সপ্তম শ্রেণীর বিজ্ঞান : পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | WBBSE Class 7th Science Question and Answer

সপ্তম শ্রেণীর বিজ্ঞান : পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তর | WBBSE Class 7th Science Question and Answer

পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তর | Class 7 Science Question and Answer : পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তর | Class 7 Science Question and Answer নিচে দেওয়া হলো এই West Bengal WBBSE Class 7th Science Question and Answer, Suggestion, Notes | সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তরপরিবেশ গঠনে পদার্থের ভূমিকা থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 7th Seventh VII Science Examination – পশ্চিমবঙ্গ সপ্তম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট সপ্তম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তর | Class 7 Science Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি

পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা সপ্তম শ্রেণীর বিজ্ঞান সাজেশন প্রশ্ন উত্তর Class 7 Science Suggestion | West Bengal WBBSE Class Seventh VII (Class 7th) Science Question and Answer Suggestion

 

1. মানবদেহে কার্বনের শতকরা ওজনানুপাতিক উপস্থিতি কত?

উত্তর: - মানবদেহে কার্বনের শতকরা উপস্থিতি 18.5 শতাংশ।

2. মানবদেহে নাইট্রোজেনের শতকরা উপস্থিতি কত?

উত্তর: - মানবদেহে নাইট্রোজেন শতকরা 3.3 শতাংশ উপস্থিত রয়েছে।

3.  মানুষের দেহে শতকরা কত ভাগ জল রয়েছে?

উত্তর: - মানুষের দেহের শতকরা প্রায় 60% জল রয়েছে।

4. ভূপৃষ্ঠ শতকরা কত শতাংশ অক্সিজেন দ্বারা গঠিত?

উত্তর: - ভূপৃষ্ঠ শতকরা 46.6 শতাংশ অক্সিজেন দ্বারা গঠিত।

5.  মানুষের দেহের মোট জলের কত শতাংশ রক্তের মধ্যে থাকে?

উত্তর: - মানুষের দেহের মোট জলের শতকরা 25 শতাংশ প্রায় রক্তের মধ্যে থাকে।

6.  একজন পূর্ণবয়স্ক স্ত্রীলোকের দেহে শতকরা কত শতাংশ জল?

উত্তর: - একজন পূর্ণবয়স্ক স্ত্রীলোকের দেহের শতকরা 50 শতাংশ জল।

7.  সাইলেন্ট স্প্রিং বইটি কার লেখা?

উত্তর: - রাচেল কারসন এর লেখা।

8.  দুটি কীটনাশকের নাম লেখ।

উত্তর: - মিথাইল প্যারাথিয়ন, অলড্রিন ইত্যাদি।

9.  প্রশমন বিক্রিয়া কাকে বলে?

উত্তর: - অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়া যখন অ্যাসিড ও ক্ষার উভয়ের ধর্ম লোপ পাই , সাধারণভাবে তাকে প্রশমন বিক্রিয়া বলা হয়।

10.  অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়া কি উৎপন্ন হয়?

উত্তর: - অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন হয়।

11. উৎস অনুযায়ী অ্যাসিড কয় প্রকার ও কি কি?

উত্তর: - উৎস অনুযায়ী অ্যাসিড দুই প্রকার। যথা: জৈব অ্যাসিড ও অজৈব অ্যাসিড।

12.  জীব দেহ বা জৈব উৎস থেকে পাওয়া যায় এরকম তিনটি অ্যাসিডের নাম লেখ।

উত্তর: - ফরমিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড ও ল্যাকটিক অ্যাসিড।

13. তিনটি অজৈব অ্যাসিডের নাম লেখ।

উত্তর: -  হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড ও সালফিউরিক অ্যাসিড।

14. হাইড্রক্সোনিয়াম আয়ন কাকে বলে?

অথবা, হাইড্রোনিয়াম আয়ন কাকে বলে?

উত্তর: - অ্যাসিডের অনু ভেঙ্গে তৈরি হওয়া হাইড্রোজেন আয়ন জলের অনুর সঙ্গে জুড়ে গিয়ে জলীয় দ্রবণে H3O+ রূপে থাকে তাকে হাইড্রক্সোনিয়াম বা হাইড্রোনিয়াম আয়ন বলে।

15.  সামুদ্রিক লবণ এর মধ্যে কত রকমের যৌগ থাকে?

উত্তর: - সামুদ্রিক লবণ এর মধ্যে 47 ধরনের যৌগ থাকে।

16.  দৈনন্দিন জীবনে যে খাবার নুন আমরা ব্যবহার করি তার উৎস কি?

উত্তর: - দৈনন্দিন জীবনে যে খাবার হন আমরা ব্যবহার করি তার উৎস সমুদ্রের লোনা জল।

17.  বর্ষাকালে খাবার লবণ খোলা রাখলে তা ভিজে যায় কেন?

উত্তর: - নুন এর মধ্যে থাকা তিনটি উপাদান হলো - সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড ও ক্যালসিয়াম ক্লোরাইড। বর্ষাকালে ম্যাগনেসিয়াম ক্লোরাইড ও ক্যালসিয়াম ক্লোরাইড বাতাস থেকে জলীয়বাষ্প শোষণ করে। তাই লবণ ভিজে যায়।

18.  মানুষের দেহের রক্তে লবণের পরিমাণ কত?

উত্তর: - মানুষের দেহের 100 মিলিলিটার রক্তে সোডিয়াম ক্লোরাইড এর পরিমাণ 0.9 গ্রাম।

19.  আলুর চিপস বানানোর সময় পাতলা করে আলু কেটে তাকে নুন মাখিয়ে রাখা হয় কেন?

উত্তর: - নুন মাখিয়ে রাখলেও আলু থেকে খুব সহজেই জল অভিস্রবণ প্রক্রিয়ায় বাইরে বেরিয়ে আসে।

20.  সদ্য কাটা মাছ মাংসের টুকরো নুন মাখিয়ে রাখলে কি হবে?

উত্তর: - নুন জলে রাখলে মাছ ও মাংসের টুকরোগুলো থেকে জল বেরিয়ে যেতে থাকে। তাই শুটকি মাছ তৈরীর সময় নুন মাখিয়ে রোদে শুকোতে দেওয়া হয়।

21.  উচ্চ রক্তচাপ থাকলে ডাক্তারবাবু কি পরামর্শ দেন?

উত্তর: - উচ্চ রক্তচাপ থাকলে ডাক্তারবাবু নুন কম খেতে পরামর্শ দেন।

22.  মস্তিষ্ক বা সুষুম্না কান্ডের সংবেদন আদান-প্রদান এর কাজে প্রধান সহায়ক কি?

উত্তর: - খাবার নুনে থাকা সোডিয়াম আয়ন। তবে পটাশিয়াম আয়ন ও ক্যালসিয়াম আয়রনও এইকাজে গুরুত্বপূর্ণ।

23. মানুষের শরীরে ক্যালসিয়ামের কাজ কি?

উত্তর: - মূলত দুটো কাজে ক্যালসিয়াম সাহায্য করে - [i] হাড় ও দাঁতের গঠনে সাহায্য করে  [ii] হৃদপেশীর কাজ নিয়ন্ত্রণ করে।

24. মানব শরীরের কোন অঙ্গে সবচেয়ে বেশি পরিমাণ ক্যালসিয়াম থাকে?

উত্তর: - মানব শরীরের শতকরা 99 ভাগ ক্যালসিয়াম হাড়ের মধ্যে থাকে।

25. কোন ভিটামিন হাড়ে ক্যালসিয়াম জমা করে?

উত্তর: - ভিটামিন D হাড়ে ক্যালসিয়াম জমা করে।

26.  আমাদের শরীরে আয়োডিন যুক্ত নুন প্রয়োজন কেন?

উত্তর: - আয়োডিনের অভাবে মস্তিষ্কের বিকাশ সঠিকভাবে হয় না।তাছাড়া আরও টিমের অভাবে গলগন্ড রোগ হয়। তাই আমাদের শরীরে আয়োডিন যুক্ত নুন প্রয়োজন।

27. আয়োডিনের অভাবে কোন রোগ হয়?

উত্তর: - আয়োডিনের অভাবে গয়টার বা গলগন্ড রোগ হয়।

28.  অম্বল অ্যাসিডিটি হলে ডাক্তার কোন ওষুধ খেতে বলে? কেন?

উত্তর: -  অ্যান্টাসিড।

কারণ, অ্যান্টাসিড পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড কে প্রশমিত করে।

29. সিমেন্টে কোন কোন ধাতব উপাদান থাকে?

উত্তর: - সিমেন্টে ক্যালসিয়াম ,অ্যালুমিনিয়াম, আয়রন অক্সাইড ও সিলিকেট জাতীয় যৌগ মেশানো থাকে।

30. সিমেন্টের ঢালাই এর পরদিন থেকেই তার গায়ে জল দেওয়া হয় কেন?

উত্তর: - জলের সংস্পর্শে সিমেন্ট এর মধ্যে থাকা ক্যালসিয়াম অক্সাইড, হাইড্রোক্সাইড এ পরিণত হয় এবং বিভিন্ন সিলিকেট যৌগের সঙ্গে জল যুক্ত হয়। এইসব রাসায়নিক বিক্রিয়া গুলোতে তাপ উৎপন্ন হয় বলে সিমেন্ট ফেটে যায়। তাই ঢালাই এর পরদিন থেকেই তার গায়ে জল দেওয়া হয়।

31.  হলুদ কাছে কোন যৌগ মেশানো থাকে?

উত্তর: - হলুদ কাঁচে আয়রন অক্সাইড মেশানো থাকে।

32.  নীল কাছে কোন যৌগ মেশানো থাকে?

উত্তর: - নীল কাঁচে কোবাল্ট অক্সাইড মেশানো থাকে।

33. সবুজ কাছে কোন অক্সাইড মেশানো থাকে।

উত্তর: - ক্রোমিয়াম অক্সাইড।

34.  মানবদেহের প্রধান রেচন অঙ্গ কোনটি?

উত্তর: - বৃক্ক  বা কিডনি।

35.  Salary শব্দটি কোথা থেকে এসেছে?

উত্তর: -  Salary শব্দটা এসেছে Salt থেকে।

36.  একটি সংশ্লেষিত পদার্থের নাম ও ব্যবহার লেখ।

উত্তর: - একটি সংশ্লেষিত পদার্থ হল প্লাস্টিক। প্লাস্টিক দিয়ে চেয়ার টেবিল ইত্যাদি তৈরি হয়।

37.  সঠিক উত্তরটি নির্বাচন করো: ওজনের শতাংশের বিচারে সবচেয়ে বেশি পরিমাণ জল থাকে - পুরুষদের দেহে / স্ত্রীলোকেদের / শিশুদের দেহে।

উত্তর: - শিশুদের দেহে

38.  জীবদেহে জলের ভূমিকা লেখ।

উত্তর: - প্রাণ রক্ষা করার জন্য অক্সিজেনের পরই গুরুত্বপূর্ণ হলো জল। জলে নানা ধরনের জৈব ও অজৈব পদার্থ দ্রবীভূত হয়, অর্থাৎ জল একটা ভালো দ্রাবক। কার্বোহাইড্রেট, প্রোটিন ও লিপিড হজম হওয়ার পর তাদের সারাংশ তরলের মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে। আবার দেহে উৎপন্ন দূষিত পদার্থ জলে দ্রবীভূত অবস্থাতেই দেহ থেকে বেরিয়ে যায়। এছাড়াও দেহের নানান রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে।দ্রাবক ধর্ম ছাড়াও আরো কয়েকটি ধর্ম পৃথিবীতে প্রান সৃষ্টির ও প্রাণ ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধর্মগুলোর মধ্যে জলে কার্বন-ডাই-অক্সাইড ও অক্সিজেনের দ্রবীভূত হওয়া এবং জলের মধ্য দিয়ে সূর্যের আলো প্রবেশ করতে পারা উল্লেখযোগ্য।

39.  শুন্যস্থান পূরণ করো:  জল একটি ___ দ্রাবক ।

উত্তর: - পোলার।

40.  শামুক ও ঝিনুকের দেহের শক্ত খোলস কি দিয়ে তৈরি?

উত্তর: - শামুক ও ঝিনুকের দেহের শক্ত খোলস ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি।

41.  জলজ উদ্ভিদ ও প্রাণীর কোন অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকে?

উত্তর: - জলের মধ্যে ভুলে যাওয়া অক্সিজেন ব্যবহার করে জলজ উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকে।

42. ছোট মাছ খাওয়া ভালো কেন?

উত্তর: - ছোট মাছে ক্যালসিয়াম থাকে যা হাড় ও দাঁতকে শক্ত করতে সাহায্য করে।

43.  মেটে খেলে শরীর কোন উপাদান পাই?

অথবা মেটে তে কোন উপাদান থাকে যা আমাদের শরীরের জন্য উপকারী?

উত্তর: - আয়রন।

44.  মানবদেহের জন্য প্রয়োজনীয় ধাতব উপাদান গুলি লেখ।

উত্তর: - মানবদেহের জন্য প্রয়োজনীয় ধাতব উপাদান গুলি হল সোডিয়াম পটাশিয়াম ক্যালশিয়াম আয়রন কপার জিংক ম্যাঙ্গানিজ , কোবাল্ট ও ম্যাগনেসিয়াম।

45.  মানবদেহের জন্য অতি প্রয়োজনীয় ধাতু 4 টির নাম লেখ।

উত্তর: - মানবদেহের অতি প্রয়োজনীয় ধাতু চারটি হলো সোডিয়াম, পটাশিয়া্‌ ক্যালসিয়াম ও আয়রন।

46.  ক্যালসিয়াম ট্যাবলেটে কি থাকে?

উত্তর: - ক্যালসিয়াম ট্যাবলেট থাকে ক্যালসিয়াম কার্বনেট আর কিছু জৈব যৌগ।

47.  জীব দেহে আয়রনের গুরুত্ব লেখ।

উত্তর: - মানুষ সহ বিভিন্ন প্রাণীর রক্ত তৈরি করতে আয়রন খুব প্রয়োজন। রক্তের লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন আয়রন ছাড়া গঠিত হতে পারে না।

48.  হাড়ের প্রধান উপাদান কি?

উত্তর: - হাড়ের প্রধান উপাদান হলো ক্যালসিয়ামের ফসফেট যৌগ।

49.  শরীরে ঠিক মাত্রায় সোডিয়াম ও পটাশিয়াম আয়ন না থাকলে কি হবে?

উত্তর: - শরীরে ঠিক মাত্রায় সোডিয়াম ও পটাশিয়াম আয়ন না থাকলে স্নায়ুবিক অনুভূতি গ্রহণ , হাঁটাচলা ইত্যাদিতে সমস্যা হবে।

50. জীবদেহে উপস্থিত চারটি জৈব যৌগের নাম লেখ।

উত্তর: - জীবদেহে উপস্থিত চারটি জৈব যৌগ হলো- কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড ও নিউক্লিক অ্যাসিড।

51.  জ্বালানি খাদ্য কাকে বলে?

অথবা, শর্করাকে জালানো খাদ্য বলা হয় কেন?

উত্তর: - বীজ থেকে চারা বেরোনোর জন্য প্রয়োজনীয় শক্তি আসে শর্করা থেকে। তাছাড়া ফ্যাটের তাপনমূল্য বেশি হলেও পরিমাণে শর্করা জাতীয় খাবার বেশি গ্রহণ করা হয়। তাই শর্করাকে জ্বালানি খাদ্য বলা হয়।

52.  মেরু অঞ্চলের প্রাণীদের চামড়ার নিচে লিপিডের স্তর থাকে কেন?

উত্তর: - মেরু অঞ্চলের প্রাণী দের চামড়ার নিচে লিপিডের স্তর থাকলে শীতের হাত থেকে রক্ষা পাওয়া যায়। এই লিপিডের স্তর তাপের কুপরিবাহী। তাই সিল, তিমি, সিন্ধুঘোটক, মেরু ভাল্লুক ও পেঙ্গুইনের চামড়ার নিচে পুরু লিপিডের স্তর তাদের মেরু অঞ্চলের প্রবল ঠান্ডা থেকে বাঁচায়।

53. পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে?

উত্তর: - ফরমিক অ্যাসিড।

54. অ্যাসিড কাকে বলে?

উত্তর: - যে রাসায়নিক পদার্থ নীল লিটমাস কাগজ কে লাল করে দেয় এবং জলে দ্রবীভূত অবস্থায় হাইড্রোজেন [H+] আয়ন দেয় তাকে অ্যাসিড বলে। যেমন সালফিউরিক অ্যাসিড।

55.  ক্ষারক কাকে বলে?

উত্তর: - যে রাসায়নিক পদার্থের জলীয় দ্রবণ লাল লিটমাসকে নীল করে দেয় এবং জলে দ্রবীভূত অবস্থায় হাইড্রোক্সিল [OH-] আয়ন দেই তাকে ক্ষার বলে।

56.  ক্ষার কাকে বলে?

উত্তর: - যেসব ঘার জলে দ্রবীভূত হয় তাকে কার বলে। যেমন - কস্টিক সোডা।

57.  মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড খাবার হজম করতে সাহায্য করে?

উত্তর: - মানুষের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে।

58.  অম্লনাশক কি?

উত্তর: - অ্যাসিডিটি বা গ্যাস অম্বল হলে আমরা যে ওষুধ খায় তা আসলে হল এক ধরনের ক্ষারক। জাসিদিঃ সাথে বিক্রিয়া করে অ্যাসিড কে প্রশমিত করে। একেই অ্যান্টাসিড বা অম্লনাশক বলে।

59.  এমন তিনটি অধাতব মৌলের নাম লেখ যাদের পরিমাণ পৃথিবীপৃষ্ঠের চেয়ে মানবদেহে বেশি?

উত্তর: - অক্সিজেন, কার্বন ও নাইট্রোজেন এর পরিমাণ পৃথিবীপৃষ্ঠের চেয়ে মানবদেহে বেশি।

60. ওজনানুপাতিক দিক দিয়ে কোন চারটি মৌলের মিলিত ভর মানবদেহের ওজনের প্রায় সমান?

উত্তর: - কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন।

61.  পৃথিবীপৃষ্ঠে অ্যালুমিনিয়ামের শতকরা ওজন আনুপাতিক পরিমাণ কত?

উত্তর: - পৃথিবীপৃষ্ঠে অ্যালুমিনিয়ামের শতকরা ওজন আনুপাতিক পরিমাণ হল 8.1 শতাংশ।

62.  জীব দেহ গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ যৌগ কোনটি?

উত্তর: - জীব দেহ গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ যৌগ হলো জল।

63.  একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে জলের পরিমাণ কত শতাংশ?

উত্তর: - একজন পূর্ণবয়স্ক মানুষের দেহের শতকরা প্রায় 60 ভাগ জল।

64. সাইট্রিক অ্যাসিড কোন্ কোন্ ফল থেকে পাওয়া যায়? [এক কথায় উত্তর দাও]

উত্তর: - পাতিলেবু, কাগজিলেবু, টম্যাটো, আনারস ইত্যাদি ফল থেকে সাইট্রিক অ্যাসিড পাওয়া যায়।

65. তোমায় পিঁপড়ে কামড়ালে বা সুড়সুড়ি দিলে সেই অনুভূতি তৎক্ষণাৎ স্নায়ুর মধ্যে দিয়ে_________পৌঁছে যায়। [শূন্যস্থান পূরন করো]

উত্তর: - সুষুম্নাকাণ্ডে

66. 25° সেলসিয়াস উষ্ণতায় প্রশম দ্রবণের [জলের] pH_________ [শূন্যস্থান পূরন করো]

উত্তর: - 7

67. মানবদেহের ওজনের প্রায় _________শতাংশ হল অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন এবং হাইড্রোজেনের মিলিত ভর। [শূন্যস্থান পূরন করো]

উত্তর: - 97

68. ক্ষারকের জলীয় দ্রবণ ফেনলপথ্যালিনের বর্ণ নীল করে। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর: - মিথ্যা

69. তেঁতুলে কী অ্যাসিড থাকে? [এক কথায় উত্তর দাও]

উত্তর: - তেঁতুলে টারটারিক অ্যাসিড থাকে।

70. ম্যানগ্রোভ অরণ্যে জন্মানো উদ্ভিদের একটি বিশেষ বৈশিষ্ট্য লেখো। [এক কথায় উত্তর দাও]

উত্তর: - ম্যানগ্রোভ অরণ্যে জন্মানো উদ্ভিদের [উদাহরণ—সুন্দরী ও গরান] একটি বিশেষ বৈশিষ্ট্য হল শ্বাসমূলের উপস্থিতি।

71. দেহে উৎপন্ন দূষিত পদার্থ জলের মাধ্যমেই দেহ থেকে বেরিয়ে যায়, এক্ষেত্রে জল_________ – এর ভূমিকা পালন করে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর: - বাহক

72. প্রায় _________ টি মৌল দিয়ে পৃথিবীর বেশির জিনিস তৈরি হয়েছে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর: - 92

73. মানবদেহে পটাশিয়ামের ওজনানুপাতিক শতাংশ কত? [এক কথায় উত্তর দাও]

উত্তর: - মানবদেহে পটাশিয়ামের ওজনানুপাতিক শতাংশ 0.14

74. রোগা এবং মোটা ব্যক্তিদের মধ্যে কাদের দেহে জলের পরিমাণ বেশি? [এক কথায় উত্তর দাও]

উত্তর: - রোগা ব্যক্তিদের দেহে জলের পরিমাণ বেশি। কারণ তাদের দেহে ফ্যাটের পরিমাণ কম থাকে।

75. তোমায় পিঁপড়ে কামড়ালে বা সুড়সুড়ি দিলে সেই অনুভূতি তৎক্ষণাৎ স্নায়ুর মধ্যে দিয়ে_________পৌঁছে যায়। [শূন্যস্থান পূরন করো]

উত্তর: - সুষুম্নাকাণ্ডে

76. আমাদের শরীরের মধ্যে যতটা ক্যালশিয়াম আছে তার শতকরা 99 ভাগই থাকে _________মধ্যে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর: - হাড়ের

77. পৃথিবীপৃষ্ঠে অ্যালুমিনিয়ামের ওজনানুপাতিক শতাংশ_________। [শূন্যস্থান পূরন করো]

উত্তর: - 8.1

78. সমুদ্র লবণে প্রায় 47 রকমের লবণের সন্ধান পাওয়া গেছে। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর: - সত্য

79. অ্যাসিড কথাটি এসেছে ল্যাটিন শব্দ _________ থেকে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর: - অ্যাসিডাস

80. রক্তের স্বাদ কেমন? [এক কথায় উত্তর দাও]

উত্তর: - রক্তের স্বাদ লবণাক্ত।

81. দই-এ কী অ্যাসিড থাকে? [এক কথায় উত্তর দাও]

উত্তর: - দই-এ ল্যাকটিক অ্যাসিড থাকে।

82. মাত্র 26 টি মৌল নানা যৌগের আকারে জীবদেহে থাকে। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর: - মিথ্যা

83. ম্যালিক অ্যাসিড পাওয়া যায় এমন কয়েকটি ফলের নাম লেখো। [এক কথায় উত্তর দাও]

উত্তর: - ম্যালিক অ্যাসিড পাওয়া যায় এমন কয়েকটি ফল হল কাঁচা আপেল, চেরি, টম্যাটো, আঙুর ইত্যাদি।

84. সবুজ পাতাযুক্ত গাছ কোন্ কোন্ অজৈব যৌগের সাহায্যে গ্লুকোজ তৈরি করে? [এক কথায় উত্তর দাও]

উত্তর: - সবুজ পাতাযুক্ত গাছ কার্বন ডাইঅক্সাইড ও জলের সাহায্যে গ্লুকোজ তৈরি করে।

85. ক্ষারকের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন হয়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর: - সত্য

86. মানুষের দেহে জলের পরিমাণ প্রায় 95 শতাংশ। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর: - মিথ্যা

87. ধানের বীজ থেকে চারা বেরোনোর জন্য প্রয়োজনীয় শক্তি আসে _________ থেকে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর: - শর্করা

88. প্রাণরক্ষা করার জন্য অক্সিজেনের পরই গুরুত্বপূর্ণ হল _________। [শূন্যস্থান পূরন করো]

উত্তর: - জল

89. কস্টিক সোডার সংকেত _________। [শূন্যস্থান পূরন করো]

উত্তর: - NaOH

90. দুটি অজৈব অ্যাসিড বা খনিজ অ্যাসিডের নাম ও সংকেত লেখো। [এক কথায় উত্তর দাও]

উত্তর: - দুটি অজৈব অ্যাসিড বা খনিজ অ্যাসিড হল—[i] নাইট্রিক অ্যাসিড [HNO3], [ii] সালফিউরিক অ্যাসিড [H2SO4]

91. শরীরে ঠিক ঠিক মাত্রায় _________ আর _________ আয়ন না থাকলে অণুভূতি বা স্নায়ুস্পন্দন সুযুগ্নকাণ্ডে পৌঁছাতে পারে না। [শূন্যস্থান পূরন করো]

উত্তর: - Na+, K+

92. আমরা যে চিউইং গাম খাই এবং আঠাজাতীয় যে সমস্ত জিনিস ব্যবহার করি সেগুলি বিভিন্ন রকম _________ দিয়ে তৈরি। [শূন্যস্থান পূরন করো]

উত্তর: - পলিমার

93. মাটির অম্লত্ব কমানোর জন্য মাটিতে চুন মেশানো হয়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর: - সত্য

94.  পলিমার কাকে বলে?

উত্তর: - অনেক ছোট ছোট যৌন জুড়ে তৈরি হয় যে বৃহৎ শৃংখল জৈব অণু তাকেই পলিমার বলে। যেমন পলিথিন।

95.  পলিথিনের মনোমার এর নাম কি?

উত্তর: - পলিথিনের মনোমার এর নাম ইথিলিন।

96.  পলিমার শব্দটি কোথা থেকে উৎপন্ন হয়েছে?

উত্তর: - পলিমার শব্দটির উৎপত্তি দুটি গ্রিক শব্দ পলি ও মেরোস থেকে উৎপন্ন হয়েছে।

97. পলি কথার অর্থ কি?

উত্তর: - পলি কথার অর্থ হল বহু।

98.  দুটি প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও।

মাংসপেশি, লিগামেন্ট ইত্যাদি।

99.  সাবান কাকে বলে?

উত্তর: - সাবান হলো কিছু জৈব অ্যাসিডের সোডিয়াম পটাশিয়াম যৌগ যা তৈরি হয় চর্বি বা উদ্ভিজ্জ তেল এর সঙ্গে কস্টিক ক্ষারের বিক্রিয়ায়।

100. ডিটারজেন্ট কাকে বলে?

উত্তর: - পেট্রোলিয়াম বা অন্য উৎসবে প্রাপ্ত হাইড্রোকার্বন জাতীয় যৌগের সঙ্গে ঘন সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন অ্যাসিডের জলে দ্রাব্য যৌগ হল ডিটারজেন্ট।

101.  দুটি কৃত্রিম পলিমারের উদাহরণ দাও।

উত্তর: - পলিথিন, পিভিসি ইত্যাদি।

102.  পিভিসি এর একটি কাজ লেখ।

উত্তর: - পিভিসি তড়িতের অন্তরক হিসাবে ব্যবহার করা হয়।

103.  প্লাস্টিক কয় প্রকার ও কি কি?

উত্তর: - প্লাস্টিক দুই প্রকার যথাঃ - থার্মোপ্লাস্টিক ও থার্মোসেটিং প্লাস্টিক।

104.  থার্মোপ্লাস্টিক কাকে বলে?

উত্তর: - এক ধরনের প্লাস্টিক নরম হয় তাদের আকৃতি তাপ দিয়ে পাল্টানো , গলানো বা বাঁকানো যায় । তাই এই ধরনের প্লাস্টিক কে থার্মোপ্লাস্টিক বলা হয়।

105.  থার্মোসেটিং প্লাস্টিক কাকে বলে?

উত্তর: -  যে প্লাস্টিক একবার শক্ত হয়ে গেলে তাপ দিয়ে ও তাদের আকৃতি আর পাল্টানো যায় না, সেই প্লাস্টিক কে থার্মোসেটিং প্লাস্টিক বলে।

106.  পৃথিবীতে প্রাকৃতিক মৌলের সংখ্যা কতগুলি?

উত্তর: - পৃথিবীতে প্রাকৃতিক মৌলের সংখ্যা 94 টি।

107.  জীবদেহে কতগুলি প্রাকৃতিক মৌল থাকে?

উত্তর: - জীবদেহে মাত্র 22 টি মৌল উপস্থিত।

108.  মানবদেহে সর্বাধিক উপস্থিত মৌল কোনটি?

উত্তর: - মানবদেহের সর্বাধিক উপস্থিত মৌল হল অক্সিজেন।

পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তরএকটি অতি গুরুত্বপূর্ণ টপিক সপ্তম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Seventh VII / WB Class 7 / WBBSE / Class 7 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 7 Exam / Class 7th / WB Class 7 / Class 7 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী সে কথা মাথায় রেখে সপ্তম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন উত্তর ( সপ্তম শ্রেণীর বিজ্ঞান সাজেশন / সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ও উত্তর Class 7 Science Suggestion / Class 7 Science  Question and Answer / Class 7 Science Suggestion / Class 7 Pariksha Science Suggestion / Science Class 7 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 7 Science Suggestion FREE PDF Download)

 

পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা প্রশ্ন উত্তর

(Class 7 Science Suggestion / West Bengal Seventh VII Question and Answer, Suggestion / WBBSE Class 7th Science Suggestion / Class 7 Science  Question and Answer / Class 7 Science  Suggestion / Class 7 Pariksha Suggestion / Class 7 Science  Exam Guide / Class 7 Science  Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 7 Science  Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 7 Science  Suggestion FREE PDF Download) সফল হবে

 

পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা প্রশ্ন উত্তর

পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা প্রশ্ন উত্তর | পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা Class 7 Science  Question and Answer Suggestion সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তরপরিবেশ গঠনে পদার্থের ভূমিকা প্রশ্ন উত্তর পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা MCQ প্রশ্ন উত্তর | সপ্তম শ্রেণীর বিজ্ঞান ] পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা MCQ প্রশ্ন উত্তর | পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা Class 7 Science  Question and Answer Suggestion সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তরপরিবেশ গঠনে পদার্থের ভূমিকা MCQ প্রশ্ন উত্তর

 

সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তরপরিবেশ গঠনে পদার্থের ভূমিকা

পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর | অষ্টম শ্রেণির বিজ্ঞান পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর | পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা Class 7 Science  Question and Answer Suggestion সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তরপরিবেশ গঠনে পদার্থের ভূমিকা SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা MCQ প্রশ্ন উত্তরঅষ্টম শ্রেণি বিজ্ঞান | Class 7 Science 

 

অষ্টম শ্রেণি বিজ্ঞান (Class 7 Science ) – পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা প্রশ্ন উত্তর | পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা | Class 7 Science  Suggestion অষ্টম শ্রেণি বিজ্ঞানপরিবেশ গঠনে পদার্থের ভূমিকা প্রশ্ন উত্তর

সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তর | অষ্টম শ্রেণির বিজ্ঞান প্রশ্ন উত্তরপরিবেশ গঠনে পদার্থের ভূমিকা প্রশ্ন উত্তর | Class 7 Science  Question and Answer, Suggestion সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তরপরিবেশ গঠনে পদার্থের ভূমিকা | সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তরপরিবেশ গঠনে পদার্থের ভূমিকা | পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তরপরিবেশ গঠনে পদার্থের ভূমিকা | সপ্তম শ্রেণীর বিজ্ঞান সহায়কপরিবেশ গঠনে পদার্থের ভূমিকা প্রশ্ন উত্তর Class 7 Science  Question and Answer, Suggestion | Class 7 Science  Question and Answer Suggestion | Class 7 Science  Question and Answer Notes | West Bengal Class 7th Science Question and Answer Suggestion.

 

WBBSE Class 7th Science  Suggestion | সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তরপরিবেশ গঠনে পদার্থের ভূমিকা

সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তরপরিবেশ গঠনে পদার্থের ভূমিকা MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 7 Science Question and Answer, Suggestion সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তরপরিবেশ গঠনে পদার্থের ভূমিকা প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর | পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা Class 7 Science  Question and Answer Suggestion.

WBBSE Class 7 Science  Suggestion সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তরপরিবেশ গঠনে পদার্থের ভূমিকা প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা | Class 7 Science  Suggestion সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তরপরিবেশ গঠনে পদার্থের ভূমিকা প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর

 

WB Class 7 Science  Suggestion | সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তরপরিবেশ গঠনে পদার্থের ভূমিকা MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর

Class 7 Science  Question and Answer Suggestions | সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তরপরিবেশ গঠনে পদার্থের ভূমিকা | সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তর Class 7 Science  Question and Answer সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তরপরিবেশ গঠনে পদার্থের ভূমিকা সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তর Class 7 Science  Question and Answer সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তরপরিবেশ গঠনে পদার্থের ভূমিকা MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন উত্তর

 

WB Class 7 Science  Suggestion | সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তরপরিবেশ গঠনে পদার্থের ভূমিকা MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর

Class 7 Science  Question and Answer Suggestion সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তরপরিবেশ গঠনে পদার্থের ভূমিকা MCQ প্রশ্ন উত্তর Class 7 Science  Question and Answer Suggestion সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তর West Bengal Class 7 Science Suggestion Download WBBSE Class 7th Science short question suggestion . Class 7 Science  Suggestion download Class 7th Question Paper Science. WB Class 7 Science suggestion and important question and answer. Class 7 Suggestion pdf.

 

পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা সপ্তম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষার সম্ভাব্য সাজেশন শেষ মুহূর্তের প্রশ্ন উত্তর ডাউনলোড সপ্তম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Class 7 Science  Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 7 Science Suggestion with 100% Common in the Examination .Class Seventh VII Science  Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 7 Exam Class 7 Science  Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 7 Seventh VII Science Suggestion is provided here. Class 7 Science  Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.

 

পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তর | Class 7 Science  Question and Answer with FREE PDF Download Link

পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তর | Class 7 Science  Question and Answer পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তর | Class 7 Science  Question and Answer ”

Post a Comment

Previous Post Next Post