অষ্টম শ্রেণীর ইতিহাস : ভারতের
জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন [সপ্তম অধ্যায়] অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর
| WBBSE Class 8th History Question and Answer
ভারতের জাতীয় আন্দোলনের
আদর্শ ও বিবর্তন [সপ্তম অধ্যায়] অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | Class 8 History
Question and Answer : ভারতের
জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন [সপ্তম অধ্যায়] অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | Class 8 History
Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class
8th History Question and Answer, Suggestion, Notes | অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন [সপ্তম অধ্যায়] থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short,
Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 8th
Eight VIII History Examination – পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর ইতিহাস পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। অষ্টম শ্রেণীর ইতিহাস পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন [সপ্তম অধ্যায়] অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | Class 8 History
Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।
1. কোন আন্দোলনের ফলে
মন্টেগু-চেমসফোর্ড শাসন সংস্কার আইন পাস করা হয়?
[A] আইন অমান্য আন্দোলন
[B] রাওলাট সত্যাগ্রহ
[C] ভারত ছাড়ো আন্দোলন
[D] ভারতে স্বশাসনের আন্দোলন
উত্তর:- [D] ভারতে স্বশাসনের আন্দোলন
2. কোন আন্দোলনে নীলচাষিরা যুক্ত ছিল?
[A] খেদা
[B] আমেদাবাদ
[C] লাহোর
[D] চম্পারন
উত্তর:- [D] চম্পারন
3. দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের
বিপর্যয়ের ফলে ১৯৪৫ সালে সুভাষচন্দ্র বসু কোন দেশের থেকে সাহায্যের আশা করেছিলেন?
[A] সোভিয়েত রাশিয়া
[B] চিন
[C] মালয়েশিয়া
[D] জার্মানি
উত্তর:- [A] সোভিয়েত রাশিয়া
4. সাহায্যের জন্য সুভাষচন্দ্র বসু
সর্বপ্রথম কোন দেশের উদ্দেশে যাত্রা করেন?
[A] চিন
[B] জার্মানি
[C] মালয়েশিয়া
[D] সোভিয়েত রাশিয়া
উত্তর:- [B] জার্মানি
5. রাসবিহারী বসু সিঙ্গাপুরে আজাদ
হিন্দ ফৌজ তৈরি করেন –
[A] ১৯৪০ খ্রিস্টাব্দে
[B] ১৯৪১ খ্রিস্টাব্দে
[C] ১৯৪২ খ্রিস্টাব্দে
[D] ১৯৪৪ খ্রিস্টাব্দে
উত্তর:- [C] ১৯৪২ খ্রিস্টাব্দে
6. ১৯২৪ খ্রিস্টাব্দে কলকাতা
কর্পোরেশনের মেয়র হন –
[A] সুভাষচন্দ্র বসু
[B] আবুল কালাম আজাদ
[C] চিত্তরঞ্জন দাশ
[D] রাসবিহারী বসু
উত্তর:- [C] চিত্তরঞ্জন দাশ
7. তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয় –
[A] বিপুল সামন্তের নেতৃত্বে
[B] সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে
[C] দীনবন্ধু মিত্রের নেতৃত্বে
[D] হরিচরণ দাসের নেতৃত্বে
উত্তর:- [B] সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে
8. মোহনদাস করমচাঁদ গান্ধি ভারতীয়
জাতীয় রাজনীতিতে নেতৃত্ব দেওয়া শুরু করেন –
[A] ১৯১৭ খ্রিস্টাব্দ থেকে
[B] ১৯১৫ খ্রিস্টাব্দ থেকে
[C] ১৯১৯ খ্রিস্টাব্দ থেকে
[D] ১৯২১ খ্রিস্টাব্দ থেকে
উত্তর:- [C] ১৯১৯ খ্রিস্টাব্দ থেকে
9. কে তাঁর রাজনৈতিক জীবনের শুরু থেকেই
পূর্ণ স্বরাজের পক্ষে ছিলেন?
[A] গান্ধিজি
[B] সুভাষচন্দ্র বসু
[C] সূর্য সেন
[D] গোপালকৃষ্ণ গোখলে
উত্তর:- [B] সুভাষচন্দ্র বসু
10. ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহে
শামিল হয়ে নাগা অঞ্চলের যে তরুণী বিদ্রোহী বিখ্যাত হয়েছেন তিনি হলেন –
[A] অ্যানি বেসান্ত
[B] সরোজিনী নাইডু
[C] সরলা দেবী
[D] রানি গিদালো
উত্তর:- [D] রানি গিদালো
11. মোহনদাস করমচাঁদ গান্ধি ভারতীয়
জাতীয় রাজনীতিতে নেতৃত্ব দেওয়া শুরু করেন –
[A] ১৯১৭ খ্রিস্টাব্দ থেকে
[B] ১৯১৫ খ্রিস্টাব্দ থেকে
[C] ১৯১৯ খ্রিস্টাব্দ থেকে
[D] ১৯২১ খ্রিস্টাব্দ থেকে
উত্তর:- [C] ১৯১৯ খ্রিস্টাব্দ থেকে
12. কাকোরি ষড়যন্ত্র মামলার সঙ্গে
যুক্ত ছিলেন-
[A] বাদল গুপ্ত
[B] গণেশ ঘোষ
[C] ভগৎ সিং
[D] সূর্য সেন
উত্তর:- [C] ভগৎ সিং
13. গান্ধিজি লবণ আইন ভঙ্গ করেন –
[A] ১৯১৯ খ্রি.
[B] ১৯৩০ খ্রি.
[C] ১৯৪২ খ্রি.
[D] ১৯৫০ খ্রি.
উত্তর:- [B] ১৯৩০ খ্রি.
14. কার নেতৃত্বে ১৯৩০-এর দশকে সিলেট ও
ময়মনসিংহ অঞ্চলে কৃষক আন্দোলন সংগঠিত হয়?
[A] বাঘাযতীনের
[B] মোতিলাল নেহরুর
[C] মৌলানা আবদুল হামিদ খান ভাসানির
[D] মৌলানা আবুল কালাম আজাদের
উত্তর:- [C] মৌলানা আবদুল হামিদ খান ভাসানির
15. ১৯২৪ খ্রিস্টাব্দে কলকাতা
কর্পোরেশনের মেয়র হন-
[A] সুভাষচন্দ্র বসু
[B] আবুল কালাম আজাদ
[C] চিত্তরঞ্জন দাশ
[D] রাসবিহারী বসু
উত্তর:- [C] চিত্তরঞ্জন দাশ
ভারতের জাতীয় আন্দোলনের
আদর্শ ও বিবর্তন [সপ্তম অধ্যায়] অষ্টম শ্রেণীর ইতিহাস সাজেশন প্রশ্ন ও উত্তর Class 8 History Suggestion | West Bengal WBBSE Class Eight
VIII (Class 8th) History Question and Answer Suggestion
1. তাম্রলিপ্ত জাতীয়
সরকার কার নেতৃত্বে গঠিত হয়?
উত্তর:- মেদিনীপুরের তমলুক মহাকুমার সতীশ চন্দ্র সামন্তের নেতৃত্বে তাম্রলিপ্ত জাতীয়
সরকার গঠিত হয়।
2. গান্ধীজীর পুরো নাম
কী?
উত্তর:- গান্ধীজীর পুরো নাম মোহন দাস করমচাঁদ গান্ধি।
3. প্রথম বিশ্বযুদ্ধ
কত খ্রিষ্টাব্দে শুরু হয়েছিল?
উত্তর:- প্রথম বিশ্বযুদ্ধ ১৯১৪ খ্রিঃ [শেষ হয় ১৯১৯খ্রিঃ] শুরু হয়েছিল।
4. খিলাফৎ আন্দোলন
কমিটি কত খ্রিষ্টাব্দে গড়ে উঠেছিল?
উত্তর:- ১৯১৯খ্রিস্টাব্দে খিলাফৎ আন্দোলন কমিটি গড়ে উঠেছিল।
5. রাওলাট সত্যাগ্রহের
পরে কোন তিনটি প্রধান জাতীয় আন্দোলন করেছিলেন মহাত্মা গান্ধি?
উত্তর:- অহিংস অসহযোগ আন্দোলন, আইন অমান্য
আন্দোলন এবং ভারত ছাড়ো আন্দোলন।
6. কত খ্রিষ্টাব্দে
অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়?
