নবম শ্রেণীর বাংলা : ধীবর বৃত্তান্ত (নাটক) কালিদাস নবম
শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | WBBSE Class 9th Bengali Question and Answer
ধীবর
বৃত্তান্ত (নাটক) কালিদাস নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর |
Class 9 Bengali Question and Answer : ধীবর বৃত্তান্ত (নাটক) কালিদাস নবম
শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali Question and Answer নিচে দেওয়া হলো। এই West
Bengal WBBSE Class 9th Bengali Question and Answer, Suggestion, Notes | নবম
শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – ধীবর বৃত্তান্ত (নাটক) কালিদাস থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and
Answer) গুলি আগামী West Bengal Class 9th Nine IXBengali Examination
– পশ্চিমবঙ্গ নবম
শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নবম শ্রেণীর বাংলা পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন ধীবর বৃত্তান্ত (নাটক) কালিদাস নবম
শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।
1. 'ধীবর বৃত্তান্ত'নাট্যাংশটি
কার লেখা?
[A] বানভট্ট
[B] অদ্বৈত্য মল্লবর্মন
[C] ভবভূতি
[D] কালিদাস
উত্তর : [D] কালিদাস
2. 'ধীবর বৃত্তান্ত'নাট্যাংশটি
কোন নাটক থেকে সংকলিত?
[A] রঘুবংশ
[B] অভিজ্ঞান শকুন্তলম্
[C] কুমারসম্ভব
[D] মৃচ্ছকটিক
উত্তর : [B] অভিজ্ঞান শকুন্তলম্
3. শকুন্তলার বিয়ে হয়েছিল কোথায়?
[A] কণ্বের আশ্রমে
[B] দুষ্মন্ত রাজধানীতে
[C] দুর্বাসা মুনির আশ্রমে
[D] শচী তীর্থে
উত্তর: [A] কণ্বের আশ্রমে
4. “ঘটনাক্রমে সেই আংটি পেল এ[A]..” আংটিটি পেল —
[A] ধীবর
[B] নাপিত
[C] কৃষক
[D] শিকারী
উত্তর:- [A] ধীবর।
5. ধীবর যে আংটিটি খুঁজে পেয়েছিল তাতে, ছিল —
[A] রাজার ছবি
[B] রানীর নাম
[C] রাজার খোদাই করা নাম
[D] শকুন্তলার ছবি
উত্তর:- [C] রাজার খোদাই করা নাম।
6. “আপনারা শান্ত হন” বক্তা হলেন —
[A] ধীবর
[B] সূচক
[C] জানুক
[D] রাজশ্যালক
উত্তর:- [A] ধীবর।
7. “একে পূর্বাপর সব বলতে দাও।”- বক্তা কে?
[A] সূচক
[B] প্রথম রক্ষী
[C] ধীবর
[D] রাজশ্যালক
উত্তর:- [D] রাজশ্যালক।
8. ধীবরকে যে অভিযোগে ধরে আনা হয়েছিল, তা হল —
[A] আংটি চুরির অপরাধে
[B] সোনার হার চুরির অপরাধে
[C] মৎস্য শিকারের অপরাধ
[D] হরিণ শিকারের অপরাধে
উত্তর:- [A] আংটি চুরির অপরাধে।
9. ধীবর আংটিটি পেয়েছিল —
[A] রুই মাছের পেটে
[B] জালের মধ্যে
[C] জলের তলায়
[D] একটি সোনার দোকানে
উত্তর:- [A] রুই মাছের পেটে।
10. “তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি”
— এই উক্তিটির বক্তা হলেন —
[A] সূচক
[B] প্রথম রক্ষী
[C] ধীবর
[D] রাজশ্যালক
উত্তর:- [D] রাজশ্যালক।
11. “আমি খন্ড খন্ড করে কাটলাম”— কি?
[A] রুই মাছ
[B] কাতল মাছ
[C] ভেটকি মাছ
[D] ইলিশ মাছ
উত্তর:- [A] রুই মাছ।
12. যার গা থেকে কাঁচা মাংসের গন্ধ
আসছিল, সে হল —
[A] সূচক
[B] প্রথম রক্ষী
[C] ধীবর
[D] ধীবরের স্ত্রী
উত্তর:- [C] ধীবর।
13. “এই অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে” — এমন
মন্তব্যের কারন কি?
[A] ধীবরের গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছিল
[B] ধীবরের গা থেকে কাঁচা মাছের গন্ধ আসছিল
[C] ধীবরের গায়ে গো-সাপের ছাল লেগেছিল
[D] ধীবরের গায়ে রক্তের দাগ লেগেছিল
উত্তর:- [A] ধীবরের গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছিল।
14. আজ আমার সংসার চলবে কীভাবে?’ — উক্তিটির বক্তা —
[A] ধীবর
[B] শ্যালক
[C] সূচক
[D] জানুক
উত্তর:- [A] ধীবর।
15. “প্রভু, অনুগৃহীত হলাম।” — অনুগৃহীত
হওয়ার কারণ —
[A] রাজা মৃত্যুদণ্ড দেননি
[B] রাজা তাকে ক্ষমা করেছেন
[C] রাজা তাকে মুক্তি দিয়েছেন
[D] রাজা তাকে মুক্তির সঙ্গে আংটির মূল্যের সমান পরিমাণ অর্থ
খুশি হয়ে দিয়েছেন
উত্তর:- [D] রাজা তাকে মুক্তির সঙ্গে আংটির মূল্যের সমান পরিমাণ অর্থ
খুশি হয়ে দিয়েছেন।
16. “তিনি শকুন্তলাকে চিনতেও পারলেন না” —
উদ্ধৃতাংশে ‘তিনি’ হলেন —
[A] মহর্ষি দুর্বাসা
[B] মহর্ষি কণ্ব
[C] মহর্ষি বিশ্বামিত্র
[D] মহারাজ দুষ্মন্ত
উত্তর:- [D] মহারাজ দুষ্মন্ত।
17. “এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন” —
বক্তা কে?
