্ৰজিৎ
(D) বীরবাহু
Ans:
24. _____ সংহারিনু আমি রঘুবরে ; ( শূন্যস্থান )
(A) নিশা – রণে
(B) অপরাহ্ণ রণে
(C) দিবা – রণে
(D) মধ্যাহ্ন রণে
Ans: (A) নিশা – রণে
25. ‘ বৈরীদল ‘ শব্দের অর্থ—
(A) মিত্রদল
(B) শত্রুদল
(C) ভ্রাতৃদল
(D) বন্ধুদল
Ans: (B) শত্রুদল
26. ‘ এ বারতা , এ অদ্ভুত বারতা ____ ( শূন্যস্থান )
(A) জননী
(B) ভগবতী
(C) রাক্ষসী
(D) মাতঃ
Ans: (A) জননী
27. ‘ কোথায় পাইলে তুমি , শীঘ্ৰ কহ দাসে ।’— দাস হলেন –
(A) লক্ষ্মণ
(B) ইন্দ্ৰজিৎ
(C) রাবণ
(D) বিভীষণ
Ans: (B) ইন্দ্ৰজিৎ
28. ‘ রক্ষ রক্ষঃকুলমান ‘ — রক্ষকুলের
মান রক্ষা করবেন –
(A) রাবণ
(B) লক্ষ্মণ
(C) ইন্দ্ৰজিৎ
(D) বিভীষণ
Ans: (C) ইন্দ্ৰজিৎ
29. ‘ রক্ষঃ – চূড়ামণি ‘ শব্দের
অর্থ—
(A) রাক্ষসকুলের শিরোমণি
(B) রাক্ষসকুলের ক্ষেত্রমণি
(C) রাক্ষসকুলের রক্ষামণি
(D) রাক্ষসকুলের সৈন্যমণি
Ans: (A) রাক্ষসকুলের শিরোমণি
30. রোষে কুসুমদাম ছিড়ল –
(A) মেঘনাদ
(B) রামচন্দ্র
(C) কুম্ভকর্ণ
(D) রাবণ
Ans: (A) মেঘনাদ
31. ‘ পদ – তলে পড়ি শোভিল কুণ্ডল , –’কুণ্ডল ‘
শব্দের অর্থ—
(A) কর্ণভূষণ
(B) নূপুর
(C) কণ্ঠহার
(D) কঙ্কণ
Ans: (A) কর্ণভূষণ
32. ____ বেড়ে স্বর্ণলঙ্কা । ‘ (
শূন্যস্থান )
(A) বামাদল
(B) কর্পূরদল
(C) বৈরীদল
(D) রাক্ষসদল
Ans: A) বামাদল
33. ‘ হেথা আমি বামাদল মাঝে ? ‘ — ‘ বামা ‘ শব্দের অর্থ –
(A) রাক্ষস
(B) পুরুষ
(C) নারী
(D) দেবী
Ans: (C) নারী
34. দশাননাত্মজ ‘ হলেন –
(A) রাম
(B) বিভীষণ
(C) ইন্দ্ৰজিৎ
(D) লক্ষ্মণ
Ans: (C) ইন্দ্ৰজিৎ
35. ত্বরা করে আনতে বলা হয়েছে –
(A) রথ
(B) পালকি
(C) ঘোড়া
(D) হাতি
Ans: (A) রথ
36. ‘ ঘুচাব এ অপবাদ , বধি _____ ।
(A) অসুরকুলে
(B) দেবকুলে
(C) বানরকুলে
(D) রিপুকুলে
Ans: (D) রিপুকুলে
37. সাজিলা রথীন্দ্রষভ’- ‘
রথীন্দ্রবর্ষ ‘ শব্দের অর্থ –
(A) এক শ্রেষ্ঠ বীর
(B) শ্রেষ্ঠ দেবতা
(C) শ্রেষ্ঠ রথী
(D) শ্রেষ্ঠ অসুর
Ans: (A) এক শ্রেষ্ঠ বীর
38. ‘ হৈমবতীসুত ‘ হলেন—
(A) গণেশ
(B) কার্তিকেয়
(C) অর্জুন
(D) গরুড়
Ans: (B) কার্তিকেয়
39. ‘ বৃহন্নলারূপী কিরীটি , ‘ — ‘ কিরীটি ‘ হলেন –
(A) রাবণ
(B) ইন্দ্ৰজিৎ
(C) অর্জুন
(D) বিভীষণ
Ans: (C) অর্জুন
40. বৃহন্নলারূপী কিরীটির গোধন
উদ্ধারের সঙ্গী ছিলেন—
(A) এক বিরাট পুত্র
(B) পবনপুত্র
(C) রাবণপুত্র
(D) চিত্রাঙ্গদাপুত্র
Ans: (A) এক বিরাট পুত্র
41. ‘অভিষেক’
কবিতাটির কবি হলেন –
[A] নবীনচন্দ্র সেন
[B] মধূসূদন দত্ত
[C] হেমচন্দ্র বন্দোপাধ্যায়
[D] রঙ্গলাল গঙ্গোপাধ্যায়
উত্তর- [B] মধূসূদন দত্ত।
42. ‘অভিষেক’ কবিতাটি
কোন্ মূল গ্রন্থ থেকে নেওয়া?
[A] ব্রজাঙ্গনা কাব্য
[B] মেঘনাদ কাব্য
[C] তিলোত্তমাসম্ভব কাব্য
[D] বীরাঙ্গনা কাব্য
উত্তর- [B] মেঘনাদ কাব্য থেকে নেওয়া।
43. “রত্নাকর
রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা” – ‘রত্নাকর রত্নোত্তমা’ কে? –
[A] সরমা
[B] লক্ষ্মী
[C] সীতা
[D] প্রমীলা
উত্তর- [B] লক্ষ্মী।
44. “তবে শরে মরিয়া
বাঁচিল।” – কে মরে বেঁচে উঠল?
[A] সুগ্রীব
[B] কুম্ভকর্ণ
[C] ভরত
[D] রাম
উত্তর- [D] রাম মরে বেঁচে উঠল।
45. “যাও তুমি ত্বরা
করি;” – কোথায় যাওয়ার কথা বলা হয়েছে?
[A] প্রমিলা-সকাশে
[B] গহন কাননে
[C] কালসমরে
[D] পবন-পথে
উত্তর- [C] কালসমরে যাওয়ার কথা বলা হয়েছে।
46. “_______ বেড়ে স্বর্ণলঙ্কা,” – শূন্যস্থান পূরণ করো। –
[A] বৈরীদল
[B] কর্বুরদল
[C] বানর সেনা
[D] বামাদল
উত্তর- [A] বৈরীদল বেড়ে স্বর্ণলঙ্কা।
47. ইন্দ্রজিতের স্ত্রীর নাম –
[A] নিকষা
[B] প্রমীলা
[C] ইন্দিরা
[D] সরমা
উত্তর- [B] প্রমীলা।
48. ‘নাদিলা
কর্বূরদল’ – ‘কর্বূর’ শব্দের অর্থ কী?
[A] সৈন্য
[B] যোদ্ধা
[C] রাক্ষস
[D] বানর
উত্তর- [C] রাক্ষস।
49. “রাক্ষস – কুল –
শেখর তুমি,” – এখানে কার কথা বলা হয়েছে?
