দশম
শ্রেণীর ভূগোল : ভারতের ভূ প্রাকৃতিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর |
WBBSE Class 10th Geography Question
and Answer
ভারতের ভূ প্রাকৃতিক বিভাগ
(ভারত – পঞ্চম অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর |
Class 10 Geography Question and Answer : ভারতের ভূ প্রাকৃতিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর |
Class 10 Geography Question and Answer নিচে দেওয়া হলো। এই West
Bengal WBBSE Class 10th Geography Question and Answer, Suggestion, Notes
| দশম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের ভূ প্রাকৃতিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ,
Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West
Bengal Class 10th MADHYAMIK MADHYAMIKGeography Examination – পশ্চিমবঙ্গ দশম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। দশম শ্রেণীর ভূগোল পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন ভারতের ভূ প্রাকৃতিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর |
Class 10 Geography Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।
1. ভারতের উচ্চতম শৃঙ্গ হল -
(ক) গডউইন অস্টিন
(খ) নন্দাদেবী
(গ) মাউন্ট এভারেস্ট
(ঘ) কাঞ্চনজঙ্ঘা
উত্তর : (ক)
গডউইন অস্টিন
2. পূর্ব – পশ্চিমে হিমালয় পর্বত
কত কিমি দীর্ঘ ?
(A) 2000 কিমি ।
(B) 2500 কিমি ।
(C) 3000 কিমি
(D) 4000 কিমি
Ans: (B) 2500 কিমি ।
3. হিমালয় পর্বতমালার মোট
ক্ষেত্রফল হলো—
(A) 4 লক্ষ বর্গ কিমি
(B) 6 লক্ষ বর্গ কিমি
(C) 5 লক্ষ বর্গ কিমি
(D) 7 লক্ষ বর্গ কিমি ।
Ans: (D) 7 লক্ষ বর্গ কিমি ।
4. হিমালয়ের সর্বদক্ষিণে পশ্চিম
থেকে পূর্বে সারি বেঁধে যে পর্বতগুলোর সৃষ্টি হয়েছে , তাদের কী বলে ?
(A) শিবালিক পর্বত
(B) নাঙ্গা পর্বত
(C) হিমাদ্রি হিমালয়
(D) টেথিস হিমালয়
Ans: (A) শিবালিক পর্বত
5. ভারতের দক্ষিণতম পর্বতটি হলো—
(A) ধবলগিরি পর্বত
(B) নাঙ্গা পর্বত
(C) পালনি পর্বত
(D) আনাইমুদি
Ans: (C) পালনি পর্বত
6. ভারতের বৃহত্তম মালভূমিটি হলো—
(A) লাডাক মালভূমি
(B) সিয়াচেন মালভূমি
(C) তিব্বত মালভূমি
(D) দাক্ষিণাত্য মালভূমি
Ans: (D) দাক্ষিণাত্য মালভূমি
7. শিবালিক ও হিমাচলের মধ্যে কী
অবস্থিত ?
(A) তাল
(B) দুন উপত্যকা
(C) গুহা
(D) গিরিপথ
Ans: (B) দুন উপত্যকা
8. ভারতের তথা এশিয়ার দীর্ঘতম
সুড়ঙ্গের নাম কী ?
(A) জওহর টানেল
(B) ইন্দিরা টানেল
(C) জওহর টানেল
(D) রাজীব টানেল
Ans: (A) জওহর টানেল
9. উচ্চগঙ্গা সমভূমির নবীন পলিমাটি
গঠিত অঞ্চলকে বলে—
[A] ভাবর
[B] ভুর
[C] ভাঙ্গার
[D] খাদার
Answer : [D] খাদার
10. কোন গিরিপথ লাদাখের রাজধানী
লেহ-কে কাশ্মীরের সঙ্গে যুক্ত করেছে? -
(ক) জোজিলা
(খ) পিরপাঞ্জাল
(গ) বুলন্দপীর
(ঘ) জওহর
উত্তর : (ক)
জোজিলা
11. হিমালয়ের পূর্ব সীমা কোথায়
পর্যন্ত বিস্তৃত? -
(ক) নাঙ্গা পর্বত
(খ) কাঞ্চনজঙ্ঘা
(গ) শিবালিক পর্বত
(ঘ) নামচাবারোয়া
উত্তর : (ঘ)
নামচাবারোয়া
12. উচ্চ গঙ্গা সমভূমির নবীন পলি
গঠিত অঞ্চলকে বলে -
(ক) ভাঙ্গার
(খ) ভাবর
(গ) খাদার
(ঘ) ভুর
উত্তর : (গ)
খাদার
13. কোনটি পশ্চিমঘাটের সর্বোচ্চ
শৃঙ্গ? -
(ক) সালহের
(খ) ভাভুলমালা
(গ) কুন্দ্রেমুখ
(ঘ) কলসুবাই
উত্তর : (খ)
ভাভুলমালা
14. ভারতের পূর্ব উপকূলের বৃহত্তম
হ্রদের নাম কি? -
(ক) চিল্কা
(খ) কোলেরু
(গ) পুলিকট
(ঘ) ভেম্বানাদ
উত্তর : (খ)
কোলেরু
15. শিবালিক হিমালয়ের অপর নাম হল -
(ক) ট্রান্স হিমালয়
(খ) সহ্যাদ্রি
(গ) অব হিমালয়
(ঘ) মলয়াদ্রি
উত্তর : (গ)
অব হিমালয়
16. পৃথিবীর সর্বাধিক বৃষ্টি যুক্ত
স্থান হল -
(ক) চেরাপুঞ্জি
(খ) শিলং
(গ) কোদাইকানাল
(ঘ) কুলু মানালি
উত্তর : (ক)
চেরাপুঞ্জি
17. কারাকোরামের উত্তরে ভারত ও চিন
সীমান্তে কোন পর্বত রয়েছে ?
(A) আগিল পর্বত
(B) আরাবল্লি পর্বত
(C) বিন্ধ্য পর্বত
(D) নাঙ্গা পর্বত
Ans: (A) আগিল পর্বত
18. সিন্ধুনদ ও শিয়ক নদীর মাঝে কোন
পর্বতশ্রেণি অবস্থিত ?
(A) নাঙ্গা পর্বত
(B) বিন্ধ্য পর্বত
(C) লাডাক পর্বতশ্রেণি
(D) আরাবল্লি পর্বতশ্রেণি
Ans: (C) লাডাক পর্বতশ্রেণি
19. ভারতের উচ্চতম মালভূমির নাম কী ?
(A) সিয়াচেন
(B) জম্মু
(C) লাডাক
(D) আকসাই
Ans: (C) লাডাক
20. লাডাক পর্বতশ্রেণির প্রধান
গিরিপথ হলো—
(A) ডাফলা
(B) মিশমি
(C) শিবালিক
(D) খারদুংলা
Ans: (D) খারদুংলা
21. হিমালয় শব্দের অর্থ হলো—
(A) বরফের বাসস্থান
(B) সর্বোচ্চ শৃঙ্গ
(C) পর্বত
(D) উচ্চভূমি
Ans: (A) বরফের বাসস্থান
22. থর মরুভূমির পশ্চিমে বৃক্ষহীন
শুষ্ক অঞ্চলকে বলে—
[A] মরুস্থলী
[B] বাগার
[C] হামাদা
[D] রোহি
Answer : [A] মরুস্থলী
23. ভাঙ্গার অঞ্চল পাঞ্জাবে কী নামে
পরিচিত ?