উত্তর:- ১৯২১ খৃষ্টাব্দে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়।
7. গান্ধিজির পুরো নাম
কী ?
উত্তর:- গান্ধিজির পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধি ।
8. জালিয়ানওয়ালাবাগ
হত্যাকাণ্ডটি কত খ্রিস্টাব্দে ঘটেছিল ?
উত্তর:- ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল ।
9. করে দুটি
বিশ্বযুদ্ধ ঘটেছিল ?
উত্তর:- বিংশ শতকের প্রথমভাগে দুটি বিশ্বযুদ্ধ ঘটেছিল ।
10. ভারতবর্ষে আন্দোলনের
নেতৃত্ব দেওয়ার আগে গান্ধিজি কোথায় কোন আন্দোলন চালিয়েছিলেন ?
উত্তর:- ভারতবর্ষে আন্দোলনের নেতৃত্ব দেওয়ার আগে গান্ধিজি দক্ষিণ আফ্রিকায়
বর্ণবৈষম্য বিরোধী একটি আন্দোলন চালিয়েছিলেন ।
11. গুজরাটের কোথায়
গান্ধিপন্থী আন্দোলন শুরু হয় ?
উত্তর:- গুজরাটের খেড়া জেলায় গান্ধিপন্থী সত্যাগ্রহ আন্দোলন শুরু হয় ।
12. কোন বিষয়কে
কেন্দ্র করে গান্ধি সর্বভারতীয় স্তরে আন্দোলনের পরিকল্পনা করেন ?
উত্তর:- রাওলাট আইন চালু করাকে কেন্দ্র করে গান্ধি সর্বভারতীয় স্তরে আন্দোলনের
পরিকল্পনা করেন ।
13. কংগ্রেসের মধ্যে
কোন নতুন গোষ্ঠী তৈরি হয়ে হয়েছিল ?
উত্তর:- কংগ্রেসের মধ্যে স্বরাজ্যপন্থী নামে একটি নতুন গোষ্ঠী তৈরি হয়েছিল ।
14. কত খ্রিস্টাব্দে
কার নেতৃত্বে কংগ্রেস পূর্ণ স্বরাজ অর্জনের কথা ঘোষণা করেন ?
উত্তর:- ১৯২৯ খ্রিস্টাব্দে গান্ধির নেতৃত্বে কংগ্রেস পুর্ণ স্বরাজ অর্জনের কথা ঘোষণা
করেন ।
15. কত খ্রিস্টাব্দে
কাদের মধ্যে দিল্লি চুক্তি হয়েছিল ?
উত্তর:- ১৯৩১ খ্রিস্টাব্দে গান্ধি ও লর্ড আরউইনের মধ্যে যে চুক্তি হয়েছিল তাকে দিল্লি
চুক্তি বলা হয় ।
16. ইসলাম জগতের খলিফা
কে ছিলেন ?
উত্তর:- তুরস্কের সুলতান ইসলাম জগতের খলিফা ছিলেন ।
17. কার নেতৃত্বে সিলেট , মৈমনসিংহ প্রভৃতি
অঞ্চলে কৃষক আন্দোলন সংগঠিত হয়েছিল ?
উত্তর:- মৌলানা আবদুল হামিদ খান ভাসানির নেতৃত্বে ।
18. কারা কবে রাইটার্স
বিল্ডিং আক্রমণ করেন ?
উত্তর:- ১৯৩০ খ্রিস্টাব্দে বিনয় বসু , বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত রাইটার্স বিল্ডিং আক্রমণ করেন ।
19. চন্দ্রশেখর আজাদ
কোথায় কোন পার্টি গড়ে তোলেন ?
উত্তর:- চন্দ্রশেখর আজাদ পাঞ্জাবে ‘ হিন্দুস্থান রিপাবলিকান পার্টি ’ গড়ে তোলেন ।
20. ভগৎ সিং নিজে কোন্
সংগঠন গড়ে তোলেন ?
উত্তর:- নওজোয়ান ভারত সভা সংগঠন ।
21. কোন কথাটিকে ভগৎ
সিং ও তাঁর অনুগামীর জনপ্রিয় করেন ?