[A] ইন্দ্রজিৎ
[B] রাবণ
[C] বীরবাহু
[D] রাম
উত্তর- [A] ইন্দ্রজিৎ-এর কথা বলা হয়েছে।
50. অভিষেক শীর্ষক কাব্যাংশটি
মেঘনাদ বধ কাব্য-এর কোন সর্গ থেকে নেওয়া হয়েছে?
[A] প্রথম সর্গ
[B] তৃতীয় সর্গ
[C] নবম সর্গ
[D] পঞ্চম সর্গ
উত্তর- [A] প্রথম সর্গ থেকে নেওয়া হয়েছে।
51. উদ্ধারিতে গোধন , সাজিলা শূর , _____ ” ( শূন্যস্থান )
(A) বটবৃক্ষমূলে
(B) নিমবৃক্ষমূলে
(C) শমীবৃক্ষমূলে
(D) কদমবৃক্ষমূলে
Ans: (C) শমীবৃক্ষমূলে
52. ‘ মেঘবর্ণ রথ ; চক্র _____ ।
(A) রামধনুর ছটা
(B) বিজলির ছটা
(C) স্বর্ণময় ছড়া
(D) ময়ূর পেখম
Ans: (B) বিজলির ছটা
53. ‘ ধ্বজ ইন্দ্ৰচাপরূপী ; —– ইন্দ্ৰচাপরূপী ‘ বলতে বোঝায়
(A) রামধনুরূপীকে
(B) জ্যোৎস্নারূপীকে
(C) মেঘরূপীকে
(D) রাত্রিরূপীকে
Ans: (A) রামধনুরূপীকে
54. আশুগতি বেগে ছুটছে যেন –
(A) ব্যাঘ্র
(B) তুরঙ্গম
(C) রথ
(D) হস্তী
Ans: (B) তুরঙ্গম
55. রথে চড়ে বীর – চূড়ামণি
বীরদর্পে , —’বীর – চূড়ামণি ‘ বলতে বলা হয়েছে –
(A) বিভীষণ
(B) ইন্দ্রজিৎ
(C) রামচন্দ্র
(D) রাবণ
Ans: (B) ইন্দ্রজিৎ
56. ‘ হেমলতা আলিদায়ে তরু –
কুলেশ্বরে ‘ — ‘ হেমলতা ‘ হল –
(A) স্বর্ণলতা
(B) অপরাজিতা
(C) মাধবীলতা
(D) সন্ধ্যামণি
Ans: (A) স্বর্ণলতা
57. কহিলা কাঁদিয়া ধনি ; ‘ — ‘ ধনি ‘ শব্দের অর্থ—
(A) যুবতি
(B) সৌন্দর্যময়ী
(C) অর্থময়ী
(D) দেবী
Ans: (B) সৌন্দর্যময়ী
58. ‘ কোথা প্রাণসখে , রাখি এ দাসীরে , ‘ —এখানে ‘
দাসী ‘ বলতে বোঝাচ্ছে –
(A) প্রমীলাকে
(B) চিত্রাঙ্গদাকে
(C) সীতাকে
(D) নিকষাকে
Ans: (B) চিত্রাঙ্গদাকে
59. ‘ গহন কাননে ,_____ বাঁধিলে সাধে করি – পদ , ‘ ( শূন্যস্থান )
(A) বেড়া জালে
(B) ফাঁদ পেতে
(C) ব্রততী
(D) সাপটি
Ans: (C) ব্রততী
60. তবে কেন তুমি , গুণনিধি , ‘ —’গুণনিধি ‘
বলতে বোঝানো হয়েছে
(A) রামচন্দ্রকে
(B) ইন্দ্ৰজিৎকে
(C) পবনকে
(D) রাবণকে
Ans: (B) ইন্দ্ৰজিৎকে
61. ‘ তাজ কি কিঙ্করীরে আজি ? ‘ — ‘ কিঙ্করী ‘ শব্দের অর্থ—
(A) কিন্নরী
(B) সেবিকা
(C) কিঙ্কিণি
(D) ললনা
Ans: (B) সেবিকা
62. ইন্দ্ৰজিতে জিতি তুমি , সতী , —’সতী ‘ বলতে
বলা হয়েছে –
(A) নিকষাকে
(B) সরমাকে
(C) প্রমীলাকে
(D) চিত্রাঙ্গদাকে
Ans: (C) প্রমীলাকে
63. ‘ জ্বরায় আমি আসিব ফিরিয়া
কল্যাণী’— এখানে ‘ কল্যাণী ‘ হলেন –
(A) প্রমীলা
(B) অমলা
(C) বিমলা
(D) সরলা
Ans: (A) প্রমীলা
64. ইন্দ্রজিৎ সমরে , নাশ করতে চলেছে –
(A) লক্ষ্মণকে
(B) রাঘবকে
(C) যদুনন্দনকে
(D) পবনকে
Ans: (B) রাঘবকে
65. বিদায় এবে দেহ _____ । ( শূন্যস্থান )
(A) চাঁদমুখী
(B) বিধুমুখী
(C) শশীমুখী
(D) জ্যোৎস্নামুখী
Ans: (B) বিধুমুখী
66. ‘ অম্বর উজলি ! ‘ — ‘ অম্বর ‘ শব্দের অর্থ হল –
(A) বাতাস
(B) আগুন
(C) আকাশ
(D) বন্যা
Ans: (C) আকাশ
67. শিখিনী আকর্ষি রোষে , ‘ — ‘ শিঞ্জিনী ‘ শব্দের অর্থ হল –
(A) ধনুকের ছিলা
(B) অসি
(C) তূণ
(D) দুন্দুভি
Ans:
(A) ধনুকের ছিলা
68. ‘
______ যথা নাদে মেঘ মাঝে ভৈরবে । ‘ (
শূন্যস্থান )
(A) শুরেন্দ্র
(B) রাঘবেন্দ্র
(C) পক্ষীন্দ্ৰ
(D) বীরেন্দ্র
Ans:
(C) পক্ষীন্দ্ৰ
69. ‘ উড়িছে কৌশিক – ধ্বজ ; ‘ – ‘ ধ্বজ ‘ শব্দের অর্থ –
(A) দামামা
(B) পতাকা
(C) কনক
(D) আসন
Ans:
(B) পতাকা
70. ‘ নাদিলা কর্পূরদল ‘ — ‘ কর্পূরদল ‘ বলতে
বোঝানো হয়েছে –
(A) দেবতাবৃন্দকে
(B) হনুমানবৃন্দকে
(C) রাক্ষসবৃন্দকে
(D) মানববৃন্দকে
Ans:
(C) রাক্ষসবৃন্দকে
71. ‘ নাদিলা কর্পূরদল হেরি বীরবরে মহাগর্বে
।— ‘ বীরবর ‘ হলেন—
(A) ইন্দ্ৰজিৎ
(B) রাবণ
(C) লক্ষ্মণ
(D) বিভীষণ
Ans:
(A) ইন্দ্ৰজিৎ
72. মরে নাকি পুনরায় বেঁচে উঠেছে –
(A) লক্ষ্মণ
(B) বীরবাহু
(C) রাঘব
(D) পবন
Ans:
(C) রাঘব
অভিষেক (কবিতা) মাইকেল
মধুসূদন দত্ত দশম শ্রেণীর বাংলা সাজেশন প্রশ্ন ও উত্তর Class
10 Bengali Suggestion | West Bengal WBBSE Class MADHYAMIK MADHYAMIK(Class 10th)
Bengali Question and Answer Suggestion
1. ইন্দ্রজিতের প্রিয়ানুজকে কে বধ করেছেন ?
Ans:
‘ অভিষেক ’
কবিতা অনুসারে , ইন্দ্রজিতের প্রিয় বৈমাত্রেয়
ভাই বীরবাহুকে , রামচন্দ্র সম্মুখসমরে বধ করেছিলেন ।
2. রঘুবরকে ইন্দ্রজিৎ কখন সংহার করেছিলেন ?
Ans:
‘ অভিষেক ’
কবিতানুসারে , লক্ষ্মীর কাছে বীরবাহুর
মৃত্যুসংবাদ পাওয়ার পর বিস্মিত ইন্দ্রজিৎ তাঁকে জানিয়েছিলেন যে , রাত্রিকালীন
যুদ্ধে তিনি রাঘবকে সংহার করেছিলেন ।
3. ইন্দিরা সুন্দরীকে কী কী বিশেষণে ভূষিত
করা হয়েছে ?
Ans: পাঠ্য রচনাংশে কবি মাইকেল মধুসুদন দত্ত ‘ ইন্দিরা সুন্দরী
’ তথা লক্ষ্মীকে ‘ রত্নাকর ’ ও ‘ রত্নোত্তমা ‘ বিশেষণে ভূষিত করেছেন ।
4. ইন্দিরা সুন্দরীর মুখে প্রিয় ভাই
বীরবাহুর মৃত্যুসংবাদ শুনে মেঘনাদের রোষের বহিঃপ্রকাশ কীভাবে ঘটেছিল ?
Ans: প্রমোদোদ্যানে ছদ্মবেশী লক্ষ্মীর মুখে প্রিয় ভাই
বীরবাহুর মৃত্যুসংবাদ শুনে মেঘনাদ ফুলমালা ছিঁড়ে , সোনার আভরণ
ছুড়ে ফেলে নিজেকে ধিক্কার জানায় ।
5. ‘ হা ধিক্ মোরে ! -বস্তুা কেন নিজেকে ধিক্কার
দিয়েছিলেন ?
Ans: স্বর্ণলঙ্কা যখন শত্রুপক্ষের ঘেরাটোপে , প্রিয় ভাই যখন নিহত , পিতা যুদ্ধযাত্রার প্রস্তুতিতে ব্যস্ত তখন প্রমোদকাননে
মেয়েদের মাঝে বিলাসিতা শোভন নয় — তাই এই আত্মধিকার ।
6. ‘ ঘুচাব ও অপবাদ , বধি রিপুকুলে / অপবাদটি কী ?
Ans: রামচন্দ্রের হাতে লঙ্কার আক্রান্ত হওয়া ও প্রিয়ানুজ
বীরবাহুর মৃত্যুকালে মেয়েদের মাঝে প্রমোদোদ্যানে সময় কাটানো এবং কর্তব্যের গাফিলতিকেই ইন্দ্ৰজিৎ অপবাদ
বলেছেন ।
7. ‘ সাজিলা রথীন্দ্রষভ বীর – আভরণে ‘ — ‘
রথীন্দ্রর্যভ ’ বলতে কাকে বোঝানো হয়েছে এবং তিনি কোন্ কোন্ বীরের মতো আভরণে
ভূষিত হয়েছেন ?
Ans:
‘ রথীন্দ্রষভ
‘ বা শ্রেষ্ঠ যোদ্ধা মেঘনাদ তারকাসুর বধ কালে
কার্তিকের মতো ও বিরাটরাজের গোধন রক্ষার্থে বৃহন্নলারূপী কিরীটীর মতো বীর আভরণে ভূষিত হয়েছিলেন ।
8. মায়ারী মানব বলতে কাকে চিহ্নিত করা হয়েছে ?
Ans:
‘ অভিষেক ‘
নামাঙ্কিত পাঠ্য রচনাংশে মায়াবী মানব
বলতে লক্ষ্মী , রঘুবর রামচন্দ্রকে চিহ্নিত
করেছেন ।
9. ‘ তব শরে মরিয়া বাঁচিল ।’— কার শর প্রয়োগে কে
মরে বেঁচে উঠেছিলেন ?
Ans: আলোচ্য ‘ অভিষেক ’ কবিতায় রক্ষকুলবীর ইন্দ্রজিতের তিরের
আঘাতে রাঘব মরেও বেঁচে উঠেছিলেন ।
10. ‘ যাও তুমি ত্বরা করি ; ‘ – কে কাকে ‘ ত্বরা করি ’ যাত্রা
করতে বলেছেন ?
Ans:
‘ অভিষেক ‘
কবিতানুসারে , স্বর্ণলঙ্কার বর্তমান অবস্থা
নিরীক্ষণ করে লক্ষ্মী ত্বরা অর্থাৎ শীঘ্র ইন্দ্রজিৎকে সেখানে যাত্রা করতে বলেছেন ।
11. কালসমরে শব্দার্থ বুঝিয়ে দাও ।
Ans: পাঠ্য ‘ অভিষেক ‘ কবিতায় , ‘ কালসমরে ‘ বলতে রাবণের সঙ্গে
রামচন্দ্রের সম্ভাব্য ঘোরতর যুদ্ধের কথা বলা হয়েছে ।
12. ইন্দ্ৰজিৎকে ‘ রক্ষঃ – চূড়ামণি ‘ বলার কারণ
কী ?
Ans:
‘ রক্ষঃ –
চূড়ামণি ‘ শব্দের অর্থ রাক্ষসদের মধ্যে
কুলশ্রেষ্ঠ বা শিরোমণি । প্রবল শক্তির অধিকারী ইন্দ্রজিৎ রাক্ষসদের মধ্যে বীর যোদ্ধা , তাই তাকে ‘ রক্ষঃ – চূড়ামণি ‘
বলা হয়েছে ।
13. মহাবলী মেঘনাদের কুসুমদাম ছেঁড়ার কারণ
কী ?
Ans: প্রভাষা ছদ্মবেশধারী লক্ষ্মীর কাছে ইন্দ্রজিৎ
স্বর্ণলঙ্কার দুর্দশার কথা এবং রাঘবকে সংহার করা সত্ত্বেও তাঁর বেঁচে থাকার কথা জানতে পেরে মেঘনাদ প্রচণ্ড
রোয়ে কুসুমদাম ছিঁড়ে ফেললেন ।
14. ইন্দ্রজিতের কুসুমদাম ছিঁড়ে ফেলা ও
অন্যান্য জিনিস ছুড়ে ফেলাকে কীসের সঙ্গে তুলনা করা হয়েছে ?
Ans:
‘ অভিষেক ‘
কবিতায় ইন্দ্রজিতের কুসুমদাম ছিঁড়ে
ফেলা ও অন্যান্য জিনিস ছুড়ে ফেলাকে , অশোক গাছের তলায় অশোক ফুলের আড্ডা
বিচ্ছুরণের সঙ্গে তুলনা করা হয়েছে ।
15. মহাবলী – মেঘনাদ প্রচণ্ড রোয়ে কী কী
করলেন ?
Ans:
‘ অভিষেক ‘
কবিতা অনুসারে , মহাবলী মেঘনাদ প্রচণ্ড রোষে
কুসুমদাম ছিঁড়ে ফেলে , সোনার আভরণ ছুড়ে ফেলে সকল সাজ নষ্ট করলেন ।
16. প্রচণ্ড রোষে মেঘনাদ নিজেকে কী বলে ধিক্কার
দিলেন ?
Ans:
‘ অভিষেক ‘
কবিতানুসারে , যখন শত্রুরা স্বর্ণলঙ্কা গ্রাস
করতে উদ্যত , তখন ইন্দ্ৰজিৎ নারীদের মাঝে প্রমোদরত — এই ভাবনা প্রকাশ করে
। তিনি নিজেকে ধিক্কার দিলেন ।
17. ‘ বৈরিদল বেড়ে / স্বর্ণলঙ্কা , – ‘ বৈরিদল ‘ বলতে কাদের বোঝানো
হয়েছে ? ‘ বেড়ে স্বর্ণলঙ্কা ’ বলতে কী বোঝ ?
Ans: এখানে ‘ বৈরিদল ‘ অর্থাৎ
শত্রুপক্ষ বলতে রামচন্দ্র ও তাঁর সৈন্যদের
বোঝানো হয়েছে । ‘ বেড়ে স্বর্ণলঙ্কা ‘ বলতে বোঝানো হয়েছে । স্বর্ণলঙ্কাকে ঘিরে ফেলা হয়েছে ।
18. ‘ কাঁপিলা লঙ্কা , কাঁপিলা জলধি ।’— ‘ লঙ্কা ’ ও ‘
জলধি কেঁপে ওঠার কারণ কী ?
Ans:
‘ অভিষেক ’
কবিতা অনুসারে প্রভাষার মুখে লঙ্কার দুঃসংবাদ
শুনে প্রমোদ উদ্যান থেকে যুদ্ধ যাত্রাকালে রথে চেপে আকাশপথে ধাবমান মেঘনাদ ধনুকের ছিলায় যে – টংকার
দিয়েছিলেন , তাতে এমন অবস্থা হয়েছিল ।
19. ‘ আন রথ ত্বরা করি ; ’ – ত্বরা করে রথ এনে ইন্দ্ৰজিৎ কী
করবেন ?
Ans: পাঠ্য‘ অভিষেক ‘ কবিতা অনুসারে, শীঘ্র রথ নিয়ে রাবণপুত্র
ইন্দ্রজিৎ প্রমোদকানন ত্যাগ করে স্বর্ণলঙ্কার অভিমুখে যাত্রা করবেন ।
20. হৈমবতীসুত কী করেছিলেন ?
Ans: দেবলোকে ত্রাস সঞ্চারকারী মহাবলশালী তারকাসুরকে বধ করে‘
হৈমবতীসূত ’ অর্থাৎ কার্তিকেয় স্বর্গরাজ্য নিষ্কণ্টক করেছিলেন ।
21. ‘ বৃহন্নলারূপী কিরীটি কে ?
Ans:
‘ বৃহন্নলারূপী
কিরীটি ‘ হলেন বৃহন্নলার ছদ্মবেশধারী
তৃতীয় পাণ্ডব অর্জুন ।
22. গোধন উদ্ধার করতে কিরীটি কাকে সঙ্গে
নিয়েছিলেন ?
Ans: বিরাট রাজাকে বিপন্মুক্ত করতে কিরীটি তথা অর্জুন গোধন উদ্ধারের জন্য বিরাট
পুত্রকে সঙ্গে নিয়েছিলেন ।
23. অর্জুনকে কিরীটি বলার কারণ কী ?
Ans: পাণ্ডবশ্রেষ্ঠ অর্জুন দেবরাজ ইন্দ্রের দেওয়া কিরীট
বা মুকুট মাথায় পরেছিলেন বলে , অর্জুনকে কিরীটি বলা হয় ।
24. ‘ শমীবৃক্ষমূলে ‘ কথাটির মধ্যে কোন্ কাহিনির
ইঙ্গিত আছে ?
Ans:
‘ শমীবৃক্ষমূলে
‘ কথাটির মধ্যে বৃহন্নলারূপী অর্জুনের
ছদ্মবেশ ত্যাগ করে যুদ্ধসজ্জার প্রসঙ্গের ইঙ্গিত আছে ।
25. স্বর্ণলঙ্কায় যাওয়ার সময় ইন্দ্রজিতের
রথসজ্জার কথা লেখো ।
Ans:
‘ অভিষেক ’
কবিতা অনুসারে স্বর্ণলঙ্কায় যাওয়ার সময়
ইন্দ্রজিতের অত্যন্ত দ্রুতবেগসম্পন্ন মেঘবর্ণ রথটির চাকায় ছিল বিজলির ছটা , পতাকা ছিল
রংধনুর মতো সাতটি বর্ণে রঞ্জিত ।
26. ইন্দ্ৰজিৎ যখন স্বর্ণলঙ্কায় যাওয়ার উদ্যোগ
নিচ্ছিলেন তখন কে তার পথ রোধ করে দাঁড়ালেন ?
Ans:
‘ অভিষেক ‘
কবিতানুসারে ইন্দ্রজিৎ যখন স্বর্ণলঙ্কায়
যাওয়ার উদ্যোগ নিচ্ছিলেন তখন ইন্দ্রজিতের পত্নী প্রমীলা তাঁর পথ রোধ করে দাঁড়ালেন ।
27. মেঘনাদবধ কাব্যর প্রথম সর্গের নাম কী?
উত্তর:
মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাদবধ কাব্যর প্রথম
সর্গের নাম ‘অভিষেক’ |
28. “প্রণমিয়া, ধাত্রীর চরণে,/কহিলা,”—ইন্দ্রজিৎ কী বলেছিলেন?
উত্তর:
মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘অভিষেক’ পদ্যাংশ থেকে
নেওয়া উদ্ধৃতাংশে ইন্দ্ৰজিৎ লঙ্কার সুসংবাদ জিজ্ঞাসা করেছিলেন এবং সেখানে ধাত্রীমাতা প্রভাষার আসার
কারণ জিজ্ঞাসা করেছিলেন।
29. “ছদ্মবেশী অম্বুরাশি-সুতা উত্তরিলা;”—‘অম্বুরাশি-সুতা’ কে এবং কেন
তাঁর এমন নাম?
উত্তর:
‘অম্বুরাশি’ শব্দের অর্থ জলসমূহ, ‘সুতা’ শব্দের অর্থ কন্যা।
সমুদ্রমন্থনের সময় লক্ষ্মীর উত্থান হয়েছিল বলে তাঁকে ‘অম্বুরাশি-সুতা' বলা হয়েছে।
30. “ছদ্মবেশী
অম্বুরাশি-সুতা”—‘অম্বুরাশি-সুতা’ কার ছদ্মবেশ ধারণ করেছিলেন?
উত্তর:
উদ্ধৃত পঙ্ক্তিটি মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘অভিষেক’
পদ্যাংশ থেকে নেওয়া। ‘অম্বুরাশি-সুতা’ বা লক্ষ্মী ইন্দ্রজিতের ধাত্রীমাতা প্রভাষার ছদ্মবেশ ধারণ করেছিলেন।
31. ‘অম্বুরাশি-সুতা’ কেন
ইন্দ্রজিতের কাছে এসেছিলেন?
উত্তর:
‘অম্বুরাশি-সুতা' অর্থাৎ লক্ষ্মী ইন্দ্ৰজিতের কাছে
এসেছিলেন তাঁকে বীরবাহুর মৃত্যুসংবাদ দিয়ে যুদ্ধযাত্রায় উৎসাহ দিতে।
32. “সসৈন্যে সাজেন আজি যুঝিতে
আপনি।”—কে সসৈন্যে সাজেন?
উত্তর:
উদ্ধৃত পঙ্ক্তিটি মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘অভিষেক’
পদ্যাংশ থেকে গৃহীত। প্রিয়পুত্র বীরবাহুর মৃত্যুতে লঙ্কেশ্বর রাবণ সৈন্যদল সহ যুদ্ধসাজে সজ্জিত হন।
33. “জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া;”— এই বিস্ময়ের কারণ কী ছিল?
উত্তর:
রামচন্দ্রকে খণ্ড খণ্ড করে কেটে ফেলার পরেও কে
বীরবাহুকে হত্যা করল—তা ভেবেই ইন্দ্রজিৎ অবাক হয়েছেন।
34. “কে বধিল কবে/প্রিয়ানুজে?”—‘প্রিয়ানুজ’ কাকে বলা হয়েছে?
উত্তর:
‘প্রিয়ানুজ’ বলতে এখানে বীরবাহুকে বোঝানো হয়েছে।
35. ছদ্মবেশী লক্ষ্মী কোন্ সংবাদ নিয়ে
এসেছিলেন?
উত্তর:
ছদ্মবেশী লক্ষ্মী রাবণপুত্র বীরবাহুর মৃত্যুসংবাদ
এবং তাতে রাবণের শোকগ্রস্ত হওয়ার খবর নিয়ে এসেছিলেন।
36. “এ অদ্ভুত বারতা,”—কোন্ ‘বারতা’র কথা বলা হয়েছে?
উত্তর:
উদ্ধৃত পঙ্ক্তিটি মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘অভিষেক’
পদ্যাংশ থেকে নেওয়া। এখানে বীরচূড়ামণি বীরবাহুর মৃত্যুসংবাদের কথাই বলা হয়েছে।
37. “শীঘ্র কহ দাসে।— শীঘ্র কী বলতে
বলা হয়েছে?
উত্তর:
ছদ্মবেশী লক্ষ্মী বীরবাহুর মৃত্যুসংবাদ দিতে
এসেছেন মেঘনাদকে। লক্ষ্মী কোথায় সেই মৃত্যুসংবাদ পেলেন তা শীঘ্র বলতে বলা হয়েছে।
38. অর্জুন কোথায় যুদ্ধসজ্জা করেছিলেন?
উত্তর:
মহাভারতের বিরাট পর্বে অজ্ঞাতবাসে থাকাকালীন অর্জুন
বিরাটরাজের গোধন উদ্ধারের জন্য শমিবৃক্ষমূলে যুদ্ধসজ্জা করেছিলেন।
39. “ধবজ ইন্দ্রচাপরূপী;”—‘ইন্দ্রচাপ’ কথার অর্থ কী?
উত্তর:
উদ্ধৃত পঙ্ক্তিটি মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘অভিষেক’
পদ্যাংশ থেকে গৃহীত| ‘ইন্দ্ৰচাপ’ কথার অর্থ হল দেবরাজ ইন্দ্রের ধনু।
40. “হেন কালে প্রমীলা সুন্দরী,/ধরি পতি-কর-যুগ”—প্রমীলার এই
আচরণকে কবি কাঁসের সঙ্গে তুলনা করেছেন?
উত্তর:
স্বর্ণলতার বিরাট বনস্পতিকে জড়িয়ে ধরার সঙ্গে
প্রমীলার এই আচরণকে তুলনা করা হয়েছে।
41. “হেন কালে প্রমীলা সুন্দরী,”—‘হেন কালে' বলতে কোন্ সময়কে বলা হয়েছে?
উত্তর:
বীরবাহুর মৃত্যুর প্রতিশোধ নিতে যুদ্ধক্ষেত্রে
যাওয়ার জন্য ইন্দ্ৰজিৎ যখন রথে চড়ে বসেছেন, সেই সময়কে বোঝাতেই ‘হেনকাল’ শব্দটি
ব্যবহৃত হয়েছে।
42. “ব্রততী বাঁধিলে সাধে করি-পদ,”—‘করিপদ’ কথার অর্থ কী?
উত্তর:
উদ্ধৃত পঙ্ক্তিটি মাইকেল মধুসূদন দত্তের ‘অভিষেক’
পদ্যাংশ থেকে গৃহীত।‘করি-পদ’ কথার অর্থ হল হাতির পা।
43. “কে পারে খুলিতে/সে বাঁধে?”—এখানে কোন্ বন্ধনের কথা বলা
হয়েছে?
উত্তর:
মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘অভিষেক' পদ্যাংশ থেকে গৃহীত
উদ্ধৃতাংশটিতে প্রমীলার সঙ্গে ইন্দ্রজিতের সম্পর্কের বন্ধনের কথা বলা হয়েছে।
44. “ত্বরায় আমি আসিব ফিরিয়া...”-কোথা থেকে
ফিরে আসার কথা বলা হয়েছে?
উত্তর:
মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘অভিষেক’ পদ্যাংশ থেকে
নেওয়া উদ্ধৃতাংশটিতে যুদ্ধক্ষেত্র থেকে রামচন্দ্রকে হত্যা করে ফিরে আসার কথা বলা
হয়েছে।
45. “উঠিছে
আকাশে/কাঞ্চন-কণ্ডুক-বিভা।”—কাকে 'কাঞ্চন-কম্বুক-বিভা’ বলা হয়েছে?
উত্তর:
বীরবাহুর মৃত্যুর প্রতিশোধ নিতে লঙ্কেশ্বর রাবণ
যুদ্ধসাজে সেজেছেন। রাক্ষসবাহিনীর রেশমি পতাকার ঔজ্জ্বল্যকে এখানে ‘কাঞ্চন- কপ্ৰুক-বিভা’ বলা হয়েছে।
46. “নাদিলা কর্পূরদল...”—কেন
‘কর্পূরদল’ আওয়াজ করেছিল?
উত্তর:
মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘অভিষেক’ পদ্যাংশ থেকে
সংগৃহীত উদ্ধৃতাংশে মেঘনাদকে দেখে মহাগর্বে সৈন্যদল আওয়াজ করেছিল।
47. “নমি পুত্র পিতার চরণে,”—পিতা ও পুত্র কে?
উত্তর:
মাইকেল মধুসূদন দত্তের ‘অভিষেক' পদ্যাংশ থেকে নেওয়া
উদ্ধৃতাংশটিতে পিতা হলেন লঙ্কাধিপতি দশানন রাবণ এবং পুত্র হলেন রাবণ পুত্র মেঘনাদ।
48. “এ মায়া, পিতঃ, বুঝিতে না পারি!”—কোন্ মায়া বক্তা বুঝতে পারছেন না?
উত্তর:
মৃত্যুর পরেও রামচন্দ্র কীভাবে বেঁচে উঠলেন—সেই মায়ার
ছলনা বক্তা মেঘনাদ বুঝতে পারছেন না।
49. “সমূলে নির্মূল/করিব পামরে
আজি!”—কাকে ‘পামর’ বলা হয়েছে?
উত্তর :
উদ্ধৃত পঙ্ক্তিটি মাইকেল মধুসূদন দত্তের ‘অভিষেক’
পদ্যাংশ থেকে গৃহীত ৷ এখানে রামচন্দ্রকে ‘পামর’ অর্থাৎ পাপী বলা হয়েছে।
50. . “নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে।”—কে, কাকে রাজপদে এনে দিতে চেয়েছেন?
উত্তর:
উদ্ধৃত পঙ্ক্তিটি মাইকেল মধুসূদন দত্তের ‘অভিষেক’
পদ্যাংশ থেকে গৃহীত। মেঘনাদ রামচন্দ্রকে বেঁধে এনে রাজপদে অর্থাৎ রাবণের পায়ের কাছে দিতে চেয়েছেন।
51. “নাহি চাহে প্রাণ মম”—বক্তার
প্রাণ কী চায় না?
উত্তর:
উদ্ধৃত পঙ্ক্তিটি মাইকেল মধুসূদন দত্তের ‘অভিষেক’
পদ্যাংশ থেকে গৃহীত। এখানে মেঘনাদকে যুদ্ধে পাঠাতে লঙ্কেশ্বর রাবণের প্রাণ চায় না।
52. “কে কবে শুনেছে, পুত্র, ভাসে শিলা জলে,”—কোন্ প্রসঙ্গে এ কথা বলা হয়েছে?
উত্তর:
মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘অভিষেক' পদ্যাংশ থেকে গৃহীত উদ্ধৃতাংশে
রামচন্দ্রের মৃত্যুর পরে পুনর্জীবন লাভ প্রসঙ্গে এ কথা বলা হয়েছে।
53. ‘অভিষেক’ কবিতাটি কোন্ কাব্যগ্রন্থের কোন
অংশ থেকে গৃহীত ?
উত্তর – ‘অভিষেক’ কাব্যাংশটি মাইকেল
মধুসূদন দত্তের লেখা ‘মেঘনাদবধ কাব্য -এর প্রথম
সর্গ থেকে গৃহীত।
54. কণক আসন ত্যজি, বীরেন্দ্রকেশরী /
ইন্দ্রজিৎ’-ইন্দ্রজিৎ কণক আসন ত্যাগ করলেন কেন ?
উত্তর –
ইন্দ্রজিৎ তার সামনে উপস্থিত ধাত্রী প্রভাষার
ছদ্মবেশিনী শ্রীলক্ষ্মীকে দেখে সম্মান ও মর্যাদা প্রদর্শন করে কণক আসন ত্যাগ করলেন।
55. বীরবাহুর মৃত্যু সংবাদ কে কাকে
দিয়েছিল ?
উত্তর –
বীরবাহুর মৃত্যুসংবাদ প্রভাষা রাক্ষসীর ছদ্মবেশে
প্রমােদ উদ্যানে আসা দেশ লক্ষ্মী মেঘনাদকে দিয়েছিল।
56. ‘ছদ্মবেশী অম্বুরাশি – সুতা’ কেন
ইন্দ্রজিতের কাছে এসেছিলেন?
উত্তর-
রামচন্দ্রের সাথে যুদ্ধে যখন ধীরে ধীরে লঙ্কাসেনা
পরাজয়ের দিকে এগিয়ে যাচ্ছে এবং রাবণ সদ্য পুত্র বিরবাহু-কে হারিয়েছেন, এই সময়ে প্রভাষা-র ছদ্মবেশী রাজলক্ষ্মী রমা ইন্দ্রজিৎ-এর কাছে এসে তাকে যুদ্ধের জন্য
প্ররোচিত করার প্রচেষ্টা করেছিলেন।
57. ‘ধরি পতি-কর- যুগ’ – পতির কর-যুগ
ধরে উদ্দিষ্ট ব্যাক্তি কী বলেছিলেন?
উত্তর-
ইন্দ্রজিতের স্ত্রী প্রমিলাদেবী তাঁর পতির হাত ধরে
তাকে যুদ্ধক্ষেত্রে না যাবার অনুরোধ করেছিলেন।
58. ‘শিঞ্জিনী আকর্ষি রোষে’, – ‘শিঞ্জিনী’ শব্দের অর্থ কী?
উত্তর-
‘শিঞ্জিনী’ শব্দের অর্থ ধনুকের ছিলা।
59. ‘রত্নাকর রতল্লাত্তমা’ কার বিশেষণ হিসেবে
ব্যবহৃত হয়েছে ?
উত্তর – রত্নাকর রত্নোত্তমা স্বয়ং দেবী
ইন্দিরা বা লক্ষ্মীর বিশেষণ হিসেবে ব্যবহৃত
হয়েছে।
60. ‘যাও তুমি ত্বরা করি ;-কাকে কোথায় যেতে বলা হয়েছে ?
উত্তর –
মেঘনাদকে রাক্ষসকুলের মানরক্ষার জন্য যুদ্ধক্ষেত্রে
যেতে বলা হয়েছে। .
61. ‘সাজিছে রাবণরাজা’ রাবণের এমন আচরণের
কারণ কী ?
উত্তর –
বীরবাহুর মৃত্যুর খবরে প্রতিশােধ নেওয়ার বাসনায়
রাবণরাজা রণসজ্জায় সেজে উঠেছেন।
62. ‘কিন্তু অনুমতি দেহ;’— কোন্ অনুমতি প্রার্থণা করেছেন ?
উত্তর –
সমূলে রাঘবকে নির্মূল করার জন্য মেঘনাদ অনুমতি
প্রার্থণা করেছেন। .
63. মেঘনাদ রাঘবদের ক’বার
হারিয়েছিলেন ?
উত্তর –
মেঘনাদ রাঘবকে দুবার যুদ্ধে হারিয়েছেন।
64. ‘কুম্ভকর্ণ বলী’–কুম্ভকর্ণ কে
ছিল ?
উত্তর –
কুম্ভকর্ণ ছিলেন বিশ্বশ্রবা মুণি ও নিকষার
মধ্যমপুত্র, দশানন রাবণের ভ্রাতা।
65. কোন্ সময়ে রাঘবদের মুখােমুখি
হবার কথা বলেছেন রাবণ ?
উত্তর – রাঘবের সঙ্গে যুদ্ধ করার জন্য
রাবণ তার পুত্র মেঘনাদকে প্রভাতে মুখােমুখি
হবার নির্দেশ দিয়েছিলেন।
66. ‘অভিষেক’ শব্দটির অর্থ কী?
উত্তর-
প্রাচীনকালে রাজার, রাজ সিংহাসনলাভের সময়ের বিশেষ
ধর্মানুষ্ঠানকে অভিষেক বলা হত।
67. “প্রণমিয়া, ধাত্রীর চরণে,” – ধাত্রীর প্রকৃত পরিচয় কী?
উত্তর-
ইন্দ্রজিৎ এখানে ধাত্রী বলতে ‘প্রভাষা’-কে বুঝিয়েছেন, প্রভাষার প্রকৃত পরিচয় হল
রাজলক্ষ্মী রমা।
68. ‘ মেঘনাদবধ কাব্য ‘ – এর প্রথম সর্গটির নাম
লেখো । কাব্যের মোট ক – টি সর্গ ?
Ans: মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘ মেঘনাদবধ কাব্য ‘ – এর প্রথম
সর্গের নাম ‘ অভিষেক । এ কাব্যের মোট সর্গ সংখ্যা ন – টি ।
69. ‘ অভিষেক ‘ রচনাংশটিতে কার অভিষেকের কথা
বলা হয়েছে ?
Ans: মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ‘ অভিষেক ‘ রচনাংশটিতে
রক্ষরাজ রাবণের পুত্র ইন্দ্রজিতের অভিষেকের কথা বলা হয়েছে ।
70. ইন্দ্ৰজিৎ কে ?
Ans: রাবণ ও মন্দোদরীর সন্তান মেঘনাদ দেবরাজ ইন্দ্রকে জয়
করেছিলেন বলে বীরশ্রেষ্ঠ ‘ ইন্দ্রজিৎ ‘ নাম গ্রহণ করেছিলেন ।
71. কাকে বীরেন্দ্রকেশরী বলা হয়েছে ?
Ans: মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘ অভিষেক ’ নামাঙ্কিত অংশে
বীরেন্দ্রকেশরী বলা হয়েছে রাবণপুত্র ইন্দ্রজিৎকে । বীরেন্দ্রকেশরীর অর্থ বীরসিংহ ।
72. ‘ প্রণমিয়া ধাত্রীর চরণে , / কহিলা , – ধাত্রী আসলে কে এবং তাকে কী বলা
হয়েছে ?
Ans: মধুসূদনের অভিষেক ‘ কাব্যাংশে প্রভাষার ছদ্মবেশিনী
ধাত্রী আসলে দেবী লক্ষ্মী । প্রমোদোদ্যানে মেঘনাদ তাঁকে দেখে সেখানে আগমনের কারণ ও লঙ্কার কুশল জিজ্ঞাসা
করেছিলেন ।
73. ইন্দ্রজিৎ ধাত্রীর চরণে প্রণাম করে তাকে
কী বলে সম্বোধন করেন ?
Ans:
‘ অভিষেক ’
নামাঙ্কিত রচনাংশে ধাত্রী ছদ্মবেশধারী
লক্ষ্মীর চরণে প্রণাম করে তাকে ‘ মাতঃ ‘ বলে সম্বোধন করেন ।
74. ‘ অম্বুরাশি – সুতা কার ছদ্মবেশ ধারণ করেছিলেন ?
Ans: মধুসুদনের ‘ অভিষেক ‘ কাব্যাংশে ‘ অম্বুরাশি – সুতা ‘
অর্থাৎ লক্ষ্মী , ইন্দ্রজিতের ধাত্রী প্রভাষার ছদ্মবেশ ধারণ করে প্রমোদকাননে
এসে ইন্দ্রজিৎকে বীরবাহুর মৃত্যু ও রাবণের যুদ্ধযাত্রার সংবাদ দিয়েছিলেন ।
75. বীরবাহু কে ?
Ans: লঙ্কেশ্বর রাবণ ও গন্ধবর্তনয়া চিত্রাঙ্গদার
পুত্র হলেন বীরবাহু । বাল্মীকির রামায়ণে বীরবাহুর উল্লেখ না থাকলেও কৃত্তিবাসী রামায়ণে তাঁর উল্লেখ পাওয়া
যায় ।
76. ‘ মহাশোকী রাক্ষসাধিপতি কাকে বলা হয়েছে ?
Ans: পাঠ্য ‘ অভিষেক ‘ কবিতায় ‘ মহাশোকী রাক্ষসাধিপতি ‘ বলতে
লঙ্কার অধিপতি রক্ষরাজ রাবণকে বলা হয়েছে । পুত্র বীরবাহুর মৃত্যুতে তিনি মহাশোকী ।
77. ‘ হায় । পুত্র , কি আর কহিব কনক – লঙ্কার দশা ।
বক্তা ‘ কনক – লঙ্কার দশা ‘ বলতে কী বুঝিয়েছেন ?
Ans: বক্তা প্রভাষার ছদ্মবেশী ‘ অম্বুরাশি – সুতা ‘ অর্থাৎ
লক্ষ্মীদেবী ‘ কনক – লঙ্কার দশা ‘ বলতে বীরবাহুর মৃত্যু এবং সেই কারণে রাবণের সসন্যৈ যুদ্ধযাত্রার কথা
বলেছেন ।
78. এবং তার বিস্ময়ের কারণ কী ? জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময়
মানিয়া ; – মহাবাহু কে ?
Ans:
‘ মহাবাহু ‘
হলেন ইন্দ্রজিৎ । রামচন্দ্রকে
রাত্রিকালীন যুদ্ধে তিরের আঘাতে খণ্ড খণ্ড করে কেটে ফেলা সত্ত্বেও , তাঁরই হাতে
বীরবাহু কীভাবে মারা যেতে পারে এ কথা ভেবে তিনি বিস্মিত হয়েছেন ।
79. ‘ তবে , এ বারতা , এ অদ্ভুত বারতা , বার্তাটি কী এবং তা অদ্ভুত কেন ?
Ans: বার্তাটি হল রাঘবের হাতে বীরবাহুর মৃত্যু । বার্তাটি
অদ্ভুত কারণ ইন্দ্রজিতের তিরের আঘাতে যে – রাঘবের মৃত্যু ঘটেছে , সে কী করে
বীরবাহুর হত্যাকারী হয় ।
80. ভগবতীর অপর নাম কী ?
Ans: মাইকেল মধুসূদন দত্তের ‘ অভিষেক ’ নামাঙ্কিত কবিতা থেকে
আমরা জানতে পারি , ভগবতীর অপর নাম লক্ষ্মী । ‘
81. রক্ষ রক্ষঃকুলমান , ‘ — বক্তা কে এবং কাকে উদ্দেশ্য করে
এ কথা বলেছেন ?
Ans: বক্তা হলেন প্রভাষার রূপ ধারণকারিণী দেবী লক্ষ্মী । তিনি
মায়াবী রামচন্দ্রের হাত থেকে রক্ষঃকুলকে রক্ষার জন্য ইন্দ্রজিৎকে উদ্দেশ্য করে এ কথা বলেছেন ।
” অভিষেক (কবিতা) মাইকেল মধুসূদন দত্ত দশম শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক দশম শ্রেণীর পরীক্ষা (West
Bengal Class MADHYAMIK MADHYAMIK/ WB Class 10 / WBBSE / Class 10 Exam / West
Bengal Board of Secondary Education – WB Class 10 Exam / Class 10th / WB Class
10 / Class 10 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে দশম শ্রেণীর বাংলা পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( দশম শ্রেণীর বাংলা সাজেশন / দশম শ্রেণীর বাংলা প্রশ্ও উত্তর । Class
10 Bengali Suggestion / Class 10 Bengali Question and Answer / Class
10 Bengali Suggestion / Class 10 Pariksha Bengali Suggestion / Bengali Class 10
Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 10
Bengali Suggestion FREE PDF Download)
অভিষেক (কবিতা) মাইকেল
মধুসূদন দত্ত প্রশ্ন ও উত্তর
(Class
10 Bengali Suggestion / West Bengal MADHYAMIK MADHYAMIKQuestion and Answer,
Suggestion / WBBSE Class 10th Bengali Suggestion / Class 10
Bengali Question and Answer / Class 10 Bengali Suggestion
/ Class 10 Pariksha Suggestion / Class 10 Bengali Exam Guide / Class
10 Bengali Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020,
2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 10
Bengali Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer.
/ Class 10 Bengali Suggestion FREE PDF Download) সফল হবে।
অভিষেক (কবিতা) মাইকেল
মধুসূদন দত্ত প্রশ্ন ও উত্তর
অভিষেক (কবিতা) মাইকেল
মধুসূদন দত্ত প্রশ্ন ও উত্তর | অভিষেক (কবিতা) মাইকেল মধুসূদন দত্ত Class 10 Bengali Question and Answer
Suggestion দশম
শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – অভিষেক (কবিতা) মাইকেল মধুসূদন দত্ত প্রশ্ন ও উত্তর। অভিষেক (কবিতা) মাইকেল মধুসূদন দত্ত MCQ প্রশ্ন ও উত্তর | দশম শ্রেণীর বাংলা ] অভিষেক (কবিতা) মাইকেল মধুসূদন দত্ত MCQ প্রশ্ন ও উত্তর | অভিষেক (কবিতা) মাইকেল মধুসূদন দত্ত Class 10 Bengali Question and Answer
Suggestion দশম
শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – অভিষেক (কবিতা) মাইকেল মধুসূদন দত্ত MCQ প্রশ্ন উত্তর।
দশম
শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – অভিষেক (কবিতা) মাইকেল মধুসূদন দত্ত
অভিষেক (কবিতা) মাইকেল
মধুসূদন দত্ত SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির বাংলা অভিষেক (কবিতা) মাইকেল মধুসূদন দত্ত SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অভিষেক (কবিতা) মাইকেল মধুসূদন দত্ত Class 10 Bengali Question and Answer
Suggestion দশম
শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – অভিষেক (কবিতা) মাইকেল মধুসূদন দত্ত SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। অভিষেক (কবিতা) মাইকেল মধুসূদন দত্ত MCQ প্রশ্ন উত্তর – অষ্টম শ্রেণি বাংলা |
Class 10 Bengali
অষ্টম শ্রেণি বাংলা (Class
10 Bengali ) – অভিষেক (কবিতা) মাইকেল মধুসূদন দত্ত প্রশ্ন ও উত্তর | অভিষেক (কবিতা) মাইকেল মধুসূদন দত্ত |
Class 10 Bengali Suggestion অষ্টম শ্রেণি বাংলা – অভিষেক (কবিতা) মাইকেল মধুসূদন দত্ত প্রশ্ন উত্তর।
দশম
শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির বাংলা প্রশ্ন ও উত্তর – অভিষেক (কবিতা) মাইকেল মধুসূদন দত্ত প্রশ্ন উত্তর | Class 10 Bengali Question and
Answer, Suggestion দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – অভিষেক (কবিতা) মাইকেল মধুসূদন দত্ত | দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – অভিষেক (কবিতা) মাইকেল মধুসূদন দত্ত | অভিষেক (কবিতা) মাইকেল মধুসূদন দত্ত দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – অভিষেক (কবিতা) মাইকেল মধুসূদন দত্ত | দশম শ্রেণীর বাংলা সহায়ক – অভিষেক (কবিতা) মাইকেল মধুসূদন দত্ত প্রশ্ন ও উত্তর । Class 10 Bengali Question and
Answer, Suggestion | Class 10 Bengali Question and Answer Suggestion
| Class 10 Bengali Question and Answer Notes | West Bengal Class
10th Bengali Question and Answer Suggestion.
WBBSE Class 10th Bengali Suggestion | দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – অভিষেক (কবিতা) মাইকেল মধুসূদন দত্ত
দশম
শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – অভিষেক (কবিতা) মাইকেল মধুসূদন দত্ত MCQ প্রশ্ন উত্তর |
WBBSE Class 10 Bengali Question and Answer, Suggestion দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – অভিষেক (কবিতা) মাইকেল মধুসূদন দত্ত প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | অভিষেক (কবিতা) মাইকেল মধুসূদন দত্ত । Class 10 Bengali Question and
Answer Suggestion.
WBBSE
Class 10 Bengali Suggestion দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – অভিষেক (কবিতা) মাইকেল মধুসূদন দত্ত প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । অভিষেক (কবিতা) মাইকেল মধুসূদন দত্ত | Class 10
Bengali Suggestion দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – অভিষেক (কবিতা) মাইকেল মধুসূদন দত্ত প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।
WB Class 10 Bengali Suggestion | দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – অভিষেক (কবিতা) মাইকেল মধুসূদন দত্ত MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর
Class
10 Bengali Question and Answer Suggestions | দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – অভিষেক (কবিতা) মাইকেল মধুসূদন দত্ত | দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর Class
10 Bengali Question and Answer দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – অভিষেক (কবিতা) মাইকেল মধুসূদন দত্ত দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর Class
10 Bengali Question and Answer দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – অভিষেক (কবিতা) মাইকেল মধুসূদন দত্ত MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।
WB Class 10 Bengali Suggestion | দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – অভিষেক (কবিতা) মাইকেল মধুসূদন দত্ত MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর
Class
10 Bengali Question and Answer Suggestion দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – অভিষেক (কবিতা) মাইকেল মধুসূদন দত্ত MCQ প্রশ্ন ও উত্তর । Class
10 Bengali Question and Answer Suggestion দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর। West
Bengal Class 10 Bengali Suggestion Download WBBSE Class 10th Bengali short
question suggestion . Class 10 Bengali Suggestion download Class
10th Question Paper Bengali. WB Class 10 Bengali suggestion and important
question and answer. Class 10 Suggestion pdf.
অভিষেক (কবিতা) মাইকেল
মধুসূদন দত্ত দশম শ্রেণীর বাংলা পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। দশম শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।
Class
10 Bengali Question and Answer Question and Answer prepared by
expert subject teachers. WB Class 10 Bengali Suggestion with 100% Common in the
Examination .Class MADHYAMIK MADHYAMIK Bengali Suggestion | West
Bengal Board of Secondary Education (WBBSE) Class 10 Exam Class 10
Bengali Question and Answer, Suggestion Download PDF: West Bengal
Board of Secondary Education (WBBSE) Class 10 MADHYAMIK MADHYAMIK Bengali
Suggestion is provided here. Class 10 Bengali Question and Answer
Suggestion Questions Answers PDF Download Link in Free here.
অভিষেক (কবিতা) মাইকেল
মধুসূদন দত্ত দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর |
Class 10 Bengali Question and Answer with FREE PDF Download Link
অভিষেক (কবিতা) মাইকেল
মধুসূদন দত্ত দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর |
Class 10 Bengali Question and Answer অভিষেক (কবিতা) মাইকেল মধুসূদন দত্ত দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর |
Class 10 Bengali Question and Answer ”