[A] ধায়া
[B] বেট
[C] ধান্দ
[D] খাদার
Answer : [A] ধায়া
24. আরাবল্লীর পশ্চিম অংশের প্লাবন
অঞ্চল কী নামে পরিচিত -
[A] বাগার
[B] হামাদা
[C] রোহি
[D] তরাই
Answer : [C] রোহি
25. বিন্ধ পর্বত কী জাতীয় পর্বত -
[A] ক্ষয়জাত পর্বত
[B] ভঙ্গিল পর্বত
[C] সঞ্চয় জাত পর্বত
[D] স্তূপ পর্বত
Answer : [D] স্তূপ পর্বত
26. আর্মাকোন্ডা কোন্ পর্বতের
উচ্চতম শৃঙ্গ ?
[A] পশ্চিমঘাট
[B] আরাবল্লি
[C] পূর্বঘাট
[D] শিবালিক
Answer : [C] পূর্বঘাট
27. কোন্টি পশ্চিমঘাটের সর্বোচ্চ
শৃঙ্গ ?
[A] সালহের
[B] কলসুবাই
[C] ভাভুলমালা
[D] কুন্দ্রেমুখ
Answer : C] ভাভুলমালা
28. ধুঁয়াধর জলপ্রপাত কোন্
উপত্যকায় অবস্থিত ?
[A] তাপ্তি
[B] নর্মদা
[C] কুলু
[D] মানালি
Answer : [B] নর্মদা
29. গেরসোপ্পা জলপ্রপাত কোন্ নদী
থেকে উৎপন্ন হয়েছে ?
[A] নর্মদা
[B] সবরমতী
[C] সরাবতী
[D] তাপ্তি
Answer : [C] সরাবতী
30. মালাবার উপকূলের দীর্ঘতম কয়াল
কোন্টি ?
[A] অষ্টমুদি
[B] কায়মকুলম
[C] ভেম্বানাদ
[D] পুশমীকোটা
Answer : [C] ভেম্বানাদ
31. ভারতের মরুভূমির বেশিরভাগ অংশ
কোন্ রাজ্যে অবস্থিত ?
[A] গুজরাট
[B] পাঞ্জাব
[C] রাজস্থান
[D] ওড়িশা
Answer : [C] রাজস্থান
32. রাজস্থানের শুষ্ক হ্রদকে বলে -
[A] হামাদা
[B] ধান্দ
[C] রণ
[D] বাগার
Answer : [B] ধান্দ
33. মালাবার উপকূল অবস্থিত -
[A] কেরল রাজ্যে
[B] তামিলনাড়ু রাজ্যে
[C] মহারাষ্ট্রে রাজ্যে
[D] কেরলে রাজ্যে
Answer : [D] কেরলে রাজ্যে
34. ভারতের পূর্ব উপকূলের বৃহত্তম
হ্রদের নাম কী ?
[A] চিন্তা
[B] পুলিকট
[C] কোলেরু
[D] ভেম্বানাদ
Answer : [C] কোলেরু
35. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ
কোনটি ?
[A] ভাতুলমালা
[B] আনাইমুদি
[C] নীলগিরি
[D] দোদাবেতা
Answer : [B] আনাইমুদি
36. কোন্ পর্বত ‘ বসুন্ধরা ধবলশীর্ষ
‘ নামে পরিচিত ?
[A] মাউন্ট এভারেস্ট শৃঙ্গ
[B] হিমাদ্রি হিমালয়
[C] পামির
[D] কারাকোরাম
Answer : [D] কারাকোরাম
37. কর্ণাটক মালভূমির ঢেউ খেলানো
ভূভাগকে বলে—
[A] মালনদ
[B] ময়দান
[C] ডেকেনট্র্যাপ
[D] কোনোটিই নয়
Answer : [A] মালনদ
38. আন্দামান ও নিকোবরের সর্বোচ্চ
শৃঙ্গ হল -
[A] ব্যারেন
[B] গিরনার
[C] নারকোল্ডাম
[D] স্যাডেল পিক
Answer : [D] স্যাডেল পিক
39. হিমালয়ের সর্ব উত্তরের
গিরিশ্রেণির নাম কী ?
[A] হিমাদ্রি হিমালয়
[B] শিবালিক হিমালয়
[C] হিমাচল হিমালয়
[D] টেথিস হিমালয়
Answer : [D] টেথিস হিমালয়
40. আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ হল -
[A] রাজমহল
[B] বিহারীনাথ
[C] গুরুশিখর
[D] মাউন্ট আবু
Answer : [C] গুরুশিখর
41. ছোটোনাগপুরের সর্বোচ্চ পাহাড়
হল -
[A] পরেশনাথ
[B] মহাবালেশ্বর
[C] বিহারীনাথ
[D] রাজমহল
Answer : [A] পরেশনাথ
42. শিবালিক হিমালয়ের অপর নাম হল -
[A] ট্রান্স হিমালয়
[B] অব হিমালয়
[C] মলয়াদ্রি
[D] সহ্যাদ্রি
Answer : [B] অব হিমালয়
43. নীলগিরি ও পশ্চিমঘাট পর্বতের
ফাঁক কী নামে পরিচিত ?
[A] পালঘাট
[B] ভোরঘাট
[C] হালঘাট
[D] কোনোটাই নয়
Answer : [A] পালঘাট
44. কর্ণাটক মালভূমির ঢেউখেলানো
ভূভাগ কী নামে পরিচিত ?
[A] মালনাদ
[B] ময়দান
[C] ডেকেনট্র্যাপ
[D] ব্যাডল্যান্ড
Answer : [A] মালনাদ
45. পপ্রণালী কোন্ দুই দেশের মাঝে
আবস্থিত ?
[A] ভারত ও শ্রীলঙ্কা
[B] ভারত ও মায়ানমার
[C] মিনিকয় ও লাক্ষাদ্বীপ
[D] আন্দামান ও নিকোবর
Answer : [A] ভারত ও শ্রীলঙ্কা
46. হিমালয় হল একটি—
[A] নবীন ভঙ্গিল পর্বত
[B] প্রাচীন ভঙ্গিল পর্বত
[C] সঞ্চয়জাত পর্বত
[D] স্তূপ পর্বত
Answer : [A] নবীন ভঙ্গিল পর্বত
47. ভারতের উচ্চতম শৃঙ্গ হল -
[A] নন্দা দেবী
[B] মাউন্ট এভারেস্ট
[C] কাঞ্চনজঙ্ঘা
[D] K2
Answer : [D] K2
48. নিম্নলিখিত কোন্ হিমালয় ‘
ট্রান্স হিমালয় ‘ নামে পরিচিত ?
[A] জাস্কর পর্বতশ্রেণি
[B] পিরপাঞ্জাল পর্বতশ্রেণি
[C] কারাকোরাম পর্বতশ্রেণি
[D] লাভাক পর্বতশ্রেণি
Answer : [C] কারাকোরাম পর্বতশ্রেণি
49. হিমালয় পর্বতের বিস্তার পূর্ব
– পশ্চিমে হল প্রায় -
[A] ২৪০০ কিমি
[B] ২৬০০ কিমি
[C] ২৫০০ কিমি
[D] ২৭০০ কিমি
Answer : [D] ২৭০০ কিমি
50. হিমালয় পর্বতের ২ য় উচ্চতম
শৃঙ্গ হল –
[A] মাউন্ট এভারেস্ট
[B] কাঞ্চনজঙ্ঘা
[C] গডউইন অস্টিন
[D] নাঙ্গা পর্বত
Answer : [B] কাঞ্চনজঙ্ঘা
51. সিয়াচেন হিমবাহ – এর অবস্থান
হল যুক্ত করেছে ?
[A] জোজিলা
[B] হিমাচল প্রদেশে
[C] জম্মু ও কাশ্মীরে
[D] পাকিস্তানে
Answer : C] জম্মু ও কাশ্মীরে
52. তিব্বতে ৭ ভারতে অবস্থিত
হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল -
[A] মাউন্ট এভারেস্ট
[B] কাঞ্চনজঙ্ঘা
[C] কামেট
[D] অন্নপূর্ণা
Answer : [B] কাঞ্চনজঙ্ঘা
53. মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত ?
[A] চিন
[B] ভারত
[C] নেপাল
[D] ভুটান
Answer : [C] নেপাল
54. কোন্ গিরিপথ লাদাখের রাজধানী
লেহ কাশ্মীরের সঙ্গে যুক্ত করেছে –
[A] জোজিলা
[B] পিরপাঞ্জাল
[C] বুলন্দপীর
[D] জওহর
Answer : [A] জোজিলা
55. কারেওয়া মৃত্তিকা দেখা যায়—
[A] দুন উপত্যকা
[B] ভাবর অঞ্চলে
[C] কাশ্মীর উপত্যকায়
[D] তরাই অঞ্চলে
Answer : [C] কাশ্মীর উপত্যকায়
56. চমু কুলু উপত্যকা কোন্ রাজ্যে
অবস্থিত ?
[A] জম্মু ও কাশ্মীর
[B] উত্তরাঞ্চল
[C] হিমাচল প্রদেশ
[D] সিকিম
Answer : [C] হিমাচল প্রদেশ
57. কোটি ভারতের উচ্চতম সড়ক সেতু ?
[A] লিপু লেক
[B] খারদুংলা
[C] লেপু লেক
[D] নাথুলা
Answer : [B] খারদুংলা
58. ভারতের দ্বিতীয় উচ্চতম গিরিপথ
হল -
[A] জোজিলা
[B] থাংলা
[C] চাংলা
[D] বানিহাল পাস
Answer : [B] থাংলা
59. উচ্চ গঙ্গা সমভূমির নবীন
পলিমাটি গঠিত অঞ্চলকে বলে -
[A] ভাঙ্গার
[B] ভাবর
[C] খাদার
[D] তরাই
Answer : [C] খাদার
60. রাজস্থানের শুষ্ক হ্রদকে বলে -
[A] রণ
[B] ব্রয়ান
[C] তাল
[D] ধান্দ
Answer : [D] ধান্দ
61. চিড কারাকোরাম পর্বতশ্রেণি কোন্
রাজ্যে অবস্থিত ?
[A] জম্মু ও কাশ্মীর
[B] হিমাচল প্রদেশ
[C] উত্তরাখণ্ড
[D] সিকিম
Answer : A] জম্মু ও কাশ্মীর
62. মেঘালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হল –
[A] মাউন্ট আবু
[B] শিলং
[C] খাসি
[D] গারো
Answer : [B] শিলং
63. নিম্নলিখিত কোন পাহাড়ের সাতটি
শ্রেণি রয়েছে ?
[A] বিন্ধ্য পর্বত
[B] আরাবল্লী পর্বতশ্রেণি
[C] নীলগিরি পর্বত
[D] সাতপুরা পর্বত
Answer : [D] সাতপুরা পর্বত
64. সিয়াচেন হিমবাহ কোন্ পর্বতে
অবস্থিত ?
[A] লাডাক
[B] কারাকোরাম
[C] পিরপাঞ্জাল
[D] হিমালয়
Answer : [B] কারাকোরাম
65. নক্রেক্ কোন্ পাহাড়ের উচ্চতম
শৃঙ্গ ?
[A] গারো পাহাড়
[B] জয়ন্তিয়া পাহাড়
[C] খাসি পাহাড়
[D] লাডাক
Answer : A] গারো পাহাড়
66. হিমালয়ের পূর্বসীমা কোথায়
পর্যন্ত বিস্তৃত ?
[A] নাঙ্গা পর্বত
[B] কাঞ্চনজঙ্ঘা
[C] নামচাবারোয়া
[D] শিবালিক
Answer : [C] নামচাবারোয়া মেঘালয়
67. পঞ্ঞ নদের দেশ বলা হয় কোন্
রাজ্যকে ?
[A] অন্ধ্রপ্রদেশ
[B] পাঞ্জাব
[C] জম্মু ও কাশ্মীর
[D] উত্তরাখণ্ড
Answer : [B] পাঞ্জাব
68. গারো, জয়ন্তিয়া , মিকির প্রভৃতি পাহাড়ে ঘেরা
মালভূমি হল -
[A] তিব্বত
[B] ভাঙ্গার
[C] মেঘালয়
[D] ছোটোনাগপুর
Answer : [C] মেঘালয়
69. নাগা দেখা যায় কোন্ রাজ্যে ?
[A] অরুণাচল প্রদেশ
[B] নাগাল্যান্ড
[C] মিজোরাম
[D] মণিপুর
Answer : [B] নাগাল্যান্ড
70. কোন্ গিরিপথ মুম্বাই ও পুণের
মধ্যে অবস্থিত ?
[A] পালঘাট
[B] ভোরঘাট
[C] থলঘাট
[D] হলদিঘাট
Answer : [B] ভোরঘাট
71. শিবালিক হিমালয়ের পাদ দেশীয়
অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখন্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে, তাকে বলে- [পর্ষদ নমুনা, মাধ্যমিক ১৮]
[A] খাদার
[B] ভাঙ্গর
[C] ভাবর
[D] বেট
ANSWER : [C] ভাবর।
72. ভারতের সাতপুরা একটি-
[A] ক্ষয়জাত পর্বত
[B] স্তূপ পর্বত
[C] ভঙ্গিল পর্বত
[D] আগ্নেয় পর্বত
ANSWER : [B] স্তূপ পর্বত।
73. আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ-
[A] স্যাডল পিক
[B] ধূপগড়
[C] নিকোবর
[D] হ্যারিয়েট
ANSWER : [A] স্যাডল পিক।
74. গঙ্গা সমভূমির নতুন
পলিমাটিযুক্ত অঞ্চলকে উত্তরপ্রদেশ-
[A] বেট
[B] ভাবর
[C] তরাই
[D] খাদার
ANSWER : [D] খাদার।
75. ভারতের দক্ষিণতম পর্বত হল
[A] নীলগিরি
[B] কার্ডামম
[C] আনাইমালাই
[D] পালনি
ANSWER : [B] কার্ডামম।
76. সাতপুরা পর্বতের সর্বোচ্চ
শৃঙ্গের নাম-
[A] মহাবালেশ্বর
[B] দোদাবেতা
[C] ধূপগড়
[D] মহেন্দ্রগিরি
ANSWER : [C] ধূপগড়।
77. ভারতের সর্বাপেক্ষা ভগ্ন
উপকূলটি
[A] মালাবার উপকূল
[B] ওড়িশা উপকূল
[C] কোঙ্কণ উপকূল
[D] করমন্ডল উপকূল
ANSWER : [C] কোঙ্কণ উপকূল।
78. ভারতের উচ্চতম মালভূমিটি হল-
[A] মেঘালয়
[B] পামির
[C] তিব্বত
[D] লাদাখ
ANSWER : [D] লাদাখ।
79. রাজস্থানের প্রস্তরময় মরুভূমির
নাম-
[A] হামাদা
[B] ধান্দ
[C] বাগার
[D] রোহি
ANSWER : [A] হামাদা।
80. ভারতের প্রাচীনতম ভঙ্গিল
পর্বতের নাম-
[A] বিন্ধ্য
[B] নীলগিরি
[C] আরাবল্লি
[D] হিমালয়
ANSWER : [C] আরাবল্লি।
81. গাঙ্গেয় সমভূমি কয়টি অঞ্চলে
বিভক্ত ?
(A) 3 টি ভাগে
(B) 5 টি ভাগে
(C) 7 টি ভাগে
(D) 9 টি ভাগে
Ans: (A) 3 টি ভাগে
82. সরস্বতী নদীর শুষ্ক খাতকে কী
বলে ?
(A) খান্দ
(B) খগগর
(C) বলসন
(D) রোহি
Ans: (B) খগগর
83. পৃথিবীর মোট জলরাশির কত শতাংশ
সমুদ্রে রয়েছে ?
(A) 90 %
(B) 92 %
(C) 97.5 %
(D) 99.5 %
Ans: (C) 97.5 %
84. দুন উপত্যকায় হিমবাহ দ্বারা
সৃষ্ট হ্রদগুলিকে কী বলে ?
(A) তাল
(B) দুন
(C) প্লায়া
(D) ধান্দ
Ans: (A) তাল
ভারতের ভূ প্রাকৃতিক বিভাগ
(ভারত – পঞ্চম অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল সাজেশন প্রশ্ন ও উত্তর Class
10 Geography Suggestion | West Bengal WBBSE Class MADHYAMIK MADHYAMIK(Class
10th) Geography Question and Answer Suggestion
1. পশ্চিমে শতদ্রু নদী ও পূর্বে কালীগণ্ডকী নদীর মাঝে
কোন হিমালয় অবস্থিত ?
Ans: উত্তরাখণ্ডের কুমায়ুন হিমালয় ।
2. লুনি নদীর উত্তরাংশে বালুময়
ক্ষুদ্র মরু অংশকে কী বলে ?
Ans: থালি ।
3. দক্ষিণ ভারতের শস্যভাণ্ডার কাকে
বলা হয় ?
Ans: কাবেরী নদীর ব – দ্বীপকে ।
4. শিবালিক পর্বতমালা থেকে আগত
ছোটো ছোটো নদী দ্বারা যে ক্ষয়প্রাপ্ত ভূমিভাগ সৃষ্টি হয় তাকে স্থানীয় ভাষায় কী
বলে ?
Ans: চোস ।
5. শিবালিকের পাদদেশে নদীবাহিত
নুড়ি , কাকর , বালি , পলি দ্বারা গঠিত অংশকে কী বলা
হয় ?
Ans: ভাবর ।
6. মালাবার উপকূলীয় সমভূমি
অঞ্চলের হ্রদগুলিকে কী বলা হয় ?
Ans: কয়াল ।
7. ভারতের বৃহত্তম নদীদ্বীপ কোন্টি ?
Answer : মাজুলী নদীদ্বীপ ।
8. ভারতের মরুভূমির বেশিরভাগ অংশ
কোন্ রাজ্যে অবস্থিত ?
Answer : রাজস্থান ।
9. দক্ষিণের মালভূমি অঞ্চলটি কোন্
কোন্ শিলায় গঠিত ?
Answer : গ্রানাইট ও নিস্ ।
10. ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত
কোনটি ?
Answer : আরাবল্লি পর্বত ।
11. ভারতে অবস্থিত একটি হোর্স্ট
জাতীয় স্তূপ পর্বতের নাম লেখো ।
Answer : সাতপুরা পর্বত ।
12. পশ্চিমঘাট পর্বতে অবস্থিত দুটি
গিরিপথের নাম লেখো ।
Answer : থলঘাট ও ভোরঘাট ।
13. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ
কোন্টি ?
Answer : আনাইমুদি ( ২৬৯৫ মি . ) ।
14. দক্ষিণের লাভা মালভূমি প্রধানত
কী নামে পরিচিত ?
Answer : ডেকানট্র্যাপ ।
15. ডেকানট্র্যাপ – এ কোন্ ধরনের
মৃত্তিকা দেখা যায় ?
Answer : রেগুর বা কৃয় মৃত্তিকা ( Black Soil )
16. পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ
শৃঙ্গ কোনটি ?
Answer : হিন্দাগাড়া ।
17. নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ
কোনটি ?
Answer : দোদাবেতা ।
18. পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ
শৃঙ্গ কোন্টি ?
Answer : ভাভুলমালা ।
19. ‘ মালনাদ ‘ কথাটির অর্থ কী ?
Answer : উঁচুনীচু ভূভাগ ।
20. ভারতের মরুভূমি অঞ্চলে অবস্থিত
সবচেয়ে বড়ো হ্রদ কোন্টি ?
Answer : সম্বর হ্রদ ।
21. ভারতের মরুভূমি অঞ্চলের একমাত্র
বড়ো নদী কোনটি ?
Answer : লুনি নদী ।
22. ভারতীয় মরুভূমির চলমান
বালিয়াড়িকে কী বলে ?
Answer : থ্রিয়ান ।
23. মরু অঞ্চলের শুষ্ক হ্রদগুলি
রাজস্থানে কী নামে পরিচিত ?
Answer : ধান্দ ।
24. মরু অঞ্চলের নীচু স্থানে জল জমে
যে হ্রদের সৃষ্টি হয় তাকে কী বলে ?
Answer : রণ বা রান ।
25. কচ্ছ শব্দের অর্থ কী ?
Answer : জলাময় দেশ ।
26. ওড়িশার উপকূলে অবস্থিত একটি
উপহ্রদের নাম লেখো ।
Answer : চিল্কা হ্রদ ।
27. পুলিকট হ্রদ ভারতের কোন্ উপকূলে
দেখা যায় ?
Answer : অন্ধ্ৰ উপকূলে ।
28. হিমালয় পর্বতের উৎপত্তি কোন্
গ্রন্থি থেকে ?
Answer : ভারতের উঃ পঃ – এর পামির
গ্রন্থি থেকে ।
29. ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি ?
Answer : লাভাক মালভূমি । উত্তর G উত্তর |
30. লাডাক পর্বতশ্রেণির উত্তরে কোন
পর্বতশ্রেণি অবস্থিত ।
Answer : কারাকোরাম পর্বত ।
31. ভারতের উচ্চতম শৃঙ্গের নাম কী ?
Answer : গডউইন অস্টিন ( K2 ) উচ্চতা –৮৬১১ মি .।
32. কারাকোরাম পর্বতের দুটি
পর্বতশৃঙ্গের নাম লেখো ।
Answer : K2 ও হিডেনপিক ।
33. ভারতের দীর্ঘতম হিমবাহ কোন্টি ?
Answer : সিয়াচেন ( ৭৬ কিমি ) ।
34. কারাকোরাম পর্বতের কয়েকটি
উল্লেখযোগ্য হিমবাহের নাম লেখো ।
Answer : সিয়াচেন , বল্টারো ।
35. হিমাদ্রি হিমালয়ের দুটি
উল্লেখযোগ্য শৃঙ্গের নাম লেখো ।
Answer : কাঞ্চনজঙ্ঘা , মাকালু ।
36. পিরপাঞ্জাল ও উচ্চ হিমালয়ের
মধ্যে কোন্ উপত্যক অবস্থিত ?
Answer : কাশ্মীর উপত্যকা ।
37. কোন্ মৃত্তিকা জাফরান চাষের
জন্য উপযুক্ত ?
Answer : কারেওয়া মৃত্তিকা ।
38. কাশ্মীর উপত্যকার দুটি
উল্লেখযোগ্য হ্রদের নাম লেখো ।
Answer : উলার ও ডাল হ্রদ ।
39. কাশ্মীর হিমালয়ে অবস্থিত দুটি
গিরিপথের নাম লেখো ।
Answer : বানিহাল বা জওহর , জোজিলা ।
40. কুমায়ূন হিমালয়ে অবস্থিত
হিমবাহসৃষ্ট হ্রদগুলিকে কী বলে ।
Answer : তাল ।
41. কুমায়ুন হিমালয়ের দুটি
উল্লেখযোগ্য হ্রদ বা – এর নাম লেখো ।
Answer : সাততাল , নৈনিতাল ।
42. দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ
শৃঙ্গ কোনটি ?
Answer : সান্দাকফু ।
43. সিকিম ও ভুটান সীমান্তে কোন্
উপত্যকা দেখা যায় ?
Answer : চুম্বি উপত্যকা ।
44. অরুণাচল হিমালয়ের সর্বোচ্চ
শৃঙ্গ কোনটি ?
Answer : কাংটো ।
45. পূর্ব হিমালয়ের দুটি গিরিপথের
নাম লেখো ।
Answer : নাথুলা , জেলেপলা ।
46. পূর্ব হিমালয়ের প্রধান দুটি
গিরিশৃঙ্গ কী কী ?
Answer : কাঞ্চনজঙ্ঘা ও কাংটো ।
47. সিন্ধু নদের যে – কোনো দুই উপনদীর নাম লেখো ।
Answer : বিপাশা , শতদ্রু , চন্দ্রভাগা , ইরাবতী ।
48. সিন্ধু সমভূমির উত্তরাংশের
ক্ষয়প্রাপ্ত অঞ্চলকে কী বলে ?
Answer : খোশ ।
49. ভারতের তথা এশিয়ার বৃহত্তম
উপহ্রদের বা লেগুনের নাম কী ?
Ans: ওড়িশার চিল্কা উপহ্রদ
50. ভারতের বৃহত্তম কয়ালের নাম কী ?
Ans: ভেম্বানাদ ।
51. ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ
মৎস্য আহরণ ক্ষেত্রের নাম কী ?
Ans: ওড়িশার চিল্কা উপহ্রদ ।
52. কৃপ ও নলকূপের মাধ্যমে সেচকাজ
সবচেয়ে বেশি হয় কোন রাজ্যে ?
Ans: উত্তরপ্রদেশে ।
53. পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় কাকে ?
Ans: দামোদর নদকে
54. কোন ঋতুকে দক্ষিণ – পশ্চিম
মৌসুমি বায়ুর আগমনকাল বলা হয় ?
Ans: বর্ষা ঋতুকে ।
55. পৃথিবীর সর্বাধিক
বৃষ্টিপাতযুক্ত অঞ্চলের নাম কী ?
Ans: মেঘালয়ের মৌসিনরাম ।
56. কোন ঋতুকে মৌসুমি বায়ুর
প্রত্যাবর্তনকাল বলা হয় ?
Ans: শরৎ ঋতুকে ।
57. মরু অঞ্চলে কী ধরনের মৃত্তিকা
লক্ষ করা যায় ?
Ans: সিরোজেম জাতীয় মরু মৃত্তিকা ।
58. ভারতে অবস্থিত হিমালয়ের
সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? [পর্ষদ নমুনা]
উত্তর-
ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কাঞ্চনজঙ্ঘা।
59. ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি? [মাধ্যমিক ১৭]
উত্তর-
ভারতের সর্বোচ্চ গিরিপথ গিয়ং লা।
60. পশ্চিম ঘাট পর্বতের সর্বোচ্চ
শৃঙ্গের নাম কি? [মাধ্যমিক ১৭, ১৯]
উত্তর-
পশ্চিম ঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাইমুদি।
61. পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম
গিরিপথটির নাম কি? [মাধ্যমিক ২০]
উত্তর-
পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম পালঘাট।
62. ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গের
নাম কি?
উত্তর-
ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গের নাম k2 বা গডউইন অস্টিন।
63. পার্বত্য অঞ্চলে কী ধরনের
মৃত্তিকা লক্ষ করা যায় ?
Ans: হিউমাসযুক্ত পড়সল মৃত্তিকা ।
64. মেঘালয়ের উচ্চতম অংশটির নাম কি?
উত্তর-
মেঘালয়ের উচ্চতম অংশটির নাম শিলং।
65. মালাবার উপকূলে হ্রদগুলি কি
নামে পরিচিত?
উত্তর-
মালাবার উপকূলে হ্রদগুলি কয়াল নামে পরিচিত।
66. যমুনোত্রী হিমবাহটি কোন হিমালয়ে
অবস্থিত?
উত্তর-
যমুনোত্রী হিমবাহটি গাড়োয়াল হিমালয়ে অবস্থিত।
67. আরাবল্লি পর্বতের সর্বোচ্চ
শৃঙ্গের নাম কি?
উত্তর-
আরাবল্লি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম গুরুশিখর।
68. রাজস্থানের মরুভূমির পশ্চিমাংশ
কি নামে পরিচিত?
উত্তর-
রাজস্থানের মরুভূমির পশ্চিমাংশ মরুস্থহলী নামে পরিচিত।
69. পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক
দেশের নাম কী ?
Ans: ভারত ।
70. অবস্থান অনুসারে ভারত কোথায়
অবস্থিত ?
Ans: উত্তর গোলার্ধে এশিয়া মহাদেশের
দক্ষিণাংশে অবস্থিত ।
71. ভারতের মোট ক্ষেত্রফল কত ?
Ans: 32 লক্ষ 87 হাজার 263 বর্গ কিমি ।
72. ভারতের পশ্চিমতম স্থান কোনটি ?
Ans: গুজরাটের গুহার মেটার ।
73. ভারতের পূর্বতম স্থান কোনটি ?
Ans: অরুণাচল প্রদেশের কিবিথু ।
74. ভারতের পূর্ব সীমা থেকে পশ্চিম
সীমা পর্যন্ত সময়ের পার্থক্য কত ?
Ans: 1 ঘণ্টা 56 মিনিট ।
75. ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম
স্থান কোনটি ?
Ans: তামিলনাড়ুর কন্যাকুমারী ।
76. ভারতের কোন রাজ্য সর্বাধিক
রাজ্যকে স্পর্শ করে রয়েছে ?
Ans: উত্তরপ্রদেশ ( আটটি রাজ্যকে
স্পর্শ করেছে ) ।
77. বর্তমানে ভারতে রাজ্যের সংখ্যা
কত ?
Ans: 29 টি অঙ্গরাজ্য এবং 7 টি কেন্দ্রশাসিত অঞ্চল ।
78. সর্বাধিক আন্তর্জাতিক সীমা
স্পর্শ করেছে কোন কোন রাজ্য ?
Ans: তিনটি রাজ্য ( পশ্চিমবঙ্গ , অরুণাচল প্রদেশ এবং জম্মু ও
কাশ্মীর ) ।
79. জাতীয় রাজধানী অঞ্চল ‘ হিসেবে
মর্যাদা দেওয়া হয়েছে কোন অঞ্চলকে ?
Ans: নতুন দিল্লিকে ।
80. Seven Sisters of India কাকে বলা হয় ?
Ans: অসম , অরুণাচল প্রদেশ , নাগাল্যান্ড , মণিপুর , ত্রিপুরা , মেঘালয় ও মিজোরাম এই 7 টি রাজ্যকে বলা হয় Seven Sisters of India .
81. দক্ষিণে বঙ্গোপসাগর থেকে উত্তরে
হিমালয় পর্যন্ত প্রসারিত একমাত্র রাজ্যের নাম কী ?
Ans: পশ্চিমবঙ্গ ।
82. আয়তনে ভারতের বৃহত্তম রাজ্যের
নাম কী ?
Ans: রাজস্থান ।
83. কর্কটক্রান্তিরেখা কোন কোন
রাজ্যের ওপর দিয়ে বিস্তৃত ?
Ans: গুজরাট , রাজস্থান , মধ্যপ্রদেশ , ছত্তিশগড় , ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ প্রভৃতি
রাজ্য ।
84. পশ্চিমবঙ্গ ছাড়া কোন কোন রাজ্য
বাংলাদেশ সীমান্তকে স্পর্শ করেছে ?
Ans: অসম , মেঘালয় ও ত্রিপুরা রাজ্য ।
85. নেপাল ও ভুটানকে ভারতের কোন কোন
রাজ্য স্পর্শ করেছে ?
Ans: উত্তরাখণ্ড , উত্তরপ্রদেশ , বিহার , সিকিম , পশ্চিমবঙ্গ , অসম , অরুণাচল প্রদেশ প্রভৃতি রাজ্য ৷
86. 1953 খ্রিস্টাব্দের ডিসেম্বরে কার
ওপর ভিত্তি করে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় ?
Ans: ভাষার ভিত্তিতে ।
87. 2000 সালে ভারতে কয়টি রাজ্য গঠিত
হয় ?
Ans: তিনটি । 1 নভেম্বর — মধ্যপ্রদেশ ভেঙে
ছত্তিশগড় , 7 নভেম্বর — উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড , 15 নভেম্বর বিহার ভেঙে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয় ।
88. 2 জনু 2014 কোন রাজ্য ভেঙে ভারতের নবীনতম
রাজ্য গঠিত হয় ?
Ans: অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা
রাজ্য । ( রাজধানী – হায়দরাবাদ )
89. আয়তনে ভারতের ক্ষুদ্রতম রাজ্য
কোনটি ?
Ans: গোয়া ।
90. আয়তনে ভারতের বৃহত্তম
কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি ?
Ans: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ।
91. আয়তনে ভারতের ক্ষুদ্রতম
কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি ?
Ans: লক্ষাদীপ ।
92. হিমালয় পর্বতমালা কতদূর
পর্যন্ত বিস্তৃত ?
Ans: পশ্চিমে জম্মু – কাশ্মীরের নাঙ্গা পর্বত থেকে পূর্বে অরুণাচল প্রদেশের
নামচাবারওয়া ( 7756 কিমি ) পর্যন্ত বিস্তৃত ।
93. শিবালিক পর্বত জম্মুতে ‘ জম্মু
পাহাড় ‘ , অরুণাচল প্রদেশে ‘ ডাফলা ’ , মিরি আবর , মিশমি , কিন্তু উত্তরাখণ্ডে কী নামে
পরিচিত ?
Ans: ধ্যাং পর্বতশ্রেণি ।
94. ভারতের স্থলভাগের সর্বনিম্ন
স্থানের নাম কী ?
Ans: কেরালার কুট্টানাড়ু ।
95. পামির মালভূমি ও সিন্ধুনদের
মধ্যবর্তী অংশে কোন পর্বতশ্রেণি অবস্থিত ?
Ans: কারাকোরাম পর্বতশ্রেণি ।
96. হিমাচল হিমালয়ের উত্তর –
পশ্চিম থেকে পূর্বে যে পর্বতশ্রেণিটি বিস্তৃত রয়েছে , তাকে কী বলে ?
Ans: হিমাদ্রি হিমালয় ।
97. কাশ্মীরে 100-200 মিটার উচ্চ হ্রদের চারপাশে যে ধাপযুক্ত উর্বর পলিস্তরের
সৃষ্টি হয়েছে তাকে স্থানীয় ভাষায় কী বলে ?
Ans: ক্যারেওয়া ।
98. শিবালিকের উত্তরে প্রায় 2000-5000 মিটার উচ্চতা বিশিষ্ট পশ্চিম
থেকে পূর্বে যে পর্বতশ্রেণিটি রয়েছে তাকে কী বলে ?
Ans: হিমাচল ।
99. ভারতের উত্তরতম ও দক্ষিণতম
বিন্দুর নাম কী ?
Ans: জম্মু ও কাশ্মীরের ইন্দিরা কল (
উত্তরতম ) এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ইন্দিরা পয়েন্ট ( দক্ষিণতম )
বিন্দু ।
100. ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে
ভারতকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায় ?
Ans: পাঁচটি ভাগে ( উত্তরের পার্বত্য
অঞ্চল , উত্তরের সমভূমি অঞ্চল , উপদ্বীপীয় : মি অঞ্চল , উপকূলীয় সমভূমি অঞ্চল ও
দ্বীপপুঞ্জ ) ।
101. মাউন্ট এভারেস্টকে নেপালি ও
তিব্বতীয় ভাষায় কী বলা হয় ?
Ans: সাগরমাথা ( নেপালিরা ) ও
চোমোলুংমা ( তিব্বতীয়রা ) ।
102. ভূপ্রাকৃতিক তারতম্য অনুসারে
মরু সমভূমিকে কয়টি ভাগে ভাগ করা যায় ?
Ans: পাঁচ ভাগে ( বাগর , রোহি , ক্ষুদ্র মরু , হামাদা , মরুস্থলী )
103. ভারতের থর মরুভূমিতে চলমান
বালিয়াড়িকে কী বলা হয় ?
Ans: থ্রিয়ান ( অর্থ চলমান ) ।
104. উত্তরের বৃহৎ সমভূমি অঞ্চলের
দক্ষিণে অবস্থিত মালভূমি অঞ্চলকে কী বলা হয় ?
Ans: দাক্ষিণাত্যের মালভূমি ।
105. চম্বল অঞ্চলের এবড়োখেবড়ো ভূমি
কী নামে পরিচিত ?
Ans: বিহড় নামে পরিচিত ।
106. বানাবুদান পাহাড়ের সর্বোচ্চ
শৃঙ্গের নাম কী ?
Ans: মুলানগিরি ( 1923 মিটার ) ।
107. পশ্চিমঘাটের দক্ষিণতম শৃঙ্গের
নাম কী ?
Ans: আগস্ত্যকুটম ( 2044 মিটার ) ।
108. কৃষ্ণা নদীর মোহনা থেকে
কন্যাকুমারিকা অন্তরীপ পর্যন্ত বিস্তৃত দক্ষিণাংশের উপকূলকে কী বলে ?
Ans: করমণ্ডল উপকূল ।
109. তামিলনাড়ু উপকূলের
বালিয়াড়িকে স্থানীয় ভাষায় কী বলে ?
Ans: থেড়িস ।
110. ভারতের বৃহত্তম উপকূলের নাম কী ?
Ans: গুজরাট উপকূল ।
111. কচ্ছরণ শব্দের অর্থ কী ?
Ans: ‘ কচ্ছ ‘ শব্দের অর্থ জলময় দেশ
এবং ‘ রণ ‘ শব্দের অর্থ কর্দমাক্ত ও লবণাক্ত নিম্নভূমি ।
112. গির ও গিরনার পাহাড়ের সর্বোচ্চ
শৃঙ্গের নাম কী ?
Ans: গোরক্ষনাথ ( 1197 মিটার ) ।
113. ভারতের বৃহত্তম কয়ালের নাম কী ?
Ans: ভেম্বানাদ কয়াল ।
114. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের
দু’টি আগ্নেয়গিরির নাম করো ।
Ans: ব্যারন ( সুপ্ত ) ও নরকোণ্ডম ( মৃত ) ।
115. আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ
শৃঙ্গের নাম কী ?
Ans: স্যাডল পিক ( 738 মিটার ) ।
116. কৃয়া নদীর উৎপত্তি কোথা থেকে
হয়েছে ?
Ans: পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর
শৃঙ্গ থেকে ।
117. কৃক্মা নদীর মোট দৈর্ঘ্য কত ?
Ans: 1400 কিমি ।
118. ভারতের কত শতাংশ জমিতে খালের
মাধ্যমে জলসেচ করা হয় ?
Ans: প্রায় 26 শতাংশ ।
119. কূপ ও নলকূপের মাধ্যমে কত শতাংশ
জমিতে জলসেচ করা হয়ে থাকে ?
Ans: প্রায় 53 শতাংশ ।
120. জলাশয় সেচের মাধ্যমে ভারতের
মোট কত শতাংশ জমিতে জলসেচ হয় ?
Ans: 2 প্রায় 9 শতাংশ ।
121. ওড়িশার মহানদীর ওপর কোন
পরিকল্পনা অবস্থিত ?
Ans: হিরাকুঁদ পরিকল্পনা ( ভারতের
দীর্ঘতম বাঁধ ) ।
122. পাঞ্জাব , রাজস্থান , হরিয়ানার যৌথ উদ্যোগে কোন
পরিকল্পনা গড়ে উঠেছে ?
Ans: ভাকরা – নাঙ্গাল পরিকল্পনা (
ভারতের বৃহত্তম বহুমুখী পরিকল্পনা ) ।
123. উত্তরপ্রদেশের শোন নদীর উপর কোন
পরিকল্পনা গড়ে উঠেছে ?
Ans: রিহান্দ পরিকল্পনা ।
124. অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদীর উপর
কোন পরিকল্পনা গড়ে উঠেছে ?
Ans: নাগার্জুন সাগর পরিকল্পনা ।
125. ভারত তথা পৃথিবীর সর্বাধিক
বৃষ্টিবহুল স্থানের নাম কী ?
Ans: মেঘালয়ের মৌসিনরাম ( বার্ষিক
বৃষ্টির পরিমাণ 1350 সেমি ) ।
126. গ্রীষ্মকালে পাঞ্জাব , হরিয়ানাতে যে ধূলিঝড় প্রবাহিত
হয় তাকে কী বলে ?
Ans: আঁধি ।
127. কর্ণাটকে আম্রবৃষ্টিতে কফি
চাষের সুবিধা হয় বলে একে কী বলে ?
Ans: Cherry blossom .
128. ভারতের শীতলতম স্থানের নাম কী ?
Ans: লাডাখের দ্রাস ( -40 ° c ) ।
129. ভারতের আবহাওয়া অফিসের সদর
দপ্তর কোথায় ?
Ans: নয়াদিল্লি ( মৌসম ভবন ) ।
130. ক্যাকটাস উদ্ভিদ কাকে বলে ?
Ans: মরু অঞ্চলে বৃষ্টিপাতের
অভাবজনিত কারণে উদ্ভিদের পাতা কাঁটায় রূপান্তরিত হয় বলে এই উদ্ভিদকে ক্যাকটাস
উদ্ভিদ বলে ।
131. শোলা ( Shola ) কী ?
Ans: কেরল , তামিলনাড়ু , কর্ণাটক রাজ্যে উপক্রান্তীয়
চিরহরিৎ পার্বত্য অরণ্যের সৃষ্টি হয়েছে বলে একে দক্ষিণ ভারতের শোলা ( Shola ) বলে ।
132. চিপকো আন্দোলন ( 1973 ) -এর নেতৃত্ব কে দেন ?
Ans: সুন্দরলাল বহুগুণা ও
চণ্ডীপ্রসাদ ভাট ।
133. নর্মদা বাঁচাও আন্দোলনের
নেতৃত্ব কে দেন ?
Ans: মেধা পাটকর , বাবা আমতে ও অরুন্ধতী রায় ।
134. অ্যাপিকো আন্দোলন ( 1983 ) কোন রাজ্যে সংঘটিত হয় ?
Ans: কর্ণাটকে ( সিরসি অঞ্চলে ) ।
135. উচ্চতা অনুসারে হিমালয় পর্বতকে
উত্তর থেকে দক্ষিণে কয়টি ভাগে ভাগ করা হয় ?
Ans: চারটি ভাগে ( শিবালিক , হিমাচল , হিমাদ্রি ও টেথিস )
136. পিরপাঞ্জাল , ধাউলাধর , নাগচিব্বা ও মুসোরি পর্বতশ্রেণি
কোথায় অবস্থিত ?
Ans: শিবালিক ও হিমাদ্রি হিমালয়ের
মাঝে ।
137. দৈর্ঘ্য বরাবর হিমালয়
পর্বতমালাকে পশ্চিম থেকে পূর্বদিকে কয়টি ভাগে ভাগ করা যায় ?
Ans: তিনটি ভাগে ( পশ্চিম , মধ্য ও পূর্ব হিমালয় ) ।
138. 67.!কাশ্মীর উপত্যকা , কুলু ও কাংড়া উপত্যকা কোথায়
অবস্থিত ?
Ans: পিরাপাপ্তাল ও জাস্কাল পর্বতের
মাঝে ।
উপযুক্ত
শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো :
139. ভারতের বৃহত্তম হিমবাহের
অবস্থান হল __________ পর্বত।
উত্তর :
কারাকোরাম
140. শিবালিক ও হিমাচল হিমালয়ের
মধ্যবর্তী উপত্যকা __________ নামে পরিচিত।
উত্তর : দুন
” ভারতের ভূ প্রাকৃতিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক দশম শ্রেণীর পরীক্ষা (West
Bengal Class MADHYAMIK MADHYAMIK/ WB Class 10 / WBBSE / Class 10 Exam / West
Bengal Board of Secondary Education – WB Class 10 Exam / Class 10th / WB Class
10 / Class 10 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে দশম শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( দশম শ্রেণীর ভূগোল সাজেশন / দশম শ্রেণীর ভূগোল প্রশ্ও উত্তর । Class
10 Geography Suggestion / Class 10 Geography Question and Answer /
Class 10 Geography Suggestion / Class 10 Pariksha Geography Suggestion /
Geography Class 10 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and
Answer / Class 10 Geography Suggestion FREE PDF Download)
ভারতের ভূ প্রাকৃতিক বিভাগ
(ভারত – পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর
(Class
10 Geography Suggestion / West Bengal MADHYAMIK MADHYAMIKQuestion and Answer,
Suggestion / WBBSE Class 10th Geography Suggestion / Class 10
Geography Question and Answer / Class 10
Geography Suggestion / Class 10 Pariksha Suggestion / Class 10
Geography Exam Guide / Class 10 Geography Suggestion
2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028,
2030 / Class 10 Geography Suggestion MCQ , Short , Descriptive Type
Question and Answer. / Class 10 Geography Suggestion FREE PDF
Download) সফল হবে।
ভারতের ভূ প্রাকৃতিক বিভাগ
(ভারত – পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর
ভারতের ভূ প্রাকৃতিক বিভাগ
(ভারত – পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | ভারতের ভূ প্রাকৃতিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) Class 10 Geography Question and Answer
Suggestion দশম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের ভূ প্রাকৃতিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর। ভারতের ভূ প্রাকৃতিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | দশম শ্রেণীর ভূগোল ] ভারতের ভূ প্রাকৃতিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | ভারতের ভূ প্রাকৃতিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) Class 10 Geography Question and Answer
Suggestion দশম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের ভূ প্রাকৃতিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।
দশম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের ভূ প্রাকৃতিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়)
ভারতের ভূ প্রাকৃতিক বিভাগ
(ভারত – পঞ্চম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির ভূগোল ভারতের ভূ প্রাকৃতিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | ভারতের ভূ প্রাকৃতিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) Class 10 Geography Question and Answer
Suggestion দশম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের ভূ প্রাকৃতিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। ভারতের ভূ প্রাকৃতিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর – অষ্টম শ্রেণি ভূগোল |
Class 10 Geography
অষ্টম শ্রেণি ভূগোল (Class
10 Geography ) – ভারতের ভূ প্রাকৃতিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | ভারতের ভূ প্রাকৃতিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) |
Class 10 Geography Suggestion অষ্টম শ্রেণি ভূগোল – ভারতের ভূ প্রাকৃতিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর।
দশম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের ভূ প্রাকৃতিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর | Class 10 Geography Question and
Answer, Suggestion দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের ভূ প্রাকৃতিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের ভূ প্রাকৃতিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) | ভারতের ভূ প্রাকৃতিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের ভূ প্রাকৃতিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) | দশম শ্রেণীর ভূগোল সহায়ক – ভারতের ভূ প্রাকৃতিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর । Class 10 Geography Question and
Answer, Suggestion | Class 10 Geography Question and Answer
Suggestion | Class 10 Geography Question and Answer Notes | West
Bengal Class 10th Geography Question and Answer Suggestion.
WBBSE Class 10th Geography Suggestion | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের ভূ প্রাকৃতিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়)
দশম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের ভূ প্রাকৃতিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর |
WBBSE Class 10 Geography Question and Answer, Suggestion দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের ভূ প্রাকৃতিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | ভারতের ভূ প্রাকৃতিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) । Class 10 Geography Question and
Answer Suggestion.
WBBSE
Class 10 Geography Suggestion দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের ভূ প্রাকৃতিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । ভারতের ভূ প্রাকৃতিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) |
Class 10 Geography Suggestion দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের ভূ প্রাকৃতিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।
WB Class 10 Geography Suggestion | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের ভূ প্রাকৃতিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর
Class
10 Geography Question and Answer Suggestions | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের ভূ প্রাকৃতিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর Class
10 Geography Question and Answer দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের ভূ প্রাকৃতিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর Class
10 Geography Question and Answer দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – ভারতের ভূ প্রাকৃতিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।
WB Class 10 Geography Suggestion | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের ভূ প্রাকৃতিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর
Class
10 Geography Question and Answer Suggestion দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের ভূ প্রাকৃতিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর । Class
10 Geography Question and Answer Suggestion দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর। West
Bengal Class 10 Geography Suggestion Download WBBSE Class 10th Geography short
question suggestion . Class 10 Geography Suggestion download Class
10th Question Paper Geography. WB Class 10 Geography suggestion and important
question and answer. Class 10 Suggestion pdf.
ভারতের ভূ প্রাকৃতিক বিভাগ
(ভারত – পঞ্চম অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। দশম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।
Class
10 Geography Question and Answer Question and Answer prepared by
expert subject teachers. WB Class 10 Geography Suggestion with 100% Common in
the Examination .Class MADHYAMIK MADHYAMIK Geography Suggestion |
West Bengal Board of Secondary Education (WBBSE) Class 10 Exam Class 10
Geography Question and Answer, Suggestion Download PDF: West Bengal
Board of Secondary Education (WBBSE) Class 10 MADHYAMIK MADHYAMIK Geography
Suggestion is provided here. Class 10 Geography Question and Answer
Suggestion Questions Answers PDF Download Link in Free here.
ভারতের ভূ প্রাকৃতিক বিভাগ
(ভারত – পঞ্চম অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর |
Class 10 Geography Question and Answer with FREE PDF Download Link
ভারতের ভূ প্রাকৃতিক বিভাগ
(ভারত – পঞ্চম অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর |
Class 10 Geography Question and Answer ভারতের ভূ প্রাকৃতিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর |
Class 10 Geography Question and Answer ”