দশম
শ্রেণীর ভূগোল : হিমবাহ (বহির্জাত প্রক্রিয়া – প্রথম অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর |
WBBSE Class 10th Geography Question
and Answer
হিমবাহ (বহির্জাত
প্রক্রিয়া – প্রথম অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর |
Class 10 Geography Question and Answer : হিমবাহ (বহির্জাত প্রক্রিয়া – প্রথম অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর |
Class 10 Geography Question and Answer নিচে দেওয়া হলো। এই West
Bengal WBBSE Class 10th Geography Question and Answer, Suggestion, Notes
| দশম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – হিমবাহ (বহির্জাত প্রক্রিয়া – প্রথম অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ,
Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West
Bengal Class 10th MADHYAMIK MADHYAMIKGeography Examination – পশ্চিমবঙ্গ দশম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। দশম শ্রেণীর ভূগোল পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন হিমবাহ (বহির্জাত প্রক্রিয়া – প্রথম অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর |
Class 10 Geography Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।
1. ভারতের দীর্ঘতম হিমবাহ হল –
(A) গঙ্গোত্রী
(B) সিয়াচেন
(C) বিয়াফো
(D) জেমু
Ans: (B) সিয়াচেন
2. করি নামক ভূমিরূপকে ফরাসী ভাষায়
বলে-
[A] এরিটি
[B] ফিয়র্ড
[C] সার্ক
[D] গ্রাবরেখা
উত্তর- [C] সার্ক।
3. হিমবাহ উপত্যাকার আকৃতি ইংরাজি
যে অক্ষরের মত হয়, সেটি হল-
[A] I
[B] U
[C] V
[D] K
উত্তর- [B] U।
4. হিমপ্রাচীর দেখা যায়-
[A] আরব সাগরে
[B] বঙ্গোপসাগরে
[C] ভারত মহাসাগরে
[D] আটলান্টিক মহাসাগরে
উত্তর- [D] আটলান্টিক মহাসাগরে।
5. সমুদ্রে ভাসমান বিশাল হিমবাহকে
বলে-
[A] হিমস্তুপ
[B] হিম প্রাচীর
[C] হিমশৈল
[D] হিমপর্বত
উত্তর- [C] হিমশৈল।
6. মহাদেশীয় হিমবাহ দেখা যায়-
[A] হিমালয় পর্বতে
[B] আল্পস পর্বতে
[C] আন্দিজ পর্বতে
[D] অ্যান্টার্কটিকায়
উত্তর- [D] অ্যান্টার্কটিকায়।
7. পৃথিবীর অন্যতম উপকূলীয় হিমবাহ
হল –
(A) অ্যান্টার্কটিকার ল্যাম্বার্ট
(B) কুমেরুর রস
(C) গ্রিনল্যান্ডের পিটারম্যান
(D) আলাস্কার মালাসপিনা
Ans: (B) কুমেরুর রস
8. পৃথিবীর মন্থরতম হিমবাহ হল -
[A] গ্রীনল্যান্ডের কওয়ারায়াক
[B] কুমেরুর মেসার্ভ
[C] আলাস্কার হুবার্ড
[D] কুমেরুর ল্যাম্বার্ট
উত্তর : [B] কুমেরুর মেসার্ভ
9. পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ
হল -
[A] আলাস্কার হুবার্ড
[B] ইউরোপের অ্যালিস
[C] ভারতের সিয়াচেন
[D] কুমেরুর ল্যাম্বার্ট
উত্তর : [A] আলাস্কার হুবার্ড
10. হিমশৈলের মোট আয়তনের মধ্যে জলে
ভাসমান থাকে -
[A] ১/৯ ভাগ
[B] ১/৭ ভাগ
[C] ১/১০ ভাগ
[D] ১/৮ ভাগ
উত্তর : [A] ১/৯ ভাগ
11. ঝুলন্ত উপত্যকায় সৃষ্টি হয় -
[A] জলপ্রপাত
[B] হিমশৈল
[C] আঁকাবাঁকা গতিপথ
[D] গিরিখাত
উত্তর : [A] জলপ্রপাত
12. সমুদ্র উপকূলে হিমবাহের
ক্ষয়কার্যের ফলে সৃষ্ট জলমগ্ন উপত্যাকাকে বলে-
[A] রসেমতানে
[B] সার্ক
[C] ড্রামলিন
[D] ফিয়র্ড
উত্তর- [D] ফিয়র্ড।
13. হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে
সংকীর্ণ ফাঁককে বলে-
[A] ক্রেভাস
[B] বার্গস্রুন্ড
[C] হর্ন
[D] মোরেন
উত্তর- [B] বার্গস্রুন্ড।
14. ক্রাগের পিছনে প্রলম্বিত
শিলাস্তরকে বলা হয়-
[A] ভ্যালি ট্রেন
[B] রসে মতানে
[C] কেম
[D] টেল
উত্তর- [D] টেল।
15. ম্যালাস্পিনা কোন জাতীয়
হিমবাহের উদাহরণ-
[A] পার্বত্য হিমবাহ
[B] উপত্যাকা হিমবাহ
[C] পাদদেশীয় হিমবাহ
[D] মহাদেশীয় হিমবাহ
উত্তর- [C] পাদদেশীয় হিমবাহ।
16. মহাদেশীয় হিমবাহের মধ্যে
বরফযুক্ত উচ্চভূমির চূড়াকে বলে-
[A] লোব
[B] স্নাউট
[C] এরিটি
[D] নুনাটাক
উত্তর- [D] নুনাটাক বলে।
17. হিমরেখার উচ্চতা সবচেয়ে কম হয়
-
[A] নাতিশীতোষ্ন
[B] মেরু অঞ্চলে
[C] উপক্রান্তীয় অঞ্চলে
[D] নিরক্ষীয় অঞ্চলে
উত্তর : [B] মেরু অঞ্চলে
18. দুটি কেটলের মধ্যবর্তী উঁচু অংশ
হলো -
[A] ভার্ব
[B] এসকার
[C] গ্রাবরেখা
[D] নব
উত্তর : [D] নব
19. কোন দশকে 'The land of fjords' বলা হয় ? -
[A] আইসল্যান্ড
[B] নরওয়ে
[C] কানাডা
[D] ফিনল্যান্ড
উত্তর : [B] নরওয়ে
20. কোন বিষয়টি জাহাজ চলাচলে বিপদ
ঘটে ? -
[A] বার্গস্রন্ড
[B] এরিটি
[C] হিমশৈল
[D] ক্রেভাস
উত্তর : [C] হিমশৈল
21. দুটি করির মধ্যবর্তী অংশ কি
নামে পরিচিত -
[A] কেম
[B] ড্রামলিন
[C] এরিটি
[D] এস্কার
উত্তর : [C] এরিটি
22. পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয়
হিমবাহ হল—
(A) আলাস্কার হুবার্ড
(B) গ্রিনল্যান্ডের কওয়ারায়াক
(C) আলাস্কার মালাসপিনা
(D) অ্যান্টার্কটিকার ল্যাম্বার্ট
Ans: (D) অ্যান্টার্কটিকার ল্যাম্বার্ট
23. পৃথিবীর দ্রুততম হিমবাহ হল—
(A) অ্যান্টার্কটিকার ল্যাম্বার্ট
(B) গ্রিনল্যান্ডের ইয়াকভশান
(C) ভারতের সিয়াচেন
(D) আলাস্কার হুবার্ড
Ans: (B) গ্রিনল্যান্ডের ইয়াকভশান
24. পৃথিবীর মন্থরতম হিমবাহ হল –
(A) কুমেরুর মেসার্ভ
(B) আলাস্কার হুবার্ড
(C) কুমেরুর ল্যাম্বার্ট
(D) গ্রিনল্যান্ডের কওয়ারায়াক
Ans: (A) কুমেরুর মেসার্ভ
25. পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ
হল –
(A) আলাস্কার হুবার্ড
(B) ভারতের সিয়াচেন
(C) ইউরোপের অ্যালিস
(D) কুমেরুর ল্যাম্বার্ট
Ans: (A) আলাস্কার হুবার্ড
26. পৃথিবীর বৃহত্তম পাদদেশীয়
হিমবাহ হল –
(A) আলাস্কার হুবার্ড
(B) আলাস্কার মালাসপিনা
(C) গ্রিনল্যান্ডের পিটারম্যান
(D) গ্রিনল্যান্ডের স্টরস্টম
Ans: (B) আলাস্কার মালাসপিনা
27. নিরক্ষীয় অঞ্চলে হিমরেখার গড়
উচ্চতা –
(A) ৩৯৬০ মিটার
(B) ৫৪৩০ মিটার
(C) ২৭০০ মিটার
(D) ৫৫৫০ মিটার
Ans: (D) ৫৫৫০ মিটার
28. সমুদ্রজলে ভাসমান বরফস্তূপকে কী
বলে ?
(A) হিমবাহ
(B) হিমশৈল
(C) হিমরেখা
(D) কোনোটাই নয়
Ans: (B) হিমশৈল
29. ইউরোপের দীর্ঘতম উপত্যকা
হিমবাহের নাম
(A) ল্যাম্বার্ট
(B) অ্যালিস
(C) মালাসপিনা
(D) হুবার্ড
Ans: (B) অ্যালিস
30. Glacier শব্দের উৎস শব্দ কৌ লাতিন শব্দ থেকে ‘ Glacies ‘ শব্দটি এসেছে—
(A) ফরাসি শব্দ থেকে
(B) পোর্তুগিজ শব্দ থেকে
(C) গ্রিক শব্দ থেকে
(D) লাতিন শব্দ থেকে
Ans: (D) লাতিন শব্দ থেকে
31. হিমশৈলের মোট আয়তনের মধ্যে জলে
ভাসমান থাকে –
(A) ১/৯ ভাগ
(B) ১/৮ ভাগ
(C) ১/৭ ভাগ
(D) ১/১০ ভাগ
Ans: (A) ১/৯ ভাগ
32. হিমবাহ বলতে বোঝায় –
(A) পাদদেশীয় হিমবাহকে
(B) মহাদেশীয় হিমবাহকে
(C) উপত্যকা হিমবাহকে
(D) উপকূলীয় হিমবাহকে
Ans: (D) উপকূলীয় হিমবাহকে
33. হিমবাহ ও পর্বতগাত্রের মাঝে
সংকীর্ণ ফাঁককে কী বলে ?
(A) ক্রেভাস
(B) র্যান্ডক্ল্যাফট্
(C) এরিটি
(D) রসে মতানে
Ans: (B) র্যান্ডক্ল্যাফট্
34. করির মধ্যে দেয়ালে আগে জমে
থাকা বরফ ও হিমবাহের মধ্যে ফাঁক হল –
(A) ক্রেভাস
(B) সার্ক
(C) বার্গসুন্ড
(D) হিমদ্রোণী
Ans: (C) বার্গসুন্ড
35. আউটওয়াশ প্পেন গঠিত হয় –
(A) হিমবাহের সঞ্চয়
(B) জলধারা ও হিমবাহের মিলিত কার্য
(C) হিমবাহের ক্ষয় ও সঞ্চয়কার্যের
মাধ্যমে
(D) হিমবাহের ক্ষয়
Ans: (B) জলধারা ও হিমবাহের মিলিত কার্য
36. হিমবাহ থেকে নিঃসৃত জলস্রোতের
মাধ্যমে হিমবাহ উপত্যকায় যে সমস্ত পলি সঞ্চিত হয় , তাকে বলে –
(A) গ্রাবরেখা
(B) ভ্যালি ট্রেন
(C) ড্রামলিন
(D) বোল্ডার ক্লে
Ans: (B) ভ্যালি ট্রেন
37. ঝুলন্ত উপত্যকায় সৃষ্টি হয় –
(A) জলপ্রপাত
(B) গিরিখাত
(C) হিমশৈল
(D) আঁকাবাঁকা গতিপথ
Ans: (A) জলপ্রপাত
38. হিমবাহের ক্ষয়কার্যের ফলে
সৃষ্ট একটি ভূমিরূপ হল –
(A) গ্রাবরেখা
(B) ঝুলন্ত উপত্যকা
(C) ড্রামলিন
(D) এসকার
Ans: (B) ঝুলন্ত উপত্যকা
39. হিমবাহের সঞ্চয়কার্যের মাধ্যমে
গঠিত ভূমিরূপের মধ্যে উল্লেখযোগ্য হল –
(A) সার্ক
(B) হিমসিঁড়ি
(C) ড্রামলিন
(D) ক্লাগ এন্ড টেল
Ans: (C) ড্রামলিন
40. দুটি সার্ক পাশাপাশি গড়ে উঠলে
তাদের মাঝখানের পর্বতশিরাকে বলে –
(A) ফিয়র্ড
(B) পিরামিড চূড়া
(C) অ্যারেটি
(D) এসকার
Ans: (C) অ্যারেটি
41. ফিয়র্ড উপকূল গড়ে ওঠে
হিমবাহের কোন কার্য দ্বারা ?
(A) ক্ষয়কার্য
(B) বহর্নকার্য
(C) সঞ্চয়কার্য
(D) ক্ষয় ও সঞ্চয়কার্য
Ans: (A) ক্ষয়কার্য
42. ” Basket of eggs topography ” কোন অঞ্চলকে বলা হয় –
(A) এস্-কার
(B) গ্রাবরেখা
(C) ড্রামলিন
(D) ক্রেভাস
Ans: (C) ড্রামলিন
43. আয়তনে সবচেয়ে বড়ো হয় –
(A) পার্বত্য
(B) উপকুলীয়
(C) পাদদেশীয় হিমবাহ
(D) মহাদেশীয়
Ans: (D) মহাদেশীয়
44. হিমরেখার উচ্চতা সবচেয়ে কম হয়
–
(A) নিরক্ষীয় অঞ্চলে
(B) উপক্রান্তীয় অঞ্চলে
(C) নাতিশীতোয় অঞ্চলে
(D) মেরু অঞ্চলে
Ans: (D) মেরু অঞ্চলে
45. আলাস্কার বেরিং হিমবাহ হল যার
উদাহরণ –
(A) পার্বত্য হিমবাহের
(B) মহাদেশীয় হিমবাহের
(C) পাদদেশীয় হিমবাহের
(D) উপকূলীয় হিমবাহের
Ans: (D) উপকূলীয় হিমবাহের
46. কুমেরু মহাদেশের মাউন্ট তাকাহি
হল একটি –
(A) পিরামিড চূড়া
(B) ফিয়র্ড
(C) নুনাটকস
(D) এস্-কার
Ans: (C) নুনাটকস
47. পৃথিবীতে মহাদেশীয় হিমবাহ
সবচেয়ে বেশি দেখা যায় –
(A) ইউরোপে
(B) উত্তর আমেরিকায়
(C) অ্যান্টার্কটিকায়
(D) এশিয়ায়
Ans: (C) অ্যান্টার্কটিকায়
48. মাউন্ট তাকাহি নুনাটক্স অবস্থিত
(A) ইউরোপে
(B) এশিয়ায়
(C) উত্তর আমেরিকা
(D) অ্যান্টার্কটিকায়
Ans: (D) অ্যান্টার্কটিকায়
49. পৃথিবীর সবচেয়ে বেশি পার্বত্য
হিমবাহ দেখা যায় –
(A) হিমালয় এ
(B) আন্দিজ এ
(C) গ্রেট ডিভাইডিংরেঞ্জ এ
(D) আল্পস
Ans: (A) হিমালয় এ
50. হিমবাহ উপত্যকার আকৃতি কীরুপ ?
(A) I
(B) V
(C) S
(D) U
Ans: (D) U
51. তহ করি ভূমিরূপ ফ্রান্সে কী
নামে পরিচিত ?
(A) এরিটি
(B) কার
(C) সার্ক
(D) হর্ন
Ans: (C) সার্ক
52. দুটি কেটলের মধ্যবর্তী উঁচু অংশ
হল –
(A) ভাব
(B) নব
(C) এস্-কার
(D) গ্রাবরেখা
Ans: B) নব
53. ক্র্যাগ এর পিছনে প্রলম্বিত
শিলাস্তরকে বলা হয় –
(A) টেল
(B) ভ্যালিট্রেন
(C) রসে মতানে
(D) কেম
Ans: (A) টেল
54. কোন দেশকে ‘ The land of fjords ‘ বলা হয় ?
(A) আইসল্যান্ড
(B) নরওয়ে
(C) ফিল্যান্ড
(D) কানাডা
Ans: (B) নরওয়ে
55. কোন্ মহাদেশের বেশিরভাগটাই
হিমবাহে ঢাকা ।
(A) উত্তর আমেরিকা
(B) ইউরোপ
(C) অ্যান্টার্কটিকা
(D) এশিয়া
Ans: (C) অ্যান্টার্কটিকা
56. কোন প্রকার হিমবাহে নুনাটাকস্
দেখা যায় –
(A) মহাদেশীয়
(B) পার্বত্য
(C) পাদদেশীয়
(D) উপকূলীয়
Ans: (A) মহাদেশীয়
57. ম্যালাসপিনা কোন প্রকার
হিমবাহের উদাহরণ ?
(A) পার্বত্য
(B) উপত্যকা
(C) পাদদেশীয়
(D) মহাদেশীয়
Ans: (C) পাদদেশীয়
58. কোন্ নামটি হিমবাহের সঙ্গে
গভীরভাবে সম্পর্কিত ?
(A) গিলবার্ট
(B) অ্যালম্যান
(C) চেম্বারলিন
(D) ডেভিস
Ans: (B) অ্যালম্যান
59. পৃথিবীর মোট জলের মধ্যে মিষ্টি
জলের পরিমাণ কত শতাংশ ?
(A) ৫ %
(B) ৮ %
(C) ৮ %
(D) ২ %
Ans: (A) ৫ %
60. হর্ন ভূমিরূপটি কোন্টির অপর
নাম—
(A) এরিটি
(B) সার্ক
(C) পিরামিড চূড়া
(D) রসে মতানে
Ans: (C) পিরামিড চূড়া
61. কোন্ বিষয়টি জাহাজ চলাচলে বিপদ
ঘটায় ?
(A) বার্গযুক্ত
(B) হিমশৈল
(C) ক্রেভাস
(D) এরিটি
Ans: (B) হিমশৈল
62. কোন্ ভূমিরূপটি হিমবাহ
ক্ষয়কার্যে গঠিত নয় ?
(A) এরিটি
(B) হিমসিঁড়ি
(C) গ্রাবরেখা
(D) ক্রাগ ও টেল
Ans: (C) গ্রাবরেখা
63. করি ভূমিরূপটি জার্মানিতে কী
নামে পরিচিত ?
(A) এরিটি
(B) সার্ক
(C) কাম
(D) কার
Ans: (B) সার্ক
64. বদ্রিনাথের নীলকণ্ঠ ও নেপালের
মাকালু কোন্ ভূমিরূপের উদাহরণ –
(A) হর্ন
(B) এরিটি
(C) ড্রামলিন
(D) এস্-কার
Ans: (A) হর্ন
হিমবাহ (বহির্জাত
প্রক্রিয়া – প্রথম অধ্যায়) দশম
শ্রেণীর ভূগোল সাজেশন প্রশ্ন ও উত্তর Class
10 Geography Suggestion | West Bengal WBBSE Class MADHYAMIK MADHYAMIK(Class
10th) Geography Question and Answer Suggestion
1. পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ কোনটি ?
Ans: অ্যান্টার্কটিকার ল্যাম্বার্ট ।
2. পর্বতগাত্র ও হিমবাহের মধ্যে যে
সংকীর্ণ ফাঁকের সৃষ্টি হয় । তাকে কী বলে ?
Ans: বার্গযুক্ত ।
3. পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহ
কোনটি ?
Ans: আলাস্কার হুবার্ড ।
4. পার্বত্য হিমবাহ ক্ষয়ের ফলে
একটিমাত্র শিলাখণ্ডের ওপর গঠিত ঢিবির মতো আকৃতিবিশিষ্ট ভূমিরূপকে কী বলে ?
Ans: রসে মতানে ।
5. আইস এজ ধারণাটি প্রথম কে
প্রতিস্থাপন করেন?
উত্তর -
লুইস আগাসিস
6. কাকে হিমবাহের ডেল্টা বলা হয়?
উত্তর কেম কে
7. সার্ক কে স্কটল্যান্ডে কী বলা
হয়?
উত্তর - করি
8. গ্রেট আইস এজ ধারণাটি কে তুলে
ধরেন ?
উত্তর -
জেমস গেইকি
9. পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম
কী?
উত্তর -
গ্রিনল্যান্ডের ক্যুইবেক হিমবাহ।
10. পৃথিবীর ধীরতম হিমবাহের নাম কী?
উত্তর -
আন্টার্কটিকার মেসার্ভ হিমবাহ।
11. পৃথিবীর বৃহত্তম পার্বত্য
হিমবাহের নাম কী?
উত্তর -
আলাস্কার হাবার্ড হিমবাহ
12. পৃথিবীর দীর্ঘতম পার্বত্য
হিমবাহের নাম কী ?
উত্তর -
আন্টার্কটিকার ল্যামবার্ট হিমবাহ
13. ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কী?
উত্তর -
কারাকোরাম পর্বতের সিয়াচেন হিমবাহ
14. কাকে ফিয়ার্ড - এর দেশ বলা হয় ?
উত্তরঃ
নরওয়েকে ফিয়র্ড এর দেশ বলা হয় ।
15. ড্রামলিন কোথায় দেখা যায় ?
উত্তরঃ
মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চল, উত্তর আয়ারল্যান্ডে ।
16. কেম কাকে বলে ?
উত্তরঃ-
উপত্যকার নিচের অংশে হিমবাহ গলতে শুরু করলে হিমবাহের মাঝখানের ফাঁকা অংশে নুড়ি, বলি, কাঁকরের স্তরিত অবক্ষেপ দ্বারা সৃষ্ট উঁচু নিচু ঢিবির
সারিকে কিংবা উপত্যকার গায়ে সঞ্চিত ত্রিকোণ|কার বদ্বীপের মতো ভুমিরূপকে কেম
বলে ।
17. কেটল হ্রদের তলদেশে স্তরে স্তরে
সঞ্চিত পলিকে কি বলে ?
উত্তরঃ
ভার্ব বলে ।
18. গভীরতম সার্ক কোনটি ?
উত্তরঃ
আন্টার্কটিকার ওয়ালকট সার্ক গভীরতম সার্ক ।
19. এরিটি কি ?
উত্তরঃ দুটি
সার্ক পাশাপাশি থাকলে তাদের মধ্যবর্তী যে তীক্ষ্ণশীর্ষ বিশিষ্ট শৈলশৃঙ্গ সৃষ্টি হয়
তাকে এরিটি বলে ।
20. সবচেয়ে বেশি হিমবাহ কোন
মহাদেশে দেখা যায় ?
Ans: দক্ষিণ গোলার্ধের
অ্যান্টার্কটিকা মহাদেশে ।
21. ক্যাগ এর পশ্চাতের ভূমিরূপটির
নাম কী ?
Ans: টেল ।
22. বহিঃবিধৌত সমভূমি হিমবাহ দ্বারা
বিচ্ছিন্ন হলে তাকে কী বলে ?
Ans: ভ্যালি ট্রেন ।
23. অসংখ্য ড্রামলিন একসঙ্গে
অবস্থান করলে তাকে কী বলে ?
Ans: Busket of egg topography .
24. হিমসিঁড়ির বেসিনের মতো অংশে
সৃষ্ট হ্রদকে কী বলে ?
Ans: প্যাটার্নওস্টার হ্রদ ।
25. কোন দেশকে বলা হয় ‘ the land of fjords ?
Ans: নরওয়েকে ।
26. বহিঃবিধৌত সমভূমি হিমবাহ দ্বারা
বিচ্ছিন্ন হলে তাকে কী বলে ?
Ans: ভ্যালি ট্রেন ।
27. মহাদেশীয় হিমবাহ সম্পর্কে সঠিক
নয় যে তথ্যটি ?
Ans:- সুমেরু অঞ্চলে বিচ্ছিন্নভাবে
সুমেরু থাকে
28. মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত
পর্বতশৃঙ্গকে বলে ?
Ans:- নুনাটাকস
29. রসে মতানে সৃষ্টি হয় ?
Ans:- হিমবাহের ক্ষয়ের ফলে।
30. রসে মতানের প্রতিবাত ঢাল কেমন
হয় ?
Ans:- মসৃণ
31. রসে মতানের মসৃণ দিকটিকে বলে ?
Ans:- স্টস
32. ল্যামবার্ট হিমবাহটি কোন্
মহাদেশে অবস্থিত?
Ans:- আন্টার্কটিকা
33. শীতকালে হিমরেখার উচ্চতা ?
Ans:- কমে যায়
34. সাক বা করিকে নরওয়েতে কী বলে?
Ans:- বন বা বটন
35. সদ্যপতিত হালকা পেঁজা তুলাের
মতাে আলগা তুষারকে বলে ?
Ans:- নেভে
36. সমুদ্র উপকূল সংলগ্ন আংশিক
জলপূর্ণ গিরিখাতকে বলা হয় ?
Ans:- ফিয়র্ড
37. সমুদ্র উপকূলে নিমজ্জিত হিমবাহ
উপত্যকাকে বলে ?
Ans:- ফিয়র্ড
38. সমুদ্রে ভাসমান বিশালাকৃতি
হিমবাহকে বলা হয়?
Ans:- হিমশৈল ।
39. হিমালয়ের রূপকুণ্ড একটি ?
Ans:- হিমদ্রোণী
40. হিমদ্ৰোণীতে সৃষ্ট হ্রদ কী নামে
পরিচিত?
Ans : করি হ্রদ বা টার্ন
41. হিমবাহ অধ্যুষিত অঞ্চলে
বরফমুক্ত পর্বতশিখর কি নামে পরিচিত ?
Ans:- নুনাটাকস
42. হিমবাহ উপত্যকার আকৃতি ইংরেজি
অক্ষর ?
Ans:- U
43. হিমবাহ ও জলধারার মিলিত কাজের
ফলে গঠিত হয় ?
Ans:- কেম
44. হিমবাহ ও জলধারার মিলিত কার্যের
ফলে যে সমভূমির সৃষ্টি হয়, তা হল ?
Ans:- বহিঃবিধৌত সমভূমি
45. হিমবাহ থেকে নিঃসৃত জলস্রোতের
মাধ্যমে হিমবাহ উপত্যকায় যে পলি সঞ্চিত হয় তাকে বলে ?
Ans:- গ্রাবরেখা
46. হিমবাহ দ্বারা পর্বতের পাদদেশে
সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ হল ?
Ans:- গ্রাবরেখা
47. হিমবাহ বাহিত টিলা সঞ্চয়ের ফলে
উলটানাে নৌকা বা চামচের মতাে সৃষ্ট ভূমিরূপকে বলে ?
Ans:- ড্রামলিন
48. হিমবাহ সঞ্চিত পদার্থ কী নামে
পরিচিত?
Ans:- গ্রাবরেখা
49. হিমবাহ সঞ্জিত কেটলগুলির মাঝের
উঁচু স্থানগুলিকে বলা হয় ?
Ans:- নব
50. হিমবাহ সৃষ্ট মৃত্তিকা কী নামে
পরিচিত ?
Ans:- হিমকর্দম
51. হিমবাহ সৃষ্ট হ্রদকে কী বলে?
Ans:- করি হ্রদ বা টার্ন
52. হিমবাহের কিছু অংশ সমুদ্রে
ভাসতে দেখা যায়, এদের বলে ?
Ans:- হিমশৈল
53. হিমবাহের ক্ষয়কাজের ফলে গঠিত
হয় ?
Ans:- রসে মতানে
54. হিমবাহের ক্ষয়ের ফলে যে
ভূমিরূপের প্রতিবাত ঢাল মসৃণ এবং অনুবাত ঢাল অমসৃণ, অসমতল এবং ফাটলযুক্ত হয় সেই ভূমিরূপকে বলে?
Ans:- রসে মতানে
55. হিমবাহের সঞ্চয়কার্যের ফলে
প্রান্ত গ্রাবরেখায় সৃষ্ট ত্রিকোণাকার ভূমিকে বলে ?
Ans:- কেম
56. হিমবাহের সঞ্চয়কার্যের ফলে
সৃষ্ট ত্রিকোণাকার ভূমিরূপকে কী বলে?
Ans:- কেম
57. হিমবাহের সঞ্চয়ের ফলে পার্বত্য
উপত্যকায় সৃষ্টি হয় ?
Ans:- গ্রাবরেখা
58. হিমরেখা উঁচু স্থানে অবস্থান
করে ?
Ans:- নিরক্ষীয় অঞ্চলে।
59. হিমরেখার উচ্চতা
ক্রান্তীয়মণ্ডলে কত ?
Ans:- 4600 মি.
60. হিমরেখার উচ্চতা সবথেকে কম হয় ?
Ans:- মেরু অঞ্চলে।
61. পৃথিবীর বৃহত্তম ফিয়র্ডের নাম
কী ?
Ans: স্কোরবি সাউন্ড ফিয়র্ড ।
62. কেটল হ্রদের তলদেশে স্তরে স্তরে
সঞ্চিত পলিকে কী বলে ?
Ans: ভার্ব ।
63. উচ্চ অক্ষাংশের উপকূলে উচ্চ
অক্ষাংশের উপকূলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হওয়া আংশিক জলমগ্ন উপত্যকাকে
কী বলে ?
Ans: ফিয়র্ড ।
64. উচ্চ অক্ষয়াংশের উপকূল
হিমবাহের সঙ্গে প্রবাহিত পাথরখণ্ড ও বালিসহ মিশ্র উপাদানকে একসঙ্গে কী বলে ?
Ans: বোল্ডার ক্লে বা টিল ।
65. হিমবাহ যেখানে এসে শেষ হয়
অর্থাৎ গলে যায় , সেই অংশের গ্রাবরেখাকে কী বলে ?
Ans: প্রান্ত গ্রাবরেখা ।
66. করি ভূমিরূপকে ফ্রান্সে কী বলে ?
Ans: সার্ক ।
67. হিমবাহের সঞ্চয়কার্যের ফলে
পর্বতের পাদদেশে বড়ো বড়ো প্রস্তরখণ্ড সঞ্চিত হয়ে যে ভূমিরূপ গঠিত হয় , তাকে কী বলে ?
Ans: আগামুক ।
68. উচ্চ অক্ষাংশে অবস্থিত বরফমুক্ত
পর্বতের শিখরদেশগুলিকে কী বলে ?
Ans: নুনাটক্স ।
69. ‘ভিস হর্ন পিরামিড চূড়া কোথায় অবস্থিত?
Ans:- সুইটজারল্যান্ডে
70. 'Basket of Egg Topography' কাকে বলে?
Ans:- ড্রামলিন
71. 'U' আকৃতির উপত্যকা গঠিত হয়
হিমবাহের Ans:- অবঘর্ষ প্রক্রিয়ায়
অনেকগুলি
ড্রামলিন একসঙ্গে থাকলে ভুমিরূপ দেখতে কেমন হয় ?
72. Ans:- ডিম ভর্তি ঝুড়ির ন্যায়
অবস্থান
অনুযায়ী হিমবাহের শ্রেণিবিভাগ করেছেন ?
73. Ans:- আলমান
কেটল হ্রদ
কোথায় গড়ে ওঠে?
74. Ans:- বহিঃবিধৌত সমভূমিতে
কেটল হ্রদ
গড়ে ওঠে?
75. Ans:- বহিঃবিধৌত সমভূমিতে
কেটল হ্রদের
তলদেশে সঞ্জিত পলিকে কী বলে?
76. Ans:- ভার্ব
কেটল হ্রদের
তলদেশে স্তরে স্তরে সঞ্চিত পলিকে বলে
77. Ans:- ভার্ব
কেটল হ্রদের
নীচে স্তরে স্তরে সঞ্চিত পলিরাশি কী নামে পরিচিত?
78. Ans:- ভার্ব,
কোন্
অক্ষাংশীয় অঞ্চলে হিমরেখা অধিক উচ্চতায় অবস্থান করে ?
79. Ans:- নিরক্ষীয় অঞ্চলে
কোন্ প্রকার
হিমবাহ থেকে হিমশৈলের উৎপত্তি ঘটে ?
80. Ans: -মহাদেশীয় হিমবাহ
কোন
ভূমিরূপটি ‘ডিমভরতি ঝুড়ির ন্যায় দেখতে
হয়?
81. Ans:- ড্রামলিন
করি
উপত্যকায় সৃষ্ট হ্রদকে বলে ?
82. Ans:- টার্ন।
করি নামক
ভূমিরূপকে ফরাসি ভাষায় বলে
83. Ans:- সার্ক
গ্রিনল্যান্ড
ও নিউজিল্যান্ডের সমুদ্র উপকূলে আংশিক ডুবে থাকা উপত্যকা যে প্রাকৃতিক শক্তির
ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয় তা হল –Ans:- হিমবাহ
84. গ্রিনল্যান্ডে বরফমুক্ত
পর্বতচূড়াকে বলে ?
Ans:- নুনাটাকস
85. ঝুলন্ত উপত্যকায় গড়ে ওঠে ?
Ans:- জলপ্রপাত
86. ঝুলন্ত উপত্যকায় নদী প্রবাহিত
হলে সৃষ্টি হয়-জলপ্রপাত ড্রামলিনের অপর নাম কী ?
Ans:- 'Basket of Egg Topography'
87. দুটি কেটলের মধ্যবর্তী উঁচু অংশ
হল
Ans:- নব
88. পৃথিবীর গভীরতম সার্কের নাম কী?
Ans:- আন্টার্কটিকার ওয়ালকট সার্ক।
89. পৃথিবীর দীর্ঘতম উপত্যকা
হিমবাহের নাম কী
Ans:- আলাস্কার হুবার্ড
90. পৃথিবীর দ্রুততম হিমবাহ ?
Ans:- জ্যাকোবসাভোঁ
91. পৃথিবীর বৃহত্তম উপত্যকা
হিমবাহের নাম কী?
Ans:- আলাস্কার হুবার্ড
92. পৃথিবীর বৃহত্তম পাদদেশীয়
হিমবাহটি কোন্ পর্বতের পাদদেশে দেখা যায় ?
Ans:- আলাস্কা পর্বত
93. পৃথিবীর বৃহত্তম সার্ক কোনটি?
Ans:- আন্টার্কটিকার ওয়ালকট সার্ক
94. পৃথিবীর সবচেয়ে ধীর গতিসম্পন্ন
হিমবাহ হল ?
Ans:- আন্টার্কটিকার মেসার্ভ
95. প্রান্ত গ্রাবরেখা কী?
Ans:- হিমবাহের সামনে বা শেষপ্রান্তে
সঞ্চিত গ্রাবরেখা
96. পর্বতারােহণে সমস্যার সৃষ্টি
হয় ?
Ans:- ক্রেভাসের উপস্থিতিতে
97. পর্বতের গায়ে যে রেখার নীচে
বরফ গলে তা হল ?
Ans:- হিমরেখা
98. পর্বতের গায়ে যে সীমারেখার ওপর
সারা বছর বরফ জমে থাকে তাকে বলে ?
Ans:- হিমরেখা
99. পর্বতের যে সীমারেখার উপরে
সারাবছর বরফ জমে থাকে তাকে বলে ?
Ans:- হিমরেখা
100. ফিয়র্ড উপকূল গড়ে ওঠে
হিমবাহের ?
Ans:- ক্ষয়কার্য
101. ফিয়র্ড উপকূল হিমবাহের কোন্
কার্যের ফলে সৃষ্টি হয়?
Ans:- ক্ষয়কার্য
102. ফিয়র্ড দেখা যায় এমন একটি
উপকূলে হল?
Ans:- নরওয়ে
103. ফিয়র্ড’ ভূমিরূপটি লক্ষ করা
যায় ?
Ans:- উচ্চ অক্ষাংশের উপকূল অঞ্চলে
104. ফিয়র্ডের দেশ’ বলা হয় ?
Ans:- নরওয়ে
105. বিক্ষিপ্ত অবস্থায় তৈরি
গ্রাবরেখা হল ?
Ans:- অবিন্যস্ত গ্রাবরেখা
106. বহিঃবিধৌত সমভূমিকে আইসল্যান্ডে
কী বলে?
Ans:- স্যান্ডার
107. বহিঃবিধৌত সমভূমিতে বরফের চাই
গলে গিয়ে যে গহ্বর সৃষ্টি হয় তা হল ?
Ans:- কেটল।
108. বহিঃবিধৌত সমভূমির মাঝে মাঝে
সৃষ্ট গর্তকে বলে ?
Ans:- কেটল
109. ভারতে ঝুলন্ত উপত্যকায় সৃষ্ট
একটি জলপ্রপাত-এর নাম লেখাে।?
Ans:- বদ্রীনাথের কাছে বসুধারা
জলপ্রপাত
110. ভারতের বৃহত্তম বা দীর্ঘতম
হিমবাহ কোনটি?
Ans:- সিয়াচেন
111. ভারতের হিমালয় পর্বতের একটি
পার্বত্য হিমবাহ হল ?
Ans:- জেমু।
112. ভার্ব ভূমিরূপটি লক্ষ করা যায় ?
Ans:- হিমবাহ অধ্যুষিত অঞ্চলে
113. ভিস হর্ন বা ম্যাটারহর্ন
পিরামিড চুড়া অবস্থিত ?
Ans:- সুইটজারল্যান্ডে
114. ভূপৃষ্ঠে যে উচ্চতার সীমারেখার
উপর হিমবাহ অবস্থান করে তাকে বলা হয়?
Ans:- হিমরেখা
115. মরেখার প্রান্তে সৃষ্ট সমভূমিকে
বলে ?
Ans:- বহিঃবিধৌত সমভূমি
116. হিমবাহ উৎপত্তির পূর্বে শব্দটি
পেঁজা তুলোর মতন বরফের স্তূপকে _______ বলে।
উত্তর :
নেভে
117. হিমাবাহের চাপের পর্বতগাত্রে
ফাটল বরাবর প্রস্তরখন্ড বিচ্ছিন্ন হলে, তাকে ________ ক্ষয় বলে।
উত্তর :
উৎপাটন
118. পড়া পার্বত্য হিমবাহ ক্ষয়
অ্যাম্ফিথিয়েটারের মতো ভূমিরূপকে _______ বলে।
উত্তর :
সার্ক
119. সিয়াচেন হিমবাহটি কোন পর্বতে
অবস্থিত?
উত্তর-
সিয়াচেন হিমবাহটি কারাকোরাম পর্বতে অবস্থিত।
120. পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম
কি?
উত্তর-
পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম অ্যান্টার্কটিকার ল্যাম্বার্ট।
121. এরিটি কোন প্রক্রিয়া দ্বারা
গঠিত হয়?
উত্তর-
এরিটি অবঘর্ষ প্রক্রিয়া দ্বারা গঠিত হয়।
122. হিম উপত্যকা দেখে ইংরেজি _____ অক্ষরের মতো।
উত্তর : 'U'
123. হিমবাহের প্রান্তভাগে ক্ষয়জাত
পদার্থ সঞ্চিত হলে _________ গ্রাবরেখা সৃষ্টি হয়।
উত্তর :
প্রান্ত
124. পাদদেশীয় হিমবাহের অগ্রভাগকে
কী বলে ?
Ans: লোব ।
125. যে কাল্পনিক সীমারেখার ওপর
সারাবছর বরফ জমে থাকে , তাকে কী বলে ?
Ans: হিমরেখা ।
126. পৃথিবীর দীর্ঘতম উপত্যকা
হিমবাহের নাম কি?
উত্তর-
পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম হুবার্ড।
127. হিমবাহের উপরিস্তরে অসংখ্য
আড়াআড়ি ও সমান্তরাল ফাটল একসঙ্গে থাকলে তাকে কি বলে?
উত্তর-
হিমবাহের উপরিস্তরে অসংখ্য আড়াআড়ি ও সমান্তরাল ফাটল একসঙ্গে থাকলে তাকে ক্রেভার্স
বলে।
128. হিমশৈলের কত পরিমাণ অংশ জলের
ওপর ভেসে থাকে?
উত্তর-
হিমশৈলের $latex\frac{1}{9}$ পরিমাণ অংশ জলের ওপর ভেসে থাকে।
129. হিমসিঁড়ির বেসিনের মত অংশে
সৃষ্ট হ্রদকে কি বলে?
উত্তর-
হিমসিঁড়ির বেসিনের মত অংশে সৃষ্ট হ্রদকে প্যাটার্নওস্টার বলে।
130. রসে মতানে হিমবাহের কোন অংশ
মসৃণ হয়?
উত্তর- রসে
মতানে হিমবাহের প্রবাহের দিক অবঘর্ষ প্রক্রিয়ার দ্বারা মসৃণ হয়।
131. ভারতের কোথায় ‘ রসে মতানে ’ ভূমিরূপ দেখা যায় ?
Ans: কাশ্মীরের লিডার হিমবাহর
উপত্যকায় ।
132. জমাটবদ্ধ তুষার কণাকে কী বলে ?
Ans: ফার্ন ।
133. হিমবাহ জিবের মতো এগিয়ে গেলে
তাকে কী বলে ?
Ans: ব্লো আউট ।
134. দুটি হিমযুগের মধ্যবর্তী
সময়কালকে কী বলে ?
Ans: অন্তর্বর্তী হিমযুগ ।
135. হিমবাহ কি ?
উত্তরঃ
হিমবাহ হল এক ধরনের বরফের নদী । ধীর গতি সম্পন্ন বহমান পুরু বরফের স্তুরকে হিমবাহ
বলে ।
136. পৃথীবির দীর্ঘতম মহাদেশীয়
হিমবাহ কোনটি ?
উত্তরঃ
ল্যাম্বার্ট পৃথীবির দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ ।
137. হিমশৈল কি ?
উত্তরঃ
মহাদেশীয় হিমবাহগুলি ভেঙে যখন বড়ো বড়ো স্তুপের আকারে সমুদ্রে ভাসতে থাকে তখন
ভাসমান বরফ খন্ডকে হিমশৈল বলে ।
138. পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ
কোনটি ?
উত্তরঃ
আলাস্কার হাবার্ড ।
139. ভারতের দীর্ঘতম উপত্যকা হিমবাহ
কোনটি ?
উত্তরঃ
কারাকোরাম পর্বতের সিয়াচেন হিমবাহ ।
140. পৃথিবীর বৃহত্তম পাদদেশীয়
হিমবাহ কোনটি ?
উত্তরঃ
আলাস্কার ময়লাসপিনা ।
141. ক্রেভাস কাকে বলে ?
উত্তরঃ
ভূপৃষ্ঠের ঢাল হটাৎ বেড়ে গেলে হিমবাহের নীচের নমনীয় অংশের
টানে ওপরের ভঙ্গুর অংশে যে বড়ো বড়ো ফাটল সৃষ্টি হয় তাকে ক্রেভাস বলে ।
142. বার্গস্রন্ড কাকে বলে ?
উত্তরঃ
উপত্যকার মধ্য দিয়ে হিমবাহ নামার সময় পর্বতের খাড়া দেয়ালে আঠার মতো আটকে যাওয়া বরফ
ও হিমবাহের মধ্যে অনেক গভীর পর্যন্ত যে ফাঁক সৃষ্টি হয় তাকে বার্গশ্রুন্ড বলে ।
143. স্নো লাইন কি ?
উত্তরঃ
পর্বতের উঁচু অংশে বা মেরু অঞ্চলে যে সীমারেখার ওপর সারাবছর তুষার জমে থাকে, কখনও গেলে না কিংবা যে রেখার
নীচে বরফ গলে জলে পরিণত হয় তাকে স্নো লাইন বলে ।
144. টার্ন কি ?
উত্তরঃ সার্কের মধ্যে হিমবাহের গলা জলে সৃষ্ট হ্রদকে করি হ্রদ বা
টার্ন বলে ।
145. U --আকৃতিবিশিষ্ট উপত্যকায় পরিণত হওয়াকে কি বলে ?
উত্তরঃ
হিমদ্রোনি বলে ।
146. টেল কোথায় দেখা যায় ?
উত্তরঃ
স্কটল্যান্ড ।
147. হিমবাহ কাকে বলে?
উত্তর উঁচু
পার্বত্য অঞ্চলে বা মেরু অঞ্চলে ধীরগতি সম্পন্ন চলমান বিশাল, দীর্ঘস্থায়ী তুষার বা বরফের স্তুপ কে হিমবাহ বলে। বিজ্ঞানী ফ্লিন্ট এর
মতে - হিমবাহ হল এক বিশাল আকৃতির বরফের স্তূপ, যা তুষার জমাট বেঁধে তৈরি হয়ে বিস্তীর্ন অঞ্চল ব্যাপী
অবস্থান করছে এবং চলন্ত অবস্থায় রয়েছে বা কোনো এক সময় চলন্ত অবস্থায় ছিল।
148. মহাদেশীয় হিমবাহ কাকে বলে?
উত্তর -
মহাদেশের বিস্তৃর্ন অঞ্চল জুড়ে বিস্তৃত থাকা হিমবাহ গুলিকে মহাদেশীয় হিমবাহ বলে।
যেমন আণ্টার্কটিকা মহাদেশীয় হিমবাহ, যার বিস্তৃতি প্রায় ১৩০ লক্ষ বর্গকিমি। গ্রিনল্যান্ড
মহাদেশীয় হিমবাহ যা প্রায় ১৮ লক্ষ বর্গকিমি এলাকায় ছড়িয়ে আছে।
149. পার্বত্য হিমবাহ বলতে কী বোঝ?
উত্তর -
পার্বত্য অঞ্চলের উঁচু অংশে মাধ্যাকর্ষন শক্তির প্রভাবে যে ধীর চলমান হিমবাহ দেখা
যায়, তাকে পার্বত্য বা উপত্যকা
হিমবাহ বলে।
150. এগুলি কয়েক কিমি থেকে ২০০০ কিমি
পর্যন্ত বিস্তৃত হতে পারে। যেমন ভারতের সিয়াচেন হিমবাহ।
পার্বত্য বা উপত্যকা হিমবাহের
আরেক নাম কী?
151. উত্তর - আল্পীয় হিমবাহ।
নিরক্ষরেখার নিকট অবস্থিত হওয়া
সত্ত্বেও কোন পর্বতের চূড়ায় বরফের উপস্থিতি দেখা যায়?
152. উত্তর - আফ্রকার মাউন্ট কেনিয়া
পর্বত এবং দক্ষিন আমেরিকার মাউন্ট কায়াম্বি পর্বতে।
বরফ চাদর (ice sheet) কাকে বলে ?
153. উত্তর - যে সব মহাদেশীয় হিমবাহ
৫০,০০০ বর্গকিমি বা তারও বেশি এলাকা জুড়ে বিস্তৃত থাকে, তাকে বরফ চাদর বলে।
ice cap কাকে বলে?
154. উত্তর - যে সব মহাদেশীয় হিমবাহ
৫০,০০০ বর্গকিমির কম এলাকা জুড়ে বিস্তৃত থাকে, তাকে বরফ ক্যাপ বলে।
পিডমন্ড
হিমবাহ কাকে বলে?
155. উত্তর - পর্বতের পাদদেশীয়
অঞ্চলে অনেক গুলি উপত্যকা হিমবাহের মিলনের ফলে যে হিমবাহ তৈরি হয়, তাকে পিডমন্ড হিমবাহ বলে।
উদা আমেরিকা
যুক্ত রাষ্ট্রের আলাস্কার মেলাস্পিনা হিমবাহ ।
156. বরফ রেখা বা হিমরেখা কাকে বলে ?
উত্তর -
পার্বত্য অঞ্চলে যে উচ্চতার ওপরে সারা বছর বরফ জমে থাকে এবং যে উচ্চতার নিচে ঋতুর
157. পরিবর্তনে বরফ গলে যায়, সেই উচ্চতাকে বরফ সীমানা বলা হয়।
হিমবাহ কোন
প্রক্রিয়ার দ্বারা ক্ষয় কাজ করে?
158. উত্তর - হিমবাহ দুটি প্রক্রিয়ার
ক্ষয় কার্য সম্পন্ন করে Ans:- অবঘর্ষ ও উৎপাটন
অবঘর্ষ
প্রক্রিয়া বলতে কি বোঝ?
159. উত্তর - যে প্রক্রিয়ায় হিমবাহ
বাহিত নুড়ি,পাথর প্রভৃতি চল্মান হিমবাহের তলদেশ ও পাশ্বদেশে প্রবন চাপ
জনিত ঘর্ষনের দ্বারা ক্ষয় প্রাপ্ত হয়, তাকে অবঘর্ষ প্রক্রিয়া বলে।
উৎপাটন
প্রক্রিয়াবলতে কি বোঝ?
160. উত্তর - যে প্রক্রিয়ায় হিমবাহ
অধ্যুসিত অঞ্চলে আবহবিকারের ফলে সৃষ্ট চূর্ন বির্চুন পদার্থ গুলি
হিমবাহের
দ্বারা পরিবাহিত হয়, তাকে উৎপাটন প্রক্রিয়া বলে।
161. হিমবাহ প্রবাহের ফলে সৃষ্ট
উপত্যকার আকৃতি কীরুপ হয়?
উত্তর - U আকৃতির
162. পার্বত্য হিমবাহের ফলে কোন কোন
সৃষ্ট ভূমিরূপের সৃষ্টি হয়?
উত্তর -
সার্ক, এরিটি, হর্ন, কল, গ্রাবরেখা, টার্ন হ্রদ, রসে-মোতানে, ঝুলন্ত উপত্যকা প্রভৃতি ভূমিরুপের সৃষ্টি হয়।
163. সার্ক কী?
উত্তর -
পার্বত্য অঞ্চলে হিমবাহের প্রবাহের ফলে যে আরাম কেদারার মতো অবনমিত ভূমিরূপ সৃষ্টি
হয়, তাকে সার্ক বলে।
164. এরিটি কী?
উত্তর -
দুটি সার্কের মধ্যবর্তী যে দীর্ঘ ও সংকীর্ন ভূমিরূপ গড়ে ওঠে তাকে এরিটি বলে।
165. টার্ন হ্রদ কীভাবে গঠিত হয়?
উত্তর -
হিমবাহ দ্বারা সার্কের নিম্ন দেশে যে ক্ষুদ্র অবনমিত স্থান সৃষ্টি হয়, সেখনে হিমবাহ গলিত জল জমা হয়ে
ক্ষুদ্র টার্ন হ্রদ গঠিত হয়।
166. কল কীভাবে গঠিত হয়?
উত্তর -
দুটি বিপরীত মুখী সার্ক যে জায়গায় এসে পরস্পর মিলিত হয়, তাকে কল বলে।
167. ফিঙ্গার লেক কোথায় রয়েছে?
উত্তর -
আমারিকা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত, এটি একটি হিমবাহ সৃষ্ট লেক। একে ভূ-মধ্যস্থ ফিয়র্ড বলা হয়।
168. সার্ক বা করি উৎপত্তি সম্পর্কীত
বিভিন্ন তত্ত্ব গুলি কি কি?
উত্তর - [A] Glacial Protection Theory by Garwood
[B] Bergschrund Navition theory by Johnson
[C] Cyclic theory or glacial erosion theory by Hobbs
169. কেটল কে ঘিরে থাকা অসংখ্য স্তুপ
গুলি কে কী বলে?
উত্তর -
হামকস
170. নুনাটাক কী?
উত্তর -
পর্বতের উঁচু বরফাবৃত অংশ কে নুনাটাক বলে।
171. প্যাটার্নোস্টার লেক কোথায় দেখা
যায়?
উত্তর -
হিমসিঁড়ির মধ্যভাগের খাঁজের অবতল অংশে জল জমে, প্যাটার্নোস্টার লেক গঠিত হয়।
172. হিমবাহ উপত্যকার নিম্ন সমতল
অংশে যে ঢিপির মতো ভূমিরূপ গঠিত হয়, তাকে কী বলে?
উত্তর - কেম
173. হিমবাহের প্রত্যক্ষ সঞ্চয়
কার্যের ফলে কোন কোন ভূমিরূপ সৃষ্টি হয়?
উত্তর -
গ্রাবরেখা, ড্রামলিন
174. হিমবাহ-নদী সৃষ্ট সঞ্চয়জাত
ভূমিরূপ কোন গুলো ?
উত্তর -
বহিঃধৌত সমভূমি, এস্কার, কেম, কেটল প্রভৃতি।
175. বহিঃধৌত সমভূমি অঞ্চলে সৃষ্ট
ছোটো গর্ত গুলিকে কি বলে?
উত্তর -
কেটল
” হিমবাহ (বহির্জাত প্রক্রিয়া – প্রথম অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক দশম শ্রেণীর পরীক্ষা (West
Bengal Class MADHYAMIK MADHYAMIK/ WB Class 10 / WBBSE / Class 10 Exam / West
Bengal Board of Secondary Education – WB Class 10 Exam / Class 10th / WB Class
10 / Class 10 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে দশম শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( দশম শ্রেণীর ভূগোল সাজেশন / দশম শ্রেণীর ভূগোল প্রশ্ও উত্তর । Class
10 Geography Suggestion / Class 10 Geography Question and Answer /
Class 10 Geography Suggestion / Class 10 Pariksha Geography Suggestion /
Geography Class 10 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and
Answer / Class 10 Geography Suggestion FREE PDF Download)
হিমবাহ (বহির্জাত
প্রক্রিয়া – প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর
(Class
10 Geography Suggestion / West Bengal MADHYAMIK MADHYAMIKQuestion and Answer,
Suggestion / WBBSE Class 10th Geography Suggestion / Class 10
Geography Question and Answer / Class 10
Geography Suggestion / Class 10 Pariksha Suggestion / Class 10
Geography Exam Guide / Class 10 Geography Suggestion
2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028,
2030 / Class 10 Geography Suggestion MCQ , Short , Descriptive Type
Question and Answer. / Class 10 Geography Suggestion FREE PDF
Download) সফল হবে।
হিমবাহ (বহির্জাত
প্রক্রিয়া – প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর
হিমবাহ (বহির্জাত
প্রক্রিয়া – প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | হিমবাহ (বহির্জাত প্রক্রিয়া – প্রথম অধ্যায়) Class 10 Geography Question and Answer
Suggestion দশম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – হিমবাহ (বহির্জাত প্রক্রিয়া – প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর। হিমবাহ (বহির্জাত প্রক্রিয়া – প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | দশম শ্রেণীর ভূগোল ] হিমবাহ (বহির্জাত প্রক্রিয়া – প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | হিমবাহ (বহির্জাত প্রক্রিয়া – প্রথম অধ্যায়) Class 10 Geography Question and Answer
Suggestion দশম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – হিমবাহ (বহির্জাত প্রক্রিয়া – প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।
দশম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – হিমবাহ (বহির্জাত প্রক্রিয়া – প্রথম অধ্যায়)
হিমবাহ (বহির্জাত
প্রক্রিয়া – প্রথম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির ভূগোল হিমবাহ (বহির্জাত প্রক্রিয়া – প্রথম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | হিমবাহ (বহির্জাত প্রক্রিয়া – প্রথম অধ্যায়) Class 10 Geography Question and Answer
Suggestion দশম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – হিমবাহ (বহির্জাত প্রক্রিয়া – প্রথম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। হিমবাহ (বহির্জাত প্রক্রিয়া – প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর – অষ্টম শ্রেণি ভূগোল |
Class 10 Geography
অষ্টম শ্রেণি ভূগোল (Class
10 Geography ) – হিমবাহ (বহির্জাত প্রক্রিয়া – প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | হিমবাহ (বহির্জাত প্রক্রিয়া – প্রথম অধ্যায়) |
Class 10 Geography Suggestion অষ্টম শ্রেণি ভূগোল – হিমবাহ (বহির্জাত প্রক্রিয়া – প্রথম অধ্যায়) প্রশ্ন উত্তর।
দশম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির ভূগোল প্রশ্ন ও উত্তর – হিমবাহ (বহির্জাত প্রক্রিয়া – প্রথম অধ্যায়) প্রশ্ন উত্তর | Class 10 Geography Question and
Answer, Suggestion দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – হিমবাহ (বহির্জাত প্রক্রিয়া – প্রথম অধ্যায়) | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – হিমবাহ (বহির্জাত প্রক্রিয়া – প্রথম অধ্যায়) | হিমবাহ (বহির্জাত প্রক্রিয়া – প্রথম অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – হিমবাহ (বহির্জাত প্রক্রিয়া – প্রথম অধ্যায়) | দশম শ্রেণীর ভূগোল সহায়ক – হিমবাহ (বহির্জাত প্রক্রিয়া – প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর । Class 10 Geography Question and
Answer, Suggestion | Class 10 Geography Question and Answer
Suggestion | Class 10 Geography Question and Answer Notes | West
Bengal Class 10th Geography Question and Answer Suggestion.
WBBSE Class 10th Geography Suggestion | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – হিমবাহ (বহির্জাত প্রক্রিয়া – প্রথম অধ্যায়)
দশম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – হিমবাহ (বহির্জাত প্রক্রিয়া – প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর |
WBBSE Class 10 Geography Question and Answer, Suggestion দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – হিমবাহ (বহির্জাত প্রক্রিয়া – প্রথম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | হিমবাহ (বহির্জাত প্রক্রিয়া – প্রথম অধ্যায়) । Class 10 Geography Question and
Answer Suggestion.
WBBSE
Class 10 Geography Suggestion দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – হিমবাহ (বহির্জাত প্রক্রিয়া – প্রথম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । হিমবাহ (বহির্জাত প্রক্রিয়া – প্রথম অধ্যায়) | Class 10
Geography Suggestion দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – হিমবাহ (বহির্জাত প্রক্রিয়া – প্রথম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।
WB Class 10 Geography Suggestion | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – হিমবাহ (বহির্জাত প্রক্রিয়া – প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর
Class
10 Geography Question and Answer Suggestions | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – হিমবাহ (বহির্জাত প্রক্রিয়া – প্রথম অধ্যায়) | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর Class
10 Geography Question and Answer দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – হিমবাহ (বহির্জাত প্রক্রিয়া – প্রথম অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর Class
10 Geography Question and Answer দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – হিমবাহ (বহির্জাত প্রক্রিয়া – প্রথম অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।
WB Class 10 Geography Suggestion | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – হিমবাহ (বহির্জাত প্রক্রিয়া – প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর
Class
10 Geography Question and Answer Suggestion দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – হিমবাহ (বহির্জাত প্রক্রিয়া – প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর । Class
10 Geography Question and Answer Suggestion দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর। West
Bengal Class 10 Geography Suggestion Download WBBSE Class 10th Geography short
question suggestion . Class 10 Geography Suggestion download Class
10th Question Paper Geography. WB Class 10 Geography suggestion and important
question and answer. Class 10 Suggestion pdf.
হিমবাহ (বহির্জাত
প্রক্রিয়া – প্রথম অধ্যায়) দশম
শ্রেণীর ভূগোল পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। দশম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।
Class
10 Geography Question and Answer Question and Answer prepared by
expert subject teachers. WB Class 10 Geography Suggestion with 100% Common in
the Examination .Class MADHYAMIK MADHYAMIK Geography Suggestion |
West Bengal Board of Secondary Education (WBBSE) Class 10 Exam Class 10
Geography Question and Answer, Suggestion Download PDF: West Bengal
Board of Secondary Education (WBBSE) Class 10 MADHYAMIK MADHYAMIK Geography
Suggestion is provided here. Class 10 Geography Question and Answer
Suggestion Questions Answers PDF Download Link in Free here.
হিমবাহ (বহির্জাত
প্রক্রিয়া – প্রথম অধ্যায়) দশম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর |
Class 10 Geography Question and Answer with FREE PDF Download Link
হিমবাহ (বহির্জাত
প্রক্রিয়া – প্রথম অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর |
Class 10 Geography Question and Answer হিমবাহ (বহির্জাত প্রক্রিয়া – প্রথম অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর |
Class 10 Geography Question and Answer ”