[A] জানুক
[B] সূচক
[C] ধীবর
[D] শ্যালক
উত্তর:- [C] ধীবর।
18. ধীবর-বৃত্তান্ত নাট্যাংশটি
বাংলায় তরজমা করেছেন —
[A] অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত
[B] নবারুণ ভট্টাচার্য
[C] সত্যনারায়ণ চক্রবর্তী
[D] সত্যপ্রিয় রায়
উত্তর:- [C] সত্যনারায়ণ চক্রবর্তী।
19. ধীবর বৃত্তান্ত নামক নাট্যাংশটি
নেওয়া হয়েছে মহাকবি কালিদাসের যে রচনা থেকে –
[A] রঘুবংশম
[B] কুমারসম্ভবম
[C] অভিজ্ঞান শকুন্তলম
[D] মেঘদূতম
উত্তর:- [C] অভিজ্ঞান শকুন্তলম রচনা থেকে।
20. “প্রভু, অনুগৃহীত হলাম।” – ধীবরের
অনুগৃহীত হওয়ার কারণ –
[A] রাজা তাকে মুক্তি দিয়েছেন
[B] তার চোর অপবাদ ঘুচছে
[C] রাজা খুশি হয়ে আংটির মূল্যের সমান পরিমাণ অর্থ তাকে উপহার
পাঠিয়েছে।
[D] রাজা তার সঙ্গে দেখা করতে চেয়েছেন
উত্তর:- [C] রাজা খুশি হয়ে আংটির মূল্যের সমান পরিমাণ অর্থ তাকে উপহার
পাঠিয়েছে।
21. “ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর…” –
আংটি ছিল –
[A] মহর্ষি কণ্বের
[B] রাজশ্যালকর
[C] শকুন্তলার
[D] প্রিয়ংবদার
উত্তর:- [C] শকুন্তলার।
22. “আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে।”
– ‘প্রভু’ বলতে বক্তা বুঝিয়েছেন –
[A] মহারাজকে
[B] রাজশ্যালককে
[C] মহাপাত্রকে
[D] প্রধান প্রহরীকে
উত্তর:- [B] রাজশ্যালককে।
23. তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে
হয় দেখছি- উদ্ধৃতাংশের বক্তা হলেন –
[A] জানুক
[B] সূচক
[C] রাজশ্যালক
[D] রাজা
উত্তর:- [C] রাজশ্যালক
24. “বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও
যজ্ঞীয় পশুবধের সময় নির্দয় হয়ে থাকেন।” – এ কথা বলেছেন-
[A] শ্যালক
[B] সূচক
[C] পুরুষ
[D] প্রথম রক্ষী
উত্তর:- [C] পুরুষ।
25. নাট্যাংশ থেকে কয়জন অভিনেতা
আছেন?
[A] ছয় জন
[B] পাঁচ জন
[C] চারজন
[D] দুজন
উত্তর: [C] চারজন
26. ধীবর কোথায় থাকে?
[A] শক্রাবতারে
[B] রাজধানীতে
[C] শচী তীর্থে
[D] দুর্বাসা মুনির আশ্রমে
উত্তর: [A] শক্রাবতারে
27. নাটক শোটিতে যে চারজন অভিনয়
করেছেন, তারা হলেন -
[A] সূচক, জালুক, দুর্বাসা, রাজশ্যাল
[B] ধীবর, রাজশ্যালক, জানুক, সূচক
[C] কণ্ব, ধীবর, জালুক, সূচক
[D] জালক, সূচক, দুর্বাসা, রাজশ্যালক
উত্তর: [B] ধীবর, রাজশ্যালক, জানুক, সূচক
28. 'তোর জীবিকা বেশ পবিত্র'-জীবিকাটি কি?
[A] দর্জির কাজ করা
[B] চাষ করা
[C] জন কাটা
[D] মাছ ধরা
উত্তর: [D] মাছ ধরা
29. ধীবরকে রক্ষীরা ধরে এনেছিল কেন?
[A] আংটি চুরি করেছিল বলে
[B] মাছ চুরি করেছিল বলে
[C] চুরি করা আংটি বিক্রি করার চেষ্টা করেছিল বলে
[D] এর কোনোটিই নয়
উত্তর: [C] চুরি করা আংটি বিক্রি করার চেষ্টা করেছিল বলে
30. 'আমি খণ্ড-খণ্ড করে কাটলাম' -বক্তা কি কেটেছিল?
[A] ভেটকি মাছ
[B] রুই মাছ
[C] পাঙ্গাস মাছ
[D] ইলিশ মাছ
উত্তর: [B] রুই মাছ
31. পশ্নঃ ধীবর আংটিটা কোথায় দেখতে
পেয়েছিল?
[A] হাটে বিক্রি হচ্ছিল
[B] রাস্তার মাঝখানে
[C] জলের ভিতর
[D] রুই মাছের পেটে
উত্তর: [D] রুই মাছের পেটে
32. ধীবর কিভাবে সংসার চালায়?
[A] মাছ ধরে
[B] মাছ বিক্রি
[C] কৃষি কাজ করে
[D] জন খেটে
উত্তর: [A] মাছ ধরে
33. 'এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে',-কার কথা বলা হয়েছে-
[A] সূচক
[B] শ্যালক
[C] ধীবর
[D] দুষ্মন্ত
উত্তর: [C] ধীবর
34. 'সুতরাং রাজবাড়ীতে যাই'-রাজবাড়ীতে যাওয়ার কারন কি?
[A] ধীবরকে রাজার হাতে তুলে দিতে
[B] আন্টির বিষয়ে ধীবর যা বলেছে তার সত্যতা অনুসন্ধান করে
দেখতে
[C] রাজার কাছে নালিশ করতে
[D] রাজার সঙ্গে দেখা করতে
অনুসন্ধান করে দেখতে
35. 'চল রে গাঁটকাটা'-বক্তা
কে?
[A] প্রথম রক্ষী
[B] দ্বিতীয় রক্ষী
[C] দুষ্মন্ত
[D] দুই রক্ষী
উত্তর: [D] দুই রক্ষী
36. 'আমাদের প্রভু দেখি খুব বিলম্ব হচ্ছে'-প্রভু কে?
[A] কণ্ব
[B] দুর্বাসা
[C] রাজশ্যালক
[D] এদের কেউ নন
উত্তর: [C] রাজশ্যালক
37. 'প্রভু, অনুগৃহীত হলাম'-অনুগৃহীত
হওয়ার কারণ কি?
[A] রাজা মৃত্যুদণ্ড দেননি তাই
[B] রাজা তাকে মুক্তির সঙ্গে আংটির মূল্যের সমান পরিমাণ অর্থ
খুশি হয়ে দিয়েছেন, তাই
[C] রাতে তাকে ক্ষমা করেছেন তাই
[D] রাজা তাকে মুক্তি দিয়েছেন
উত্তর: [B] রাজা তাকে মুক্তির সঙ্গে আংটির মূল্যের সমান পরিমাণ অর্থ
খুশি হয়ে দিয়েছেন, তাই
38. আংটিটা রাজার খুব প্রিয় ছিল তা
কি করে বোঝা গেল?
[A] আংটিটা পেয়ে ধীবরকে ক্ষমা করে দিয়েছিলেন বলে
[B] আংটিটা ধীবরকে মুক্তিসহ পরিতোষিক দিয়েছেন বলে
[C] আংটিটা দেখে রাজদিয়েছেনার প্রিয়জনের কথা মনে পড়েছিল বলে
[D] আংটিটা পেয়ে ধীবর কে মুক্তি দিয়েছিলেন বলে
উত্তর: [B] আংটিটা ধীবরকে মুক্তিসহ পরিতোষিক দিয়েছেন বলে
39. আংটিটা দেখে মহারাজের কোন
প্রিয়জনের কথা মনে হয়েছিল-এ কথা ভাবার কারন কি?
[A] মহারাজা স্বভাবত গভীর হলেও আংটিটা পেয়ে মুহূর্তকালের জন্য
বিহ্বল হয়ে চেয়েছিলেন
[B] মহারাজা প্রচুর পরিতোষিক দিয়েছিলেন
[C] মহারাজা অন্যমনস্ক হয়ে ছিলেন
[D] মহারাজা বিস্মিত হয়েছিলেন
উত্তর: [A] মহারাজা স্বভাবত গভীর হলেও আংটিটা পেয়ে অনুসন্ধান করে দেখতে
40. আংটিটা রাজার কাছে মূল্যবান ছিল
এই কথা মনে হওয়ার কারণ কি?
[A] আংটিটি দেখে রাজা বিলম্ব হয়েছে ছিলেন বলে
[B] আংটিটি দেখে কোনো প্রিয়জনের কথা মনে পড়েছিল বলে
[C] আংটিটি পেয়ে রাজা ধীবরকে মুক্তি দিয়েছিলেন বলে
[D] আংটিটিতে দামি রত্ন বসানো ছিল বলে
উত্তর: [A] আংটিটি দেখে রাজা বিলম্ব হয়েছে ছিলেন বলে
41. 'ধীবর বৃত্তান্ত' নাট্যাংশ টি কে তরজমা করেছেন?
[A] সত্যচরণ চক্রবর্তী
[B] সত্যপ্রিয় চক্রবর্তী
[C] সত্যব্রত চক্রবর্তী
[D] সত্যনারায়ণ চক্রবর্তী
উত্তর: [D] সত্যনারায়ণ চক্রবর্তী
42. রাজশ্যালক ধীবরকে ছেড়ে দেওয়ার
কথা কাকে নির্দেশ করে বলেছিল?
[A] জানুককে
[B] সূচককে
[C] দুই রক্ষীকে
[D]এদের কাউকেই নয়
উত্তর:- [B] সূচককে নির্দেশ করে বলেছিল।
43. আংটি দেখে মহারাজের মনে পড়েছিল-
[A] নিজের ছোটবেলার স্মৃতি
[B] প্রিয়জনের কথা
[C] রাজ্যাভিষেকের স্মৃতি
[D] যুদ্ধজয়ের স্মৃতি
উত্তর:- [B] প্রিয়জনের কথা
44. জেলে পারিতোষিকের অর্ধেক অর্থ
দিয়েছিল-
[A] আংটির দাম হিসেবে
[B] জালের দাম হিসেবে
[C] মাছের দাম হিসেবে
[D] ফুলের দাম হিসেবে
উত্তর:- [D] ফুলের দাম হিসেবে
45. ধীবরকে বন্ধু বলে মেনে নিলেন-
[A] জানুক
[B] রাজা
[C] রাজশ্যালক
[D] গ্রামরক্ষী
উত্তর:- [C] রাজশ্যালক
46. দুই রক্ষীর নাম ছিল –
[A] জানুক – সূচক
[B] জয় – বিজয়
[C] শুম্ভ – নিশুম্ভ
[D] অমল – বিমল
উত্তর:- [A] জানুক – সূচক
47. ধীবর বৃত্তান্ত নাটকের রচয়িতা
হলেন —
[A] কালিদাস
[B] রবীন্দ্রনাথ ঠাকুর
[C] বানভট্ট
[D] ভাস
উত্তর:- [A] কালিদাস।
48. ধীবর-বৃত্তান্ত নাটকটি সংকলিত
হয়েছে _____ থেকে।
[A] রঘুবংশম্
[B] মৃচ্ছকটিক
[C] অভিজ্ঞান শকুন্তলম্
[D] কুমারসম্ভবম্
উত্তর:- [C] অভিজ্ঞান শকুন্তলম্।
49. বিবাহের পর দুষ্মন্ত ফিরে
গিয়েছিলেন —
[A] হস্তিনাপুরে
[B] স্বর্গে
[C]তপোবনে
[D] কশ্যপের আশ্রমে
উত্তর:- [A] হস্তিনাপুরে।
50. শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন —
[A] ঋষি দুর্বাসা
[B] বিশ্বামিত্র
[C] দোনাচার্য
[D] কৃপাচার্য
উত্তর:- [A] ঋষি দুর্বাসা।
51. শকুন্তলার হাতের আংটি খুলে পড়ে
গিয়েছিল —
[A] তপোবনে
[B] জাহ্নবীর তীরে
[C] বেনারসে
[D] শচীতীর্থে
উত্তর:- [D] শচীতীর্থে।
52. শকুন্তলার হাতের আংটি খুলে পড়ে
গিয়েছিল –
[A] শচীতীর্থে
[B] শচীতীর্থে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময়
[C] নদীতে নৌকা ভ্রমণের সময়
[D] নদীতে সখীদের সঙ্গে জলকেলি করার সময়
উত্তর:- [B] শচীতীর্থে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময়।
53. “আমি একজন জেলে, _________ আমি থাকি।” –শূন্যস্থানে বসবে –
[A] পাটলিপুত্র
[B] শক্রাবতারে
[C] কলিঙ্গদেশে
[D] প্রয়াগে
উত্তর:- খ] শক্রাবতারে আমি থাকি।”।
54. শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন –
[A] দুর্বাসা
[B] বিশ্বামিত্র
[C] কণ্ব
[D] অত্রি
উত্তর:- ক] দুর্বাসা।
55. শকুন্তলাকে পতিগৃহে পাঠানোর
আয়োজন করলেন-
[A] দুর্বাসা
[B] কণ্ব
[C] প্রিয়ংবদা
[D] দুষ্মন্ত
উত্তর:- [B] কণ্ব
ধীবর বৃত্তান্ত
(নাটক) কালিদাস নবম
শ্রেণীর বাংলা সাজেশন প্রশ্ন ও উত্তর Class 9 Bengali Suggestion | West Bengal WBBSE
Class Nine IX(Class 9th) Bengali Question and Answer Suggestion
1. 'ধীবর বৃত্তান্ত'নাট্যাংশটি
কার লেখা?
[A] বানভট্ট
[B] অদ্বৈত্য মল্লবর্মন
[C] ভবভূতি
[D] কালিদাস
উত্তর : [D] কালিদাস
2. 'ধীবর বৃত্তান্ত'নাট্যাংশটি
কোন নাটক থেকে সংকলিত?
[A] রঘুবংশ
[B] অভিজ্ঞান শকুন্তলম্
[C] কুমারসম্ভব
[D] মৃচ্ছকটিক
উত্তর : [B] অভিজ্ঞান শকুন্তলম্
3. শকুন্তলার বিয়ে হয়েছিল কোথায়?
[A] কণ্বের আশ্রমে
[B] দুষ্মন্ত রাজধানীতে
[C] দুর্বাসা মুনির আশ্রমে
[D] শচী তীর্থে
উত্তর: [A] কণ্বের আশ্রমে
4. “ঘটনাক্রমে সেই আংটি পেল এ[A]..” আংটিটি পেল —
[A] ধীবর
[B] নাপিত
[C] কৃষক
[D] শিকারী
উত্তর:- [A] ধীবর।
5. ধীবর যে আংটিটি খুঁজে পেয়েছিল তাতে, ছিল —
[A] রাজার ছবি
[B] রানীর নাম
[C] রাজার খোদাই করা নাম
[D] শকুন্তলার ছবি
উত্তর:- [C] রাজার খোদাই করা নাম।
6. “আপনারা শান্ত হন” বক্তা হলেন —
[A] ধীবর
[B] সূচক
[C] জানুক
[D] রাজশ্যালক
উত্তর:- [A] ধীবর।
7. “একে পূর্বাপর সব বলতে দাও।”- বক্তা কে?
[A] সূচক
[B] প্রথম রক্ষী
[C] ধীবর
[D] রাজশ্যালক
উত্তর:- [D] রাজশ্যালক।
8. ধীবরকে যে অভিযোগে ধরে আনা হয়েছিল, তা হল —
[A] আংটি চুরির অপরাধে
[B] সোনার হার চুরির অপরাধে
[C] মৎস্য শিকারের অপরাধ
[D] হরিণ শিকারের অপরাধে
উত্তর:- [A] আংটি চুরির অপরাধে।
9. ধীবর আংটিটি পেয়েছিল —
[A] রুই মাছের পেটে
[B] জালের মধ্যে
[C] জলের তলায়
[D] একটি সোনার দোকানে
উত্তর:- [A] রুই মাছের পেটে।
10. “তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি”
— এই উক্তিটির বক্তা হলেন —
[A] সূচক
[B] প্রথম রক্ষী
[C] ধীবর
[D] রাজশ্যালক
উত্তর:- [D] রাজশ্যালক।
11. “আমি খন্ড খন্ড করে কাটলাম”— কি?
[A] রুই মাছ
[B] কাতল মাছ
[C] ভেটকি মাছ
[D] ইলিশ মাছ
উত্তর:- [A] রুই মাছ।
12. যার গা থেকে কাঁচা মাংসের গন্ধ
আসছিল, সে হল —
[A] সূচক
[B] প্রথম রক্ষী
[C] ধীবর
[D] ধীবরের স্ত্রী
উত্তর:- [C] ধীবর।
13. “এই অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে” — এমন
মন্তব্যের কারন কি?
[A] ধীবরের গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছিল
[B] ধীবরের গা থেকে কাঁচা মাছের গন্ধ আসছিল
[C] ধীবরের গায়ে গো-সাপের ছাল লেগেছিল
[D] ধীবরের গায়ে রক্তের দাগ লেগেছিল
উত্তর:- [A] ধীবরের গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছিল।
14. আজ আমার সংসার চলবে কীভাবে?’ — উক্তিটির বক্তা —
[A] ধীবর
[B] শ্যালক
[C] সূচক
[D] জানুক
উত্তর:- [A] ধীবর।
15. “প্রভু, অনুগৃহীত হলাম।” — অনুগৃহীত
হওয়ার কারণ —
[A] রাজা মৃত্যুদণ্ড দেননি
[B] রাজা তাকে ক্ষমা করেছেন
[C] রাজা তাকে মুক্তি দিয়েছেন
[D] রাজা তাকে মুক্তির সঙ্গে আংটির মূল্যের সমান পরিমাণ অর্থ
খুশি হয়ে দিয়েছেন
উত্তর:- [D] রাজা তাকে মুক্তির সঙ্গে আংটির মূল্যের সমান পরিমাণ অর্থ
খুশি হয়ে দিয়েছেন।
16. “তিনি শকুন্তলাকে চিনতেও পারলেন না” —
উদ্ধৃতাংশে ‘তিনি’ হলেন —
[A] মহর্ষি দুর্বাসা
[B] মহর্ষি কণ্ব
[C] মহর্ষি বিশ্বামিত্র
[D] মহারাজ দুষ্মন্ত
উত্তর:- [D] মহারাজ দুষ্মন্ত।
17. “এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন” —
বক্তা কে?