উত্তর:- ‘ ইনকিলাব জিন্দাবাদ ’ বা ‘ বিপ্লব দীর্ঘজীবি হোক ' এই কথাটিকে ভগৎ সিং ও তাঁর অনুগামীরা
জনপ্রিয় করেন ।
22. কার নেতৃত্বে ও
কোথায় তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয় ?
উত্তর:- সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে মেদিনীপুরের তমলুক মহকুমায় তাম্রলিপ্ত জাতীয় সরকার
গঠিত হয় ।
23. কে ভারতকে ‘
যুদ্ধরত দেশ ’ বলে ঘোষণা করেন ?
উত্তর:- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভাইসরয় লর্ড লিনলিথগো ভারতকে ‘ যুদ্ধরত দেশ ' বলে ঘোষণা করেন ।
24. ‘ ফরওয়ার্ড ব্লক ’
কে তৈরি করেছিলেন ।
উত্তর:- সুভাষচন্দ্র বসু ত্রিপুরি কংগ্রেসের সভাপতির পদ পদত্যাগ করে ‘ ফরওয়ার্ড ব্লক ' নামে একটি রাজনৈতিক দল তৈরি করেন ।
25. ১৯১৫ খ্রিস্টাব্দে
গান্ধিজি কোথা থেকে ভারতে ফেরেন ?
উত্তর:- দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফেরেন ।
26. কত সালে অহিংস
অসহযোগ আন্দোলন ঘটে ?
উত্তর:- ১৯২১ সালে অহিংস অসহযোগ আন্দোলন ঘটে ।
27. কে কবে আজাদ হিন্দ
ফৌজ গঠন করেন ?
উত্তর:- ১৯৪২ খ্রিস্টাব্দে রাসবিহারী বসু জাপানে যুদ্ধবন্দি ভারতীয় সৈনিকদের নিয়ে
সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন ।
28. বেনিতো মুসোলিনি কে
ছিলেন ? তাঁর কোন
প্রকল্পগুলি সুভাষকে উৎসাহিত করে ?
উত্তর:- বেনিতো মুসোলিনি ছিলেন ইতালির রাষ্ট্রপ্রধান । তাঁর দুর্নীতি দূরীকরণ ও
সামাজিক প্রকল্পগুলি সুভাষকে উৎসাহিত করে ।
29. সাইমন কমিশনকে ফিরে
যাওয়ার -
উত্তর:- দেশজোড়া বিভিন্ন হরতালে পতাকা দেখিয়ে আওয়াজ তোলা হয়েছিল ' সাইমন ফিরে যাও ।
30. কত খ্রিস্টাব্দে
আইন অমান্য আন্দোলন শুরু হয় ?
উত্তর:- ১৯৩২ খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন শুরু হয় ।
31. ১৯২৯ খ্রিস্টাব্দে
কোন মামলা শুরু হয় ?
উত্তর:- লাহোর ষড়যন্ত্র মামলা ।
32. ভগৎ সিং কেন
স্যান্ডার্সকে হত্যা করেন ? জন্য কমিশনকে জনগণ কী করেছিল ? কালো।
উত্তর:- লালা লাজপত রায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য ভগৎ সিং স্যান্ডার্সকে হত্যা
করেন ।
33. চট্টগ্রাম
অস্ত্রাগার লুণ্ঠন কত খ্রিস্টাব্দে কার নেতৃত্বে হয় ?
উত্তর:- ১৯৩০ খ্রিস্টাব্দে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার
লুণ্ঠন হয় ।
34. ১৯২৯ খ্রিস্টাব্দে
কে কে কেন্দ্রীয় আইনসভা কক্ষে বোমা ফেলেন ?
উত্তর:- ভগৎ সিং ও বঁটুকেশ্বর দত্ত কেন্দ্রীয় আইনসভা কক্ষে বোমা ফেলেন ।
35. কে , ' করেঙ্গে ইয়া
মরেঙ্গে ' ডাক দিয়েছিলেন ?
উত্তর:- ' করেঙ্গে ইয়া মরেঙ্গে ' ডাক দিয়েছিলেন গান্ধিজি ।
36. দ্বিতীয়
বিশ্বযুদ্ধে কোন্ কোন্ দেশ দুটি দলে ছিল ?
উত্তর:- দ্বিতীয় বিশ্বযুদ্ধে একদিকে ছিল জার্মানি , ইতালি ও জাপান । আর অন্যদিকে ছিল ইংল্যান্ড , ফ্রান্স ও সোভিয়েত রাশিয়া ।
37. কত খ্রিস্টাব্দে
চিত্তরঞ্জন দাশের মৃত্যু হয় ?
উত্তর:- ১৯২৫ সালে চিত্তরঞ্জন দাশের মৃত্যু হয় ।
38. কবে রাওলাট আইন
সংঘটিত হয় ?
উত্তর:- ১৯১৯ খ্রিস্টাব্দে রাওলাট আইন সংঘটিত হয় ।
39. দিল্লির
লালকেল্লায় কাদের ' দেশদ্রোহী ' বলে অভিযুক্ত করা হয় ?
উত্তর:- পি.কে.সেহগাল, জি.এস.ধিলো, শাহনওয়াজ খানকে দিল্লির লালকেল্লায় ‘ দেশদ্রোহী '
বলে অভিযুক্ত করা হয় ।
40. কত খ্রিস্টাব্দে নৌ
- বিদ্রোহ ঘটে ? কারা এই বিদ্রোহ শুরু করেন ?
উত্তর:- ১৯৪৬ খ্রিস্টাব্দে নৌ - বিদ্রোহ ঘটে । তলোয়ার জাহাজের সেনারা এই বিদ্রোহ শুরু
করেন ।
41. কে
জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য কোন উপাধি ত্যাগ করেন ?
উত্তর:- রবীন্দ্রনাথ ঠাকুর জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য ' স্যার ' উপাধি
ত্যাগ করেন ।
42. চৌরিচৌরা গ্রাম কোন
জেলায় অবস্থিত ?
উত্তর:- উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় চৌরিচৌরা গ্রাম অবস্থিত ।
43. স্বরাজ্য দল কে কে
গঠন করেন ?
উত্তর:- স্বরাজ্য দল গঠন করেন চিত্তরঞ্জন দাশ ও মোতিলাল নেহেরু ।
44. খান - আবুদল - গফফর
খানের বাহিনীর নাম কী ছিল ?
উত্তর:- খুদাই - খিদমদগার ।
45. চৌরিচৌরা ঘটনাটি
কোথায় ঘটেছিল কবে?
উত্তর:- ১৯২২ খ্রিস্টাব্দের ৪ঠা ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার চৌরিচৌরা
গ্রামে।
46. রাওলাট আইন কবে পাস
হয় ?
উত্তর:- ১৯১৯ খ্রিস্টাব্দে রাওলাট আইন কবে পাস হয়।
47. স্বরাজ্য দল কত
খ্রিস্টাব্দে গঠিত হয় ?
উত্তর:- স্বরাজ্য দল ১৯২৩ খ্রিস্টাব্দে গঠিত হয়।
48. ‘বেঙ্গল প্যাক্ট’
স্বাক্ষরিত হয় কবে ?
উত্তর:- ১৯২৩ খ্রিস্টাব্দে ‘বেতাল প্যাক্ট’ স্বাক্ষরিত হয়।
49. কত সালে চিত্তরঞ্জন
দাশের মৃত্যু হয় ?
উত্তর:- ১৯২৪ সালে চিত্তরঞ্জন দাশের মৃত্যু হয়।
50. আর চুক্তি কবে
স্বাক্ষরিত হয়?
উত্তর:- ১৯৩১ খ্রিস্টাব্দে গান্ধি-আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়।
51. দ্বিতীয় গোলটেবিল
বৈঠকে কোন মহিলা নেত্রী যোগদান করেছিলেন ?
উত্তর:- দ্বিতীয় গোলটেবিল বৈঠকে মহিলা নেত্রী
সরোজিনী নাইড় যোগদান করেছিলেন।
52. কাকে ভারতের
নাইটিকোল বলা হয় ?
উত্তর:- সরোজিনী নাইডুকে ভারতের নাইটিঙ্গেল বলা হয়।
53. মোট কটি গোলটেবিল
বৈঠক হয়েছিল ?
উত্তর:- মোট ৩টি গোলটেবিল বৈঠক হয়েছিল।
54. ‘কাইজার-ই-হিন্দ’
কার উপাধি ?
উত্তর:- ‘কাইজার-ই-হিন্দ’ উপাধি গ্রহণ করেন মহাত্মা গান্ধি।
55. ভারতে খিলাফত
আন্দোলনের সূচনা হয়?
উত্তর:- ১৯১৯ খ্রিস্টাব্দে ভারতে খিলাফত আন্দোলনের সূচনা হয়।
56. অসহযোগ আন্দোলনের
সূচনা হয় কত খ্রিস্টাব্দে?
উত্তর:- অসহযোগ আন্দোলনের সূচনা হয় ১৯২০ খ্রিস্টাব্দে।
57. অসহযোগ আন্দোলন
প্রত্যাহৃত হয় কবে ?
উত্তর:- ১৯২২ খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন প্রত্যাহত হয়।
58. গান্ধিবুড়ি নামে কে
পরিচিত?
উত্তর:- মাতঙ্গিনী হাজরা গান্ধিবুড়ি নামে পরিচিত।
59. কত খ্রিঃ
চিত্তরঞ্জন দাসের মৃত্যু হয়?
উত্তর:- ১৯২৫ খিঃ চিত্তরঞ্জন দাসের মৃত্যু হয়.
60. আজাদ হিন্দ ফৌজ কে
গঠন করেছিলেন?
উত্তর:- সুভাসচন্দ্র বসু [১৯৪২খ্রিঃ]আজাদ হিন্দ ফৌজ
গঠন করেছিলেন।
61. প্রথম বিশ্বযুদ্ধ
কবে হয়েছিল ?
উত্তর:- ১৯১৪ থেকে ১৯১৮ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ। হয়েছিল।
62. সুভাসচন্দ্র বসু
কোথায় স্বাধীনতার পতাকা উড়িয়েছিলেন?
উত্তর:- সুভাসচন্দ্র বসু কোহিমায় স্বাধীনতার পতাকা উড়িয়েছিলেন।
63. কোন দুর্ঘটনায়
সুভাসচন্দ্রের মৃত্যু হয়?
উত্তর:- ১৯৪৫ খ্রিঃ ৮ই আগস্ট, এক বিমান
দুরঘটনায়।
64. আজাদ হিন্দ ফৌজকে
কে পরিচালনা করেন?
উত্তর:- সুভাসচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজকে পরিচালনা করেন।
65. কোথায় আজাদ হিন্দ
ফৌজের বিচার শুরু হয়?
উত্তর:- দিল্লির লাল কেল্লায় আজাদ হিন্দ ফৌজের বিচার শুরু হয়।
66. করেঙ্গে ইয়া
মরেঙ্গে কার উক্তি?
উত্তর:- “করেঙ্গে ইয়া মরেঙ্গে” গান্ধিজির উক্তি।
67. ভারত ছাড়ো আন্দোলন
কত খ্রিষ্টাব্দে শুরু হয়?
উত্তর:- ১৯৪২ খ্রিষ্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়।
68. দ্বিতীয় বিশ্বযুদ্ধ
কত খ্রিষ্টাব্দে শুরু হয়?
উত্তর:- ১৯৩৯ খ্রিষ্টাব্দে [শেষ হয় ১৯৪৫ খ্রিঃ] দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
69. ইটালির
রাজ্যপ্রধানের নাম কী?
উত্তর:- ইটালির রাজ্যপ্রধানের নাম বেনিতো মুসোলিনি।
70. নোউ–বিদ্রহ কত
খ্রিস্টাব্দে ঘটেছিল?
উত্তর:- ১৯৪৬ খ্রিস্টাব্দে[বোম্বায়ে]।
71. কত খ্রিষ্টাব্দে
ব্রিটিশ সরকারের নৌবাহিনী প্রকাশ্যে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষনা করে?
উত্তর:- ১৯৪৬ খ্রিষ্টাব্দে ব্রিটিশ সরকারের নৌবাহিনী প্রকাশ্যে সরকারের বিরুদ্ধে
বিদ্রোহ ঘোষনা করে।
72. রবীন্দ্রনাথ ঠাকুর
কোন ঘটনার প্রতিবাদে স্যার উপাধি ত্যাগ করেছিলেন?
উত্তর:- জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর স্যার উপাধি
ত্যাগ করেছিলেন।
73. স্বরাজ্য দল কত
খ্রিষ্টাব্দে গঠিত হয়?
উত্তর:- ১৯২২খ্রিষ্টাব্দে [চিত্তরঞ্জন দাস ও মোতিলাল নেহেরু এর নেতৃত্বে] স্বরাজ্য দল
গঠিত হয়।
74. গান্ধি আরউইন
চুক্তি কত খ্রিঃ ও কাদের মধ্যে সাক্ষরিত হয়?
উত্তর:- ১৯৩১ খ্রিষ্টাব্দে গান্ধি আরউইন চুক্তি সাক্ষরিত হয়।
75. মাস্টারদা নামে কে
পরিচিত?
উত্তর:- চট্রগ্রামের মাস্টার সূর্যসেন মাস্টারদা নামে পরিচিত।
76. কোন যুদ্ধে
মাস্টারদা নেতৃত্ব দিয়েছিলেন?
উত্তর:- জালালাবাদের যুদ্ধে যুদ্ধে মাস্টারদা নেতৃত্ব দিয়েছিলেন।
77. গুপ্ত রাইটার্স
বিল্ডিং আক্রমণে কে কে নেতৃত্ব দেন?
উত্তর:- গুপ্ত রাইটার্স বিল্ডিং আক্রমণে নেতৃত্ব দেন বি-বা-দি বা বিনয়, বাদল ও দীনেশ।
78. ইনক্লাব জিন্দাবাদ
শব্দের অর্থ কী?
উত্তর:- ইনক্লাব জিন্দাবাদ শব্দের অর্থ বিপ্লব-দীর্ঘ জীবি হোক।
”
ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও
বিবর্তন [সপ্তম অধ্যায়] অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক অষ্টম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Eight
VIII / WB Class 8 / WBBSE / Class 8 Exam / West Bengal Board of Secondary
Education – WB Class 8 Exam / Class 8th / WB Class 8 / Class 8 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে অষ্টম শ্রেণীর ইতিহাস পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( অষ্টম শ্রেণীর ইতিহাস সাজেশন / অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ও উত্তর । Class 8 History
Suggestion / Class 8 History Question
and Answer / Class 8 History Suggestion / Class 8 Pariksha History Suggestion /
History Class 8 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer
/ Class 8 History Suggestion FREE PDF Download)
ভারতের জাতীয় আন্দোলনের
আদর্শ ও বিবর্তন [সপ্তম অধ্যায়] প্রশ্ন ও উত্তর
(Class
8 History Suggestion / West Bengal Eight VIII Question and Answer, Suggestion /
WBBSE Class 8th History Suggestion / Class 8 History Question and Answer / Class 8 History Suggestion / Class 8 Pariksha Suggestion /
Class 8 History Exam Guide / Class 8
History Suggestion 2024, 2025, 2026,
2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 8
History Suggestion MCQ , Short ,
Descriptive Type Question and Answer. / Class 8 History Suggestion FREE PDF Download) সফল হবে।
ভারতের জাতীয় আন্দোলনের
আদর্শ ও বিবর্তন [সপ্তম অধ্যায়] প্রশ্ন ও উত্তর
ভারতের জাতীয় আন্দোলনের
আদর্শ ও বিবর্তন [সপ্তম অধ্যায়] প্রশ্ন ও উত্তর | ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন [সপ্তম অধ্যায়] Class 8 History Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন [সপ্তম অধ্যায়] প্রশ্ন ও উত্তর। ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন [সপ্তম অধ্যায়] MCQ প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর ইতিহাস ] ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন [সপ্তম অধ্যায়] MCQ প্রশ্ন ও উত্তর | ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন [সপ্তম অধ্যায়] Class 8 History Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন [সপ্তম অধ্যায়] MCQ প্রশ্ন উত্তর।
অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – ভারতের
জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন [সপ্তম অধ্যায়]
ভারতের জাতীয় আন্দোলনের
আদর্শ ও বিবর্তন [সপ্তম অধ্যায়] SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির ইতিহাস ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন [সপ্তম অধ্যায়] SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন [সপ্তম অধ্যায়] Class 8 History Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন [সপ্তম অধ্যায়] SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন [সপ্তম অধ্যায়] MCQ প্রশ্ন উত্তর – অষ্টম শ্রেণি ইতিহাস | Class 8 History
অষ্টম শ্রেণি ইতিহাস (Class 8 History ) – ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন [সপ্তম অধ্যায়] প্রশ্ন ও উত্তর | ভারতের
জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন [সপ্তম অধ্যায়] | Class 8
History Suggestion অষ্টম শ্রেণি ইতিহাস – ভারতের
জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন [সপ্তম অধ্যায়] প্রশ্ন উত্তর।
অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির ইতিহাস প্রশ্ন ও উত্তর – ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন [সপ্তম অধ্যায়] প্রশ্ন উত্তর | Class 8 History Question and Answer, Suggestion অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন [সপ্তম অধ্যায়] | অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন [সপ্তম অধ্যায়] | ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন [সপ্তম অধ্যায়] অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন [সপ্তম অধ্যায়] | অষ্টম শ্রেণীর ইতিহাস সহায়ক – ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন [সপ্তম অধ্যায়] প্রশ্ন ও উত্তর । Class 8 History Question and Answer, Suggestion | Class 8
History Question and Answer Suggestion |
Class 8 History Question and Answer Notes
| West Bengal Class 8th History Question and Answer Suggestion.
WBBSE Class 8th History Suggestion | অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – ভারতের
জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন [সপ্তম অধ্যায়]
অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন [সপ্তম অধ্যায়] MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 8 History Question
and Answer, Suggestion অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন [সপ্তম অধ্যায়] প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন [সপ্তম অধ্যায়] । Class 8 History Question and Answer Suggestion.
WBBSE
Class 8 History Suggestion অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন [সপ্তম অধ্যায়] প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন [সপ্তম অধ্যায়] | Class 8 History Suggestion অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন [সপ্তম অধ্যায়] প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।
WB Class 8 History Suggestion | অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – ভারতের
জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন [সপ্তম অধ্যায়] MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর
Class
8 History Question and Answer
Suggestions | অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন [সপ্তম অধ্যায়] | অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর Class 8 History Question and Answer অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন [সপ্তম অধ্যায়] অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর Class 8 History Question and Answer অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন [সপ্তম অধ্যায়] MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।
WB Class 8 History Suggestion | অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – ভারতের
জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন [সপ্তম অধ্যায়] MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর
Class
8 History Question and Answer Suggestion
অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন [সপ্তম অধ্যায়] MCQ প্রশ্ন ও উত্তর । Class 8 History Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর। West Bengal Class 8
History Suggestion Download WBBSE Class 8th History short question suggestion .
Class 8 History Suggestion download
Class 8th Question Paper History. WB Class 8 History suggestion and important question
and answer. Class 8 Suggestion pdf.
ভারতের জাতীয় আন্দোলনের
আদর্শ ও বিবর্তন [সপ্তম অধ্যায়] অষ্টম শ্রেণীর ইতিহাস পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। অষ্টম শ্রেণীর ইতিহাস পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।
Class
8 History Question and Answer Question
and Answer prepared by expert subject teachers. WB Class 8 History Suggestion
with 100% Common in the Examination .Class Eight VIII History Suggestion | West Bengal Board of Secondary Education
(WBBSE) Class 8 Exam Class 8 History
Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of
Secondary Education (WBBSE) Class 8 Eight VIII History Suggestion is provided
here. Class 8 History Question and
Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.
ভারতের জাতীয় আন্দোলনের
আদর্শ ও বিবর্তন [সপ্তম অধ্যায়] অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | Class 8 History
Question and Answer with FREE PDF Download Link
ভারতের জাতীয় আন্দোলনের
আদর্শ ও বিবর্তন [সপ্তম অধ্যায়] অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | Class 8 History Question and Answer ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন [সপ্তম অধ্যায়] অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | Class 8 History Question and Answer ”