দশম শ্রেণীর ভূগোল : বর্জ্য ব্যবস্থাপনা (চতুর্থ অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WBBSE Class 10th Geography Question and Answer

দশম শ্রেণীর ভূগোল : বর্জ্য ব্যবস্থাপনা (চতুর্থ অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন  উত্তর | WBBSE Class 10th Geography Question and Answer

বর্জ্য ব্যবস্থাপনা (চতুর্থ অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন  উত্তর | Class 10 Geography Question and Answer : বর্জ্য ব্যবস্থাপনা (চতুর্থ অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন  উত্তর | Class 10 Geography Question and Answer নিচে দেওয়া হলো এই West Bengal WBBSE Class 10th Geography Question and Answer, Suggestion, Notes | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন  উত্তর – বর্জ্য ব্যবস্থাপনা (চতুর্থ অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিকসংক্ষিপ্তঅতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th MADHYAMIK MADHYAMIKGeography Examination – পশ্চিমবঙ্গ দশম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট দশম শ্রেণীর ভূগোল পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন বর্জ্য ব্যবস্থাপনা (চতুর্থ অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন  উত্তর | Class 10 Geography Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি

 

1. একটি গ্যাসীয় বর্জ্যের উদাহরণ হল –

(A) ক্র্যাপ

(B) ডিটারজেন্ট

(C) জীবাশ্ম জ্বালানি

(D) ক্রুড অয়েল

Ans: (C) জীবাশ্ম জ্বালানি

2. হিরোসিমা – নাগাসাকিতে নিক্ষিপ্ত বোমা –

(A) গ্যাসীয় বর্জ্যের উদাহরণ

(B) বিষাক্ত বর্জ্যের উদাহরণ

(C) বিষহীন বর্জ্যের উদাহরণ

(D) তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ

Ans: (C) বিষহীন বর্জ্যের উদাহরণ

3. ভাঙা মগ কী প্রকার ?

(A) জৈব ভঙ্গুর

(B) জৈব অভঙ্গুর

(C) বিষহীন

(D) বিষাক্ত

Ans: (A) জৈব ভঙ্গুর

4. তেজস্ক্রিয় বর্জ্যের প্রধান উৎসস্থল –

(A) শিল্প কারখানা

(B) জলবিদ্যুৎ কেন্দ্ৰ

(C) জলশোধন কেন্দ্র

(D) পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র

Ans: (D) পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র

5. Hazardous waste ‘ বলা হয় –

(A) বিষহীন বর্জ্য পদার্থকে

(B) বিষাক্ত বর্জ্য পদার্থকে

(C) জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থকে

(D) জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থকে

Ans: B) বিষাক্ত বর্জ্য পদার্থকে

6. খবরের কাগজ একপ্রকার –

(A) জৈব অভঙ্গুর পচনশীল তরল

(B) জৈব ভঙ্গুর

(C) গ্যাসীয় বর্জ্য

(D) জৈব অভঙ্গুর পদার্থকে

Ans: (B) জৈব ভঙ্গুর

7. চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের মধ্যে উল্লেখযোগ্য হল –

(A) পলিথিন ব্যাগ

(B) স্যালাইন বোতল

(C) মিথেন

(D) পয়ঃপ্রণালীর বর্জ্য

Ans: (B) স্যালাইন বোতল

8. বর্জ্য জল শোধনের প্রক্রিয়াকে ভাগ করা যায়—

(A) ২ টি স্তরে

(B) ১ টি স্তরে

(C) ৩ টি স্তরে

(D) ৪ টি স্তরে

Ans: (C) ৩ টি স্তরে

9. বর্জ্য ব্যবস্থাপনা প্রক্রিয়ায় ক – টি স্তর দেখা যায় ?

(A) ১ টি

(B) ২ টি

(C) ৩ টি

(D) ৪ টি

Ans: (C) ৩ টি

10. বায়ুতে উপস্থিত জীবাণু বর্জ্যে জৈব পদার্থের বিশ্লেষণ ঘটালে তাকে বলে

(A) কম্পোস্টিং

(B) ওভার ফিলিং

(C) ল্যান্ডফিলিং

(D) কম্পাউন্ডিং

Ans: (A) কম্পোস্টিং

11. পৌর বর্জ্য শহর থেকে দূরে সরিয়ে মাটিতে পুঁতে দেওয়ার পদ্ধতিকে বলে—

(A) বর্জ্য পৃথকীকরণ

(B) কম্পোস্টিং

(C) জমি ভরাটকরণ

(D) নিষ্কাশন

Ans: (C) জমি ভরাটকরণ

12. জলকে জীবানুমুক্ত করার জন্য ব্যবহার করা হয় -

(ক) চুন

(খ) অক্সিজেন 

(গ) কার্বন ডাই অক্সাইড

(ঘ) ওজোন

উত্তরঃ (ঘ) ওজোন

13. সর্বাধিক বিষাক্ত বর্জ্য উৎপন্ন হয় -

(ক) তেজস্ক্রিয় বর্জ্য থেকে

(খ) জৈব বর্জ্য থেকে

(গ) ফ্লাই অ্যাশ থেকে

(ঘ) জলবিদ্যুৎ কেন্দ্র থেকে

উত্তরঃ (ক) তেজস্ক্রিয় বর্জ্য থেকে

14. একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য হল -

(ক) সবজির খোসা

(খ) injection syringe

(গ) খাবারের প্যাকেট

(ঘ) সাবান ধোয়া জল

উত্তরঃ (খ) injection syringe

15. বর্জ্যের চাপ সবচেয়ে বেশি -

(ক) কলকাতায়

(খ) মুম্বাইয়ে

(গ) দিল্লিতে

(ঘ) চেন্নাইতে

উত্তরঃ (ক) কলকাতায়

16. কাগজ তৈরি করতে কাঠের ব্যবহারের ভালো বিকল্প -

(ক) পুরনো কাপড়

(খ) গাছের পাতা

(গ) আখের ছিবড়ে

(ঘ) নতুন গাছ

উত্তরঃ (গ) আখের ছিবড়ে

17. কঠিন বর্জ্য থেকে যে গ্যাস পাওয়া যায় , তা হল –

(A) কার্বন ডাইঅক্সাইড

(B) জৈব গ্যাস

(C) মিথেন

(D) অ্যামোনিয়া

Ans: (C) মিথেন

18. একটি পরিবেশ মিত্র বর্জ্য হল –

(A) চট

(B) প্লাস্টিক

(C) কাচ

(D) সিসা

Ans: (A) চট

19. একটি কঠিন বর্জ্যের উদাহরণ হল –

(A) হাসপাতালে ব্যবহৃত সিরিঞ্জ

(B) পয়ঃপ্রণালীর বর্জ্য

(C) বাতানুকূল যন্ত্র থেকে নির্গত ক্লোরোফ্লুরোকার্বন

(D) কোনোটিই নয়

Ans: A) হাসপাতালে ব্যবহৃত সিরিঞ্জ

20. একটি তরল বর্জ্যের উদাহরণ হল –

(A) খবরের কাগজ

(B) ছেঁড়া জুতো

(C) কীটনাশক মিশ্রিত জল

(D) শিল্পকারখানার বিষাক্ত কণা

Ans: (C) কীটনাশক মিশ্রিত জল

21. বৈজ্ঞানিক পদ্ধতিতে কোনো ব্যবহৃত দ্রব্যকে পুনরায় পূর্বাবস্থায় ফিরিয়ে আনার পদ্ধতিকে বলে—

(A) বর্জ্যের পরিমাণগত হ্রাস

(B) পুনর্ব্যবহার

(C) পুনর্নবীকরণ

(D) নিষ্কাশন

Ans: (B) পুনর্ব্যবহার

22. ফ্লাই অ্যাশ কী প্রকার বর্জ্যের উদাহরণ ?

(A) গৃহস্থালি

(B) শিল্প

(C) কৃষিজ

(D) পৌর

Ans: C) কৃষিজ

23. DDT কী প্রকার বর্জ্যের উদাহরণ ?

(A) কৃষিজ

(B) চিকিৎসা

(C) গৃহস্থালি

(D) পৌর

Ans: (A) কৃষিজ

24. বিভিন্ন ইলেকট্রনিক্স বস্তুজাত বর্জ্যকে বলে—

(A) Toxic waste

(B) E – waste

(C) Radioactive waste

(D) Hazardous waste

Ans: (B) E – waste

25. ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হল –

(A) মিথেন

(B) অ্যামোনিয়া

(C) নাইট্রোজেন

(D) কোনোটিই নয়

Ans: B) অ্যামোনিয়া

 

বর্জ্য ব্যবস্থাপনা (চতুর্থ অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল সাজেশন প্রশ্ন  উত্তর Class 10 Geography Suggestion | West Bengal WBBSE Class MADHYAMIK MADHYAMIK(Class 10th) Geography Question and Answer Suggestion

 

1. জৈব বর্জ্য পদার্থের পচনের ফলে উৎপন্ন সারকে কী বলে ?

Ans: জৈবসার বা বায়োফার্টিলাইজার

2. দুটি তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ দাও

Ans: রেডিয়াম -২২৬ এবং কার্বন -১৪

3. দুটি লৌহ – ইস্পাত শিল্পের এর নাম লেখো যেখান থেকে দূষিত গরম জল নির্গত হয়

Ans: ব্লাস্ট ফার্নেসে ও তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে

4. জৈব ভঙ্গুর দুটি বর্জ্যের উদাহরণ দাও

Ans: শাকসবজি , খাবারের অবশিষ্টাংশ

5. জৈব অভঙ্গুর দুটি বর্জ্যের উদাহরণ দাও

Ans: প্লাস্টিক , কাচ

6. কাগজ শিল্প থেকে কী বর্জ্য নির্গত হয় ?

Ans: সেলুলোজ

7. দুটি বিষাক্ত জৈব বর্জ্যের নাম লেখো

Ans: সিসা , পারদ

8. দুটি চিকিৎসা বর্জ্যের উদাহরণ দাও

Ans: ক্যাথিটার , সিরিঞ্জ

9. শিল্পের বায়ুকে শোধনের জন্য প্রচলিত পদ্ধতিকে কী বলে ?

Ans: স্ক্রাবার

10. জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন পদ্ধতিকে কী বলে ?

Ans: কম্পোস্টিং

11. বর্জ্য জল শোধনের পদ্ধতিকে কী বলে ?

Ans: নিষ্কাশন

12. মাটিতে পুঁতে বর্জ্য অপসারণ পদ্ধতিকে কী বলে ?

Ans: জমি ভরাটকরণ ( Land Filling ) |

13. দুটি কৃষিবর্জ্যের উদাহরণ দাও

Ans: পেস্টিসাইড ; কীটনাশক দ্রব্য

14. গৃহস্থালিতে ব্যবহৃত দুটি কঠিন বর্জ্যের উদাহরণ দাও

Ans: কোল্ড ড্রিংকসের বোতল ; দুধের প্লাস্টিক প্যাকেট

15. গৃহস্থালিতে ব্যবহৃত দুটি তরল বর্জ্যের উদাহরণ দাও

Ans: সাবান কাচা জল , তরকারির জলীয় অবশিষ্টাংশ বা উচ্ছৃষ্ট , অংশ

16. দুটি কৃষিবর্জ্যের উদাহরণ দাও

Answer : পেস্টিসাইড ; কীটনাশক দ্রব্য

17. গৃহস্থালিতে ব্যবহৃত দুটি কঠিন বর্জ্যের উদাহরণ দাও

Answer : কোল্ড ড্রিংকসের বোতল ; দুধের প্লাস্টিক প্যাকেট

18. গৃহস্থালিতে ব্যবহৃত দুটি তরল বর্জ্যের উদাহরণ দাও

Answer : সাবান কাচা জল , তরকারির জলীয় অবশিষ্টাংশ বা উচ্ছৃষ্ট , অংশ

19. বর্জ্য ‘ পুনর্নবীকরণ ’ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হচ্ছে , উদাহরণ দাও

Answer : আখের ছিবড়া থেকে উৎপাদিত বিদ্যুৎ

20. মাটিতে পুঁতে বর্জ্য অপসারণ পদ্ধতিকে কী বলে ?

Answer : জমি ভরাটকরণ ( Land Filling ) |

21. বর্জ্য ‘ পুনর্নবীকরণ ’ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হচ্ছে , উদাহরণ দাও

Ans: আখের ছিবড়া থেকে উৎপাদিত বিদ্যুৎ

22. বর্জ্যের পরিমাণ কমানোর পদ্ধতিকে কী বলে ?

Ans: Reduce .

23. বর্জ্যের আবার ব্যবহারযোগ্য হওয়ার পদ্ধতিকে কী বলে ?

Ans: Reuse .

24. খননকার্যের ফলে সৃষ্ট বর্জ্য কী ধরনের বর্জ্য?

উত্তর: কঠিন বর্জ্য

25. দূষিত বর্জ্য জলকে কী ধরনের বর্জ্য বলা যায়?

উত্তর: তরল বর্জ্য

26. একটি গ্যাসীয় বর্জ্য বস্তুর নাম করো

উত্তর: সালফার অক্সাইড (SO2) |

27. একটি রাসায়নিক বিষাক্ত বর্জ্যের নাম করো

উত্তর: ইঁদুর মারা বিষ |

28. শুকনো ফুল কী ধরনের বর্জ্য?

উত্তর: বিষহীন বর্জ্য

29. বাড়ি থেকে সৃষ্ট একটি কঠিন বর্জ্যের নাম করো

উত্তর: সবজি ও ফলের খোসা

30. একটি বিপজ্জনক চিকিৎসা-সংক্রান্ত বর্জ্যের নাম করো

উত্তর: ক্যাথিটার |

31. জৈব ভঙ্গুর বর্জ্য কাকে বলে?

উত্তর: যেসব বর্জ্য পদার্থ বিয়োজক দ্বারা সরল উপাদানে বিশ্লেষিত হয়, তাদের জৈব ভঙ্গুর বর্জ্য বলে। যেমন—সবজির খোসা, কাগজ প্রভৃতি

32. কোন ধরনের বর্জ্যের কারণে আমাদের জলনির্গম প্রণালী বিঘ্নিত হয়?

উত্তর: কঠিন বর্জ্য

33. একটি জৈব ভঙ্গুর বর্জ্যের নাম করো

উত্তর: ডাবের খোলা

34. কঠিন বর্জ্য নিয়ন্ত্রণে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি কোন্‌টি?

উত্তর: ভরাটকরণ বা স্যানিটারি ল্যান্ডফিল

35. কম্পোস্টিং পদ্ধতিতে কী ধরনের ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়?

উত্তর: অ্যারোবিক ব্যাকটেরিয়া

36. বর্জ্য কখন সম্পদ হিসেবে বিবেচিত হয়?

উত্তর: যখন তা ব্যবহার্য হয়

37. কাগজ তৈরিতে কাঠের বদলে সবচেয়ে ভালো বিকল্প কোন্‌টি?

উত্তর: আখের ছিবড়ে

38. ল্যান্ডফিলে জৈব পদার্থের পচন সম্পূর্ণ হতে কত সময় লাগে?

উত্তর: 4-6 মাস

39. বিপজ্জনক বর্জ্য পদার্থের সর্বপ্রধান উৎস কী?

উত্তর: শিল্পকারখানা

40. উচ্চ, তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য পদার্থ কোন্ কাজে লাগে?

উত্তর: ইট, সিমেন্ট প্রভৃতি তৈরি করতে

41. ভারতে বিপজ্জনক বর্জ্য আইনটি কবে প্রচলিত হয়?

উত্তর: 1989 সালে

42. বর্জ্য পদার্থের নিয়ন্ত্রিত দহনকে কী বলে?

উত্তর: ইনসিনারেশন (Incineration) |

43. একটি পারদঘটিত বর্জ্যের নাম করো

উত্তর: ভগ্ন থার্মোমিটার

44. কঠিন বর্জ্য পদার্থের সবথেকে বড়ো উৎস কোন্‌টি?

উত্তর: ইমারতি দ্রব্য

45. একটিা বায়ো-মেডিকেল বর্জ্যের নাম করো

উত্তর: ইনজেকশনে ব্যবহৃত সিরিঞ্জা

46. একটি অর্গানোক্লোরিন বর্জ্যের নাম করো

উত্তর: DDTT

47. জীব বিশ্লেষ্য বর্জ্য থেকে কী ধরনের সম্পদ উৎপাদন হয়?

উত্তর: জৈব সার

48. DDT-এর পুরো অর্থ কী?

উত্তর: ডাইক্লোরো-ডাইফেনাইল-ট্রাইক্লোরোইথেন

49. e-waste কী?

উত্তর: বিভিন্ন প্রকার ইলেকট্রনিক দ্রব্য যেমন কম্পিউটার, মোবাইল ফোন প্রভৃতি যখন ব্যবহারের অযোগ্য বা নষ্ট হয়ে যায়, সেগুলিকে elec-tronic-waste বা সংক্ষেপে e-waste (ই-বর্জ্য) বলে 

50. বায়ুদূষণ নিয়ন্ত্রণ করতে কোন্ প্রযুক্তি ব্যবহার করা হয়?

উত্তর:  স্ক্রাবার

51. গ্যাসীয় বর্জ্যের পরিমাণ বৃদ্ধিতে জলবায়ুর কী পরিবর্তন ঘটছে?

উত্তর:  বিশ্ব উন্নায়ন

52. বাতিল মোবাইল ফোন কী ধরনের বর্জ্য?

উত্তর:  বৈদ্যুতিন বর্জ্য

53. কম্পোস্ট সারে কোন্ কোন্ উপাদান বেশি থাকে?

উত্তর: নাইট্রোজেন ও ফসফেট

54. কঠিন বর্জ্য থেকে কী ধরনের রোগ হতে পারে?

উত্তর:  কৃমিজাতীয় রোগ, আমাশয় প্রভৃতি

55. গোবর গ্যাস কী কাজে লাগে?

উত্তর: রান্নার কাজে

56. গৌঘর গ্যাসের মূল উপাদান কী?

উত্তর: 40 ভাগ কার্বন ডাইঅক্সাইড এবং 60 ভাগ মিথেন |

57. মানুষ বা গবাদিপশুর মল থেকে যে গ্যাস তৈরি করা হয় তাকে কী বলে?

উত্তর: বায়োগ্যাস

58. বর্জ্য থেকে তাপ উৎপাদনে একটি অক্সিজেনবিহীন দহনের প্রক্রিয়ার নাম করো

উত্তর: পাইরোলিসিস |

59. কলকাতা পৌর নিগমের আবর্জনায় বেশিরভাগ কোন্ বর্জ্য থাকে?

উত্তর: মাটি বা ছাই 

60. একটি পুনঃচক্রীকৃত বর্জ্যের নাম করো

উত্তর: কাচ

61. বর্জ্য ব্যবস্থাপনার প্রথম লক্ষ্য কী?

উত্তর: বর্জ্যের পরিমাণগত হ্রাস |

62. কয়লা থেকে নির্গত হয় এমন একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম করো

উত্তর: ইউরেনিয়াম |

63. টিটেনাস রোগটি কোন্ ধরনের বর্জ্য থেকে হতে পারে?

উত্তর: কঠিন বর্জ্য থেকে

64. তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই রাস্তা নির্মাণে ব্যবহৃত হয়, এটি কী ধরনের ব্যবস্থাপনা?

উত্তর:  পুনর্নবীকরণ

65. 1985 সালে ভাগীরথী-হুগলি নদীকে দূষণমুক্ত করার জন্য যে কর্মসূচি গ্রহণ করা হয়, তার নাম কী?

উত্তর: গঙ্গা অ্যাকশন প্ল্যান

66. কোন্ ধাতুর প্রভাবে ব্ল্যাকফুট রোগ হয়?

উত্তর: আর্সেনিক |

67. দুটি কঠিন বর্জ্যের উদাহরণ দাও

উত্তর: ভাঙা কাচ এবং ভাঙা প্লাস্টিক

68. বর্জ্যের মধ্যে যেগুলি জীবাণু দ্বারা বিয়োজিত হয় তাকে কোন ধরনের বর্জ্য বলে ?

Ans: Biodigradable বা জৈব ভঙ্গুর বর্জ্য

69. তেজস্ক্রিয় বর্জ্য কোন্ শিল্প থেকে মূলত নির্গত হয় ?

Ans: পারমাণবিক শিল্প

70. রাসায়নিক শিল্প থেকে নির্গত বর্জ্যের উল্লেখ করো

Ans: রং , অ্যাসিড , তেল

71. ভারতে শহরে প্রতিদিন কত পরিমাণ বর্জ্য সৃষ্টি হয় ?

Ans: ৫০০ গ্রাম / জন

72. ভারতে গ্রামে প্রতিদিন কত পরিমাণ বর্জ্য সৃষ্টি হয় ?

Ans: ৩০০ গ্রাম / জন

73. তৈলশোধনাগার থেকে অসম্পূর্ণ দহনের ফলে উদ্ভূত কণাকে কী বলে ?

Ans: পেট্রোকোক

74. কয়লা দহনে সৃষ্ট সূক্ষ্ম আণুবীক্ষণিক ভস্মকে কী বলে ?

Ans: ফ্লাই অ্যাশ

75. বর্জ্যের পরিমাণ কমানোর পদ্ধতিকে কী বলে ?

Answer : Reduce .

76. বর্জ্যের আবার ব্যবহারযোগ্য হওয়ার পদ্ধতিকে কী বলে ?

Answer : Reuse .

77. বর্জ্যের মধ্যে যেগুলি জীবাণু দ্বারা বিয়োজিত হয় তাকে কোন ধরনের বর্জ্য বলে ?

Answer : Biodigradable বা জৈব ভঙ্গুর বর্জ্য

78. তেজস্ক্রিয় বর্জ্য কোন্ শিল্প থেকে মূলত নির্গত হয় ?

Answer : পারমাণবিক শিল্প

79. রাসায়নিক শিল্প থেকে নির্গত বর্জ্যের উল্লেখ করো

Answer : রং , অ্যাসিড , তেল

80. ভারতে শহরে প্রতিদিন কত পরিমাণ বর্জ্য সৃষ্টি হয় ?

Answer : ৫০০ গ্রাম / জন

81. ভারতে গ্রামে প্রতিদিন কত পরিমাণ বর্জ্য সৃষ্টি হয় ?

Answer : ৩০০ গ্রাম / জন

82. তৈলশোধনাগার থেকে অসম্পূর্ণ দহনের ফলে উদ্ভূত কণাকে কী বলে ?

Answer : পেট্রোকোক

83. কয়লা দহনে সৃষ্ট সূক্ষ্ম আণুবীক্ষণিক ভস্মকে কী বলে ?

Answer : ফ্লাই অ্যাশ

84. জৈব বর্জ্য পদার্থের পচনের ফলে উৎপন্ন সারকে কী বলে ?

Answer : জৈবসার বা বায়োফার্টিলাইজার

85. দুটি তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ দাও

Answer : রেডিয়াম -২২৬ এবং কার্বন -১৪

86. দুটি লৌহ – ইস্পাত শিল্পের এর নাম লেখো যেখান থেকে দূষিত গরম জল নির্গত হয়

Answer : ব্লাস্ট ফার্নেসে ও তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে

87. জৈব ভঙ্গুর দুটি বর্জ্যের উদাহরণ দাও

Answer : শাকসবজি , খাবারের অবশিষ্টাংশ

88. জৈব অভঙ্গুর দুটি বর্জ্যের উদাহরণ দাও

Answer : প্লাস্টিক , কাচ 

89. কাগজ শিল্প থেকে কী বর্জ্য নির্গত হয় ?

Answer : সেলুলোজ

90. দুটি বিষাক্ত জৈব বর্জ্যের নাম লেখো

Answer : সিসা , পারদ

91. দুটি চিকিৎসা বর্জ্যের উদাহরণ দাও

Answer : ক্যাথিটার , সিরিঞ্জ

92. শিল্পের বায়ুকে শোধনের জন্য প্রচলিত পদ্ধতিকে কী বলে ?

Answer : স্ক্রাবার

93. জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন পদ্ধতিকে কী বলে ?

Answer : কম্পোস্টিং

94. বর্জ্য জল শোধনের পদ্ধতিকে কী বলে ?

Answer : নিষ্কাশন

” বর্জ্য ব্যবস্থাপনা (চতুর্থ অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক দশম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class MADHYAMIK MADHYAMIK/ WB Class 10 / WBBSE / Class 10 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 10 Exam / Class 10th / WB Class 10 / Class 10 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী  সে কথা মাথায় রেখে দশম শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন  উত্তর ( দশম শ্রেণীর ভূগোল সাজেশন / দশম শ্রেণীর ভূগোল প্রশ্ও উত্তর  Class 10 Geography Suggestion / Class 10 Geography  Question and Answer / Class 10 Geography Suggestion / Class 10 Pariksha Geography Suggestion / Geography Class 10 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 10 Geography Suggestion FREE PDF Download)

 

বর্জ্য ব্যবস্থাপনা (চতুর্থ অধ্যায়) প্রশ্ন  উত্তর

(Class 10 Geography Suggestion / West Bengal MADHYAMIK MADHYAMIKQuestion and Answer, Suggestion / WBBSE Class 10th Geography Suggestion / Class 10 Geography  Question and Answer / Class 10 Geography  Suggestion / Class 10 Pariksha Suggestion / Class 10 Geography  Exam Guide / Class 10 Geography  Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 10 Geography  Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 10 Geography  Suggestion FREE PDF Download) সফল হবে

 

বর্জ্য ব্যবস্থাপনা (চতুর্থ অধ্যায়) প্রশ্ন  উত্তর

বর্জ্য ব্যবস্থাপনা (চতুর্থ অধ্যায়) প্রশ্ন  উত্তর | বর্জ্য ব্যবস্থাপনা (চতুর্থ অধ্যায়) Class 10 Geography  Question and Answer Suggestion দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন  উত্তর – বর্জ্য ব্যবস্থাপনা (চতুর্থ অধ্যায়) প্রশ্ন  উত্তর বর্জ্য ব্যবস্থাপনা (চতুর্থ অধ্যায়) MCQ প্রশ্ন  উত্তর | দশম শ্রেণীর ভূগোল ] বর্জ্য ব্যবস্থাপনা (চতুর্থ অধ্যায়) MCQ প্রশ্ন  উত্তর | বর্জ্য ব্যবস্থাপনা (চতুর্থ অধ্যায়) Class 10 Geography  Question and Answer Suggestion দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন  উত্তর – বর্জ্য ব্যবস্থাপনা (চতুর্থ অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর

 

দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন  উত্তর – বর্জ্য ব্যবস্থাপনা (চতুর্থ অধ্যায়)

বর্জ্য ব্যবস্থাপনা (চতুর্থ অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন  উত্তর | অষ্টম শ্রেণির ভূগোল বর্জ্য ব্যবস্থাপনা (চতুর্থ অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন  উত্তর | বর্জ্য ব্যবস্থাপনা (চতুর্থ অধ্যায়) Class 10 Geography  Question and Answer Suggestion দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন  উত্তর – বর্জ্য ব্যবস্থাপনা (চতুর্থ অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর বর্জ্য ব্যবস্থাপনা (চতুর্থ অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর – অষ্টম শ্রেণি ভূগোল | Class 10 Geography 

 

অষ্টম শ্রেণি ভূগোল (Class 10 Geography ) – বর্জ্য ব্যবস্থাপনা (চতুর্থ অধ্যায়) প্রশ্ন  উত্তর | বর্জ্য ব্যবস্থাপনা (চতুর্থ অধ্যায়) | Class 10 Geography  Suggestion অষ্টম শ্রেণি ভূগোল – বর্জ্য ব্যবস্থাপনা (চতুর্থ অধ্যায়) প্রশ্ন উত্তর

দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন  উত্তর | অষ্টম শ্রেণির ভূগোল প্রশ্ন  উত্তর – বর্জ্য ব্যবস্থাপনা (চতুর্থ অধ্যায়) প্রশ্ন উত্তর | Class 10 Geography  Question and Answer, Suggestion দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন  উত্তর – বর্জ্য ব্যবস্থাপনা (চতুর্থ অধ্যায়) | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন  উত্তর – বর্জ্য ব্যবস্থাপনা (চতুর্থ অধ্যায়) | বর্জ্য ব্যবস্থাপনা (চতুর্থ অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন  উত্তর – বর্জ্য ব্যবস্থাপনা (চতুর্থ অধ্যায়) | দশম শ্রেণীর ভূগোল সহায়ক – বর্জ্য ব্যবস্থাপনা (চতুর্থ অধ্যায়) প্রশ্ন  উত্তর  Class 10 Geography  Question and Answer, Suggestion | Class 10 Geography  Question and Answer Suggestion | Class 10 Geography  Question and Answer Notes | West Bengal Class 10th Geography Question and Answer Suggestion.

 

WBBSE Class 10th Geography  Suggestion | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন  উত্তর – বর্জ্য ব্যবস্থাপনা (চতুর্থ অধ্যায়)

দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন  উত্তর – বর্জ্য ব্যবস্থাপনা (চতুর্থ অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 10 Geography Question and Answer, Suggestion দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন  উত্তর – বর্জ্য ব্যবস্থাপনা (চতুর্থ অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন  উত্তর | বর্জ্য ব্যবস্থাপনা (চতুর্থ অধ্যায়)  Class 10 Geography  Question and Answer Suggestion.

WBBSE Class 10 Geography  Suggestion দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন  উত্তর – বর্জ্য ব্যবস্থাপনা (চতুর্থ অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন  উত্তর  বর্জ্য ব্যবস্থাপনা (চতুর্থ অধ্যায়) | Class 10 Geography  Suggestion দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন  উত্তর – বর্জ্য ব্যবস্থাপনা (চতুর্থ অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন  উত্তর 

 

WB Class 10 Geography  Suggestion | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন  উত্তর – বর্জ্য ব্যবস্থাপনা (চতুর্থ অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন  উত্তর

Class 10 Geography  Question and Answer Suggestions | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন  উত্তর – বর্জ্য ব্যবস্থাপনা (চতুর্থ অধ্যায়) | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন  উত্তর Class 10 Geography  Question and Answer দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন  উত্তর – বর্জ্য ব্যবস্থাপনা (চতুর্থ অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন  উত্তর Class 10 Geography  Question and Answer দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন  উত্তর প্রশ্ন  উত্তর – বর্জ্য ব্যবস্থাপনা (চতুর্থ অধ্যায়) MCQ, সংক্ষিপ্তরোচনাধর্মী প্রশ্ন  উত্তর 

 

WB Class 10 Geography  Suggestion | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন  উত্তর – বর্জ্য ব্যবস্থাপনা (চতুর্থ অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন  উত্তর

Class 10 Geography  Question and Answer Suggestion দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন  উত্তর – বর্জ্য ব্যবস্থাপনা (চতুর্থ অধ্যায়) MCQ প্রশ্ন  উত্তর  Class 10 Geography  Question and Answer Suggestion দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন  উত্তর West Bengal Class 10 Geography Suggestion Download WBBSE Class 10th Geography short question suggestion . Class 10 Geography  Suggestion download Class 10th Question Paper Geography. WB Class 10 Geography suggestion and important question and answer. Class 10 Suggestion pdf.

 

বর্জ্য ব্যবস্থাপনা (চতুর্থ অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল পরীক্ষার সম্ভাব্য সাজেশন  শেষ মুহূর্তের প্রশ্ন  উত্তর ডাউনলোড দশম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন  উত্তর

Class 10 Geography  Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 10 Geography Suggestion with 100% Common in the Examination .Class MADHYAMIK MADHYAMIK Geography  Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 10 Exam Class 10 Geography  Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 10 MADHYAMIK MADHYAMIK Geography Suggestion is provided here. Class 10 Geography  Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.

 

বর্জ্য ব্যবস্থাপনা (চতুর্থ অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন  উত্তর | Class 10 Geography  Question and Answer with FREE PDF Download Link

বর্জ্য ব্যবস্থাপনা (চতুর্থ অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন  উত্তর | Class 10 Geography  Question and Answer বর্জ্য ব্যবস্থাপনা (চতুর্থ অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন  উত্তর | Class 10 Geography  Question and Answer ”

 


Post a Comment

Previous Post Next Post