[A] জানুক
[B] সূচক
[C] ধীবর
[D] শ্যালক
উত্তর:- [C] ধীবর।
18. ধীবর-বৃত্তান্ত নাট্যাংশটি
বাংলায় তরজমা করেছেন —
[A] অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত
[B] নবারুণ ভট্টাচার্য
[C] সত্যনারায়ণ চক্রবর্তী
[D] সত্যপ্রিয় রায়
উত্তর:- [C] সত্যনারায়ণ চক্রবর্তী।
19. ধীবর বৃত্তান্ত নামক নাট্যাংশটি
নেওয়া হয়েছে মহাকবি কালিদাসের যে রচনা থেকে –
[A] রঘুবংশম
[B] কুমারসম্ভবম
[C] অভিজ্ঞান শকুন্তলম
[D] মেঘদূতম
উত্তর:- [C] অভিজ্ঞান শকুন্তলম রচনা থেকে।
20. “প্রভু, অনুগৃহীত হলাম।” – ধীবরের
অনুগৃহীত হওয়ার কারণ –
[A] রাজা তাকে মুক্তি দিয়েছেন
[B] তার চোর অপবাদ ঘুচছে
[C] রাজা খুশি হয়ে আংটির মূল্যের সমান পরিমাণ অর্থ তাকে উপহার
পাঠিয়েছে।
[D] রাজা তার সঙ্গে দেখা করতে চেয়েছেন
উত্তর:- [C] রাজা খুশি হয়ে আংটির মূল্যের সমান পরিমাণ অর্থ তাকে উপহার
পাঠিয়েছে।
21. “ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর…” –
আংটি ছিল –
[A] মহর্ষি কণ্বের
[B] রাজশ্যালকর
[C] শকুন্তলার
[D] প্রিয়ংবদার
উত্তর:- [C] শকুন্তলার।
22. “আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে।”
– ‘প্রভু’ বলতে বক্তা বুঝিয়েছেন –
[A] মহারাজকে
[B] রাজশ্যালককে
[C] মহাপাত্রকে
[D] প্রধান প্রহরীকে
উত্তর:- [B] রাজশ্যালককে।
23. তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে
হয় দেখছি- উদ্ধৃতাংশের বক্তা হলেন –
[A] জানুক
[B] সূচক
[C] রাজশ্যালক
[D] রাজা
উত্তর:- [C] রাজশ্যালক
24. “বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও
যজ্ঞীয় পশুবধের সময় নির্দয় হয়ে থাকেন।” – এ কথা বলেছেন-
[A] শ্যালক
[B] সূচক
[C] পুরুষ
[D] প্রথম রক্ষী
উত্তর:- [C] পুরুষ।
25. নাট্যাংশ থেকে কয়জন অভিনেতা
আছেন?
[A] ছয় জন
[B] পাঁচ জন
[C] চারজন
[D] দুজন
উত্তর: [C] চারজন
26. ধীবর কোথায় থাকে?
[A] শক্রাবতারে
[B] রাজধানীতে
[C] শচী তীর্থে
[D] দুর্বাসা মুনির আশ্রমে
উত্তর: [A] শক্রাবতারে
27. নাটক শোটিতে যে চারজন অভিনয়
করেছেন, তারা হলেন -
[A] সূচক, জালুক, দুর্বাসা, রাজশ্যাল
[B] ধীবর, রাজশ্যালক, জানুক, সূচক
[C] কণ্ব, ধীবর, জালুক, সূচক
[D] জালক, সূচক, দুর্বাসা, রাজশ্যালক
উত্তর: [B] ধীবর, রাজশ্যালক, জানুক, সূচক
28. 'তোর জীবিকা বেশ পবিত্র'-জীবিকাটি কি?
[A] দর্জির কাজ করা
[B] চাষ করা
[C] জন কাটা
[D] মাছ ধরা
উত্তর: [D] মাছ ধরা
29. ধীবরকে রক্ষীরা ধরে এনেছিল কেন?
[A] আংটি চুরি করেছিল বলে
[B] মাছ চুরি করেছিল বলে
[C] চুরি করা আংটি বিক্রি করার চেষ্টা করেছিল বলে
[D] এর কোনোটিই নয়
উত্তর: [C] চুরি করা আংটি বিক্রি করার চেষ্টা করেছিল বলে
30. 'আমি খণ্ড-খণ্ড করে কাটলাম' -বক্তা কি কেটেছিল?
[A] ভেটকি মাছ
[B] রুই মাছ
[C] পাঙ্গাস মাছ
[D] ইলিশ মাছ
উত্তর: [B] রুই মাছ
31. পশ্নঃ ধীবর আংটিটা কোথায় দেখতে
পেয়েছিল?
[A] হাটে বিক্রি হচ্ছিল
[B] রাস্তার মাঝখানে
[C] জলের ভিতর
[D] রুই মাছের পেটে
উত্তর: [D] রুই মাছের পেটে
32. ধীবর কিভাবে সংসার চালায়?
[A] মাছ ধরে
[B] মাছ বিক্রি
[C] কৃষি কাজ করে
[D] জন খেটে
উত্তর: [A] মাছ ধরে
33. 'এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে',-কার কথা বলা হয়েছে-
[A] সূচক
[B] শ্যালক
[C] ধীবর
[D] দুষ্মন্ত
উত্তর: [C] ধীবর
34. 'সুতরাং রাজবাড়ীতে যাই'-রাজবাড়ীতে যাওয়ার কারন কি?
[A] ধীবরকে রাজার হাতে তুলে দিতে
[B] আন্টির বিষয়ে ধীবর যা বলেছে তার সত্যতা অনুসন্ধান করে
দেখতে
[C] রাজার কাছে নালিশ করতে
[D] রাজার সঙ্গে দেখা করতে
অনুসন্ধান করে দেখতে
35. 'চল রে গাঁটকাটা'-বক্তা
কে?
[A] প্রথম রক্ষী
[B] দ্বিতীয় রক্ষী
[C] দুষ্মন্ত
[D] দুই রক্ষী
উত্তর: [D] দুই রক্ষী
36. 'আমাদের প্রভু দেখি খুব বিলম্ব হচ্ছে'-প্রভু কে?
[A] কণ্ব
[B] দুর্বাসা
[C] রাজশ্যালক
[D] এদের কেউ নন
উত্তর: [C] রাজশ্যালক
37. 'প্রভু, অনুগৃহীত হলাম'-অনুগৃহীত
হওয়ার কারণ কি?
[A] রাজা মৃত্যুদণ্ড দেননি তাই
[B] রাজা তাকে মুক্তির সঙ্গে আংটির মূল্যের সমান পরিমাণ অর্থ
খুশি হয়ে দিয়েছেন, তাই
[C] রাতে তাকে ক্ষমা করেছেন তাই
[D] রাজা তাকে মুক্তি দিয়েছেন
উত্তর: [B] রাজা তাকে মুক্তির সঙ্গে আংটির মূল্যের সমান পরিমাণ অর্থ
খুশি হয়ে দিয়েছেন, তাই
38. আংটিটা রাজার খুব প্রিয় ছিল তা
কি করে বোঝা গেল?
[A] আংটিটা পেয়ে ধীবরকে ক্ষমা করে দিয়েছিলেন বলে
[B] আংটিটা ধীবরকে মুক্তিসহ পরিতোষিক দিয়েছেন বলে
[C] আংটিটা দেখে রাজদিয়েছেনার প্রিয়জনের কথা মনে পড়েছিল বলে
[D] আংটিটা পেয়ে ধীবর কে মুক্তি দিয়েছিলেন বলে
উত্তর: [B] আংটিটা ধীবরকে মুক্তিসহ পরিতোষিক দিয়েছেন বলে
39. আংটিটা দেখে মহারাজের কোন
প্রিয়জনের কথা মনে হয়েছিল-এ কথা ভাবার কারন কি?
[A] মহারাজা স্বভাবত গভীর হলেও আংটিটা পেয়ে মুহূর্তকালের জন্য
বিহ্বল হয়ে চেয়েছিলেন
[B] মহারাজা প্রচুর পরিতোষিক দিয়েছিলেন
[C] মহারাজা অন্যমনস্ক হয়ে ছিলেন
[D] মহারাজা বিস্মিত হয়েছিলেন
উত্তর: [A] মহারাজা স্বভাবত গভীর হলেও আংটিটা পেয়ে অনুসন্ধান করে দেখতে
40. আংটিটা রাজার কাছে মূল্যবান ছিল
এই কথা মনে হওয়ার কারণ কি?
[A] আংটিটি দেখে রাজা বিলম্ব হয়েছে ছিলেন বলে
[B] আংটিটি দেখে কোনো প্রিয়জনের কথা মনে পড়েছিল বলে
[C] আংটিটি পেয়ে রাজা ধীবরকে মুক্তি দিয়েছিলেন বলে
[D] আংটিটিতে দামি রত্ন বসানো ছিল বলে
উত্তর: [A] আংটিটি দেখে রাজা বিলম্ব হয়েছে ছিলেন বলে
41. 'ধীবর বৃত্তান্ত' নাট্যাংশ টি কে তরজমা করেছেন?
[A] সত্যচরণ চক্রবর্তী
[B] সত্যপ্রিয় চক্রবর্তী
[C] সত্যব্রত চক্রবর্তী
[D] সত্যনারায়ণ চক্রবর্তী
উত্তর: [D] সত্যনারায়ণ চক্রবর্তী
42. রাজশ্যালক ধীবরকে ছেড়ে দেওয়ার
কথা কাকে নির্দেশ করে বলেছিল?
[A] জানুককে
[B] সূচককে
[C] দুই রক্ষীকে
[D]এদের কাউকেই নয়
উত্তর:- [B] সূচককে নির্দেশ করে বলেছিল।
43. আংটি দেখে মহারাজের মনে পড়েছিল-
[A] নিজের ছোটবেলার স্মৃতি
[B] প্রিয়জনের কথা
[C] রাজ্যাভিষেকের স্মৃতি
[D] যুদ্ধজয়ের স্মৃতি
উত্তর:- [B] প্রিয়জনের কথা
44. জেলে পারিতোষিকের অর্ধেক অর্থ
দিয়েছিল-
[A] আংটির দাম হিসেবে
[B] জালের দাম হিসেবে
[C] মাছের দাম হিসেবে
[D] ফুলের দাম হিসেবে
উত্তর:- [D] ফুলের দাম হিসেবে
45. ধীবরকে বন্ধু বলে মেনে নিলেন-
[A] জানুক
[B] রাজা
[C] রাজশ্যালক
[D] গ্রামরক্ষী
উত্তর:- [C] রাজশ্যালক
46. দুই রক্ষীর নাম ছিল –
[A] জানুক – সূচক
[B] জয় – বিজয়
[C] শুম্ভ – নিশুম্ভ
[D] অমল – বিমল
উত্তর:- [A] জানুক – সূচক
47. ধীবর বৃত্তান্ত নাটকের রচয়িতা
হলেন —
[A] কালিদাস
[B] রবীন্দ্রনাথ ঠাকুর
[C] বানভট্ট
[D] ভাস
উত্তর:- [A] কালিদাস।
48. ধীবর-বৃত্তান্ত নাটকটি সংকলিত
হয়েছে _____ থেকে।
[A] রঘুবংশম্
[B] মৃচ্ছকটিক
[C] অভিজ্ঞান শকুন্তলম্
[D] কুমারসম্ভবম্
উত্তর:- [C] অভিজ্ঞান শকুন্তলম্।
49. বিবাহের পর দুষ্মন্ত ফিরে
গিয়েছিলেন —
[A] হস্তিনাপুরে
[B] স্বর্গে
[C]তপোবনে
[D] কশ্যপের আশ্রমে
উত্তর:- [A] হস্তিনাপুরে।
50. শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন —
[A] ঋষি দুর্বাসা
[B] বিশ্বামিত্র
[C] দোনাচার্য
[D] কৃপাচার্য
উত্তর:- [A] ঋষি দুর্বাসা।
51. শকুন্তলার হাতের আংটি খুলে পড়ে
গিয়েছিল —
[A] তপোবনে
[B] জাহ্নবীর তীরে
[C] বেনারসে
[D] শচীতীর্থে
উত্তর:- [D] শচীতীর্থে।
52. শকুন্তলার হাতের আংটি খুলে পড়ে
গিয়েছিল –
[A] শচীতীর্থে
[B] শচীতীর্থে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময়
[C] নদীতে নৌকা ভ্রমণের সময়
[D] নদীতে সখীদের সঙ্গে জলকেলি করার সময়
উত্তর:- [B] শচীতীর্থে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময়।
53. “আমি একজন জেলে, _________ আমি থাকি।” –শূন্যস্থানে বসবে –
[A] পাটলিপুত্র
[B] শক্রাবতারে
[C] কলিঙ্গদেশে
[D] প্রয়াগে
উত্তর:- খ] শক্রাবতারে আমি থাকি।”।
54. শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন –
[A] দুর্বাসা
[B] বিশ্বামিত্র
[C] কণ্ব
[D] অত্রি
উত্তর:- ক] দুর্বাসা।
55. শকুন্তলাকে পতিগৃহে পাঠানোর
আয়োজন করলেন-
[A] দুর্বাসা
[B] কণ্ব
[C] প্রিয়ংবদা
[D] দুষ্মন্ত
উত্তর:- [B] কণ্ব
অতি সংক্ষিপ্ত | ধীবর বৃত্তান্ত [নাটক] কালিদাস
– নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | WB Class 9 Bengali Dhibar
Britanta SAQ Question and Answer :
1. পতিগৃহে যাবার পর শকুন্তলাকে দেখে দুষ্মন্তের প্রতিক্রিয়া
কি হয়েছিল?
উত্তর:- পতিগৃহে যাবার পর শকুন্তলাকে দেখে দুষ্মন্ত তাকে চিনতে
পারেননি।
2. হাতবাঁধা অবস্থায় এক পুরুষকে সঙ্গে নিয়ে দুই রক্ষীর
প্রবেশ।” — পুরুষ টির হাত বাঁধা কেন?
উত্তর:- পুরুষটির কাছে রাজা দুষ্মন্তের আংটি পাওয়া যাওয়ায় তাকে
চোর সন্দেহে হাত বেঁধে নিয়ে আসা হয়।
3. ধীবরকে কারা ধরে এনেছিল?
উত্তর:- ধীবর কে নগর রক্ষায় নিযুক্ত রাজশ্যালক এবং দুজন রক্ষী সূচক
ও জালুক ধরে নিয়েছিল।
4. আপনারা শান্ত হন।”— বক্তা কাদের শান্ত হওয়ার অনুরোধ
জানিয়েছে?
উত্তর:- ‘ধীবর-বৃত্তান্ত’ নাট্যাংশের প্রধান চরিত্র ধীবর
দুই নগররক্ষীকে শান্ত হওয়ার অনুরোধ জানিয়েছে।
5. ধীবর আংটিটি কোথায় পেয়েছিল?
উত্তর:- ধীবর আংটিটি রুই মাছের পেটে থেকে পেয়েছিল।
6. ধীবর সংসার চালাতো কিভাবে?
উত্তর:- সে জাল, বরশি ইত্যাদি নানা উপায়ে মাছ ধরে সংসার চালাত।
7. রাজা দুষ্মন্তের শ্যালকের কাজ কী ছিল?
উত্তর:- রাজা দুষ্মন্তের শ্যালকের কাজ ছিল নগর রক্ষা করা।
8. ধীবর সম্পর্কে রাজার আদেশ কি ছিল?
উত্তর:- রাজা দুষ্মন্ত ধীবর কে আন্টি টির মূল্যের সমপরিমাণ অর্থ
পরিতোষিক সহ মুক্তি দেবার আদেশ দিয়েছিলেন।
9. আংটিটি পেয়ে রাজার কোন প্রতিক্রিয়া হয়েছিল?
উত্তর:- আংটিটি ফিরেছে রাজা দুষ্মন্ত মুহূর্ত কালের জন্য বিহ্বলভাবে
চেয়েছিল।
10. ‘ধীবর বৃত্তান্ত’ -নাটকটির উৎস লেখ।
উঃ -নাট্যকার কালিদাসের ‘অভিজ্ঞান
শকুন্তলম’ সংস্কৃত নাটক থেকে ধীবর বৃত্তান্ত অংশটি গৃহীত। এটি বাংলায় তরজমা করেছেন
সত্যনারায়ণ চক্রবর্তী।
11. নাটকটি মূল নাটকের কোন অঙ্ক
থেকে নেওয়া ?
উঃ -অভিজ্ঞান ‘শকুন্তলমের’
ষষ্ঠ অঙ্ক থেকে নেওয়া।
12. শকুন্তলার দুই সখীর নাম কী ?
উঃ -অনুসূয়া ও প্রিয়ংবদা।
13. শকুন্তলা কোন ঋষির কাছে
প্রতিপালিত হয়েছেন ?
উঃ -মহর্ষি কণ্ব।
14. শকুন্তলাকে কে অভিশাপ দিয়েছিলেন ?
উঃ -ঋষি দুর্বাসা
15. দুর্বাসা কী অভিশাপ দিয়েছিলেন ?
উঃ -যার চিন্তায় শকুন্তলা মগ্ন হয়ে ঋষি দুর্বাসাকে যথাযথ
আপ্যায়ন করেননি সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবে।
16. কার অনুরোধে কীভাবে শকুন্তলা
অভিশাপ মুক্ত হয় ?
উঃ -শকুন্তলার সখী প্রিয়ংবদার অনুরোধে শকুন্তলা অভিশাপ
মুক্ত হয়।ঋষির কথা মতো , দুষ্মন্ত -শকুন্তলার প্রেমের কোনো স্মৃতিচিহ্ন দেখাতে পারলে
শকুন্তলা অভিশাপ মুক্ত হবে।
17. শকুন্তলার স্মৃতিচিহ্নস্বরূপ
আংটিটি কোথায় হারিয়ে যায়?
উঃ -শচীতীর্থে
18. রাজার নাম খোদাই করা আংটিটি কে, কীভাবে পায় ?
উঃ -রাজার নাম খোদাই করা আংটিটি প্রথমে ধীবর একটি মাছের পেট
থেকে পেয়েছিল। পরবর্তীকালে দুই রক্ষী কর্তৃক রাজশ্যালক এটিকে পায় ও রাজার কাছে
পৌঁছে দেয়।
19. “আপনারা শান্ত হন”-কে, কাদের একথা বলেছে ?
উঃ -চোর হিসেবে অভিযুক্ত জেলেটি [পুরুষ ] নগররক্ষায় নিযুক্ত
দুইরক্ষীকে উদ্দেশ্য করে একথা বলেছেন।
20. “এরকম বলবেন না”-বক্তা কে ? কোন কথার পরিপ্রেক্ষিতে সে কী
বলেছে ?
উঃ -বক্তা হল পুরুষ বা জেলেটি।
শ্যালক যখন তাকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করতে তার জীবিকাকে
ছোটো করতে চেয়েছেন তখন ধীবর একথা বলেছেন। বক্তা জানিয়েছেন যে বৃত্তি নিয়ে মানুষ
জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় হলে তা পরিত্যাগ করা উচিত নয়। বেদজ্ঞ ব্রাহ্মণ
স্বভাবে দয়া পরায়ণ হলেও যজ্ঞীয় পশুবধের সময় নির্দয় হয়ে থাকেন।
21. “মহারাজ এ সম্বাদ শুনে খুশি হবেন”-
মহারাজ কে ?কে, কেন একথা বলেছে ?
উঃ -মহারাজ হলেন রাজা দুষ্মন্ত।
নগররক্ষায় নিযুক্ত দুই রক্ষী উপরোক্ত কথাটি বলেছেন। কারন
তারা মনে করেছে এই কাজে মহারাজ বুঝতে পারবেন রক্ষীরা তাদের যথাযথ দায়িত্ব পালন
করছে। তাই তিনি তার প্রিয় আংটিটি ফিরে পাচ্ছেন।
22. “সব সত্যি বলে প্রমাণিত হয়েছে”-বক্তা কে ? কোন প্রসঙ্গে একথা বলেছেন ?
উঃ -বক্তা হলেন রাজার শ্যালক।
চোর সন্দেহে নগররক্ষায়িযুক্ত দুই রক্ষী ধীবরকে ধরে আনলে
যহারাজার নিকট সেই আংটি ও সংবাদ পরিবেশিত হয়। রাজা সমস্ত কিছু বুঝে ধৃত ধীবরকে
নির্দোষ বলে ঘোষণা করেন। শ্যালক এই সংবাদকে সত্য বলে উল্লেখ করেছেন।
23. “তুমি আমার একজন বিশিষ্ট প্রিয়বন্ধু
হলে”-বক্তা কে ? কাকে, কখন একথা বলেছে ?
উঃ -বক্তা হলেন রাজার শ্যালক।
24. বক্তা পুরুষ জেলেকে উদ্দেশ্য
করে একথা বলেছেন।
মহারাজের মূল্যবান ও স্মৃতিজড়িত আংটি ফিরিয়ে দেওয়ায়
মহারাজ আনন্দিত হন এবং প্রতিদানস্বরূপ আংটির মূল্য সমপরিমাণ অর্থ ধীবরকে প্রদান
করেন। এই অর্থ ধীবরের কাছে প্রয়োজনের অতিরিক্ত হওয়ায় তার অর্ধেক তাদেরকে
ফিরিয়ে দেয়। [জানুক ও সূচক ]এই কথায় এবং আচরণে সন্তুষ্ট হয়ে শ্যালক ধীবরকে
বন্ধু বলে ঘোষণ করে।
25. ‘ধীবর বৃত্তান্ত’ নাটকের প্রেক্ষাপটটি
লেখ।
উঃ -মহর্ষি কন্বের তপোবনে আশ্রিতা হয়ে শকুন্তলাকে গন্ধব মতে বিবাহ
করে রাজধানীতে ফিরে যান। দীর্ঘদিন দুষ্মন্ত-শকুন্তলা যোগাযোগ না থাকায় উদ্বিগ্ন
হয়ে উঠেন শকুন্তলা। এই অবস্থায় ঋষি দুর্বাসা কন্বের তপোবনে এলে যথাযথ আপ্যায়ন
থেকে বঞ্চিত হন ঋষি দুর্বাসা। ক্ষুব্ধ হয়ে তিনি অভিশাপ দেন শকুন্তলাকে যে , যার চিন্তায় সে মগ্ন সে তাকে
ভুলে যাবে। শকুন্তলার এই দুঃসময়ে সখী প্রিয়ংবদার অনুরোধে ঋষি দুর্বাসা বলেন -যদি
শকুন্তলা তাদের প্রেমের কোনো স্মৃতি দেখাতে পারে তাহলে শকুন্তলাকে রাজা চিনতে
পারে। তাই কন্বের পরামর্শে শকুন্তলা সেই স্মৃতিচিহ্ন নিয়ে যাওয়ার পথে রাজধানীতে
অঞ্জলি দেওয়ার সময় আংটি হারিয়ে ফেলে এবং রাজসভায় অপমানিত হয়ে আশ্রমে ফিরে
আসেন।
26. ‘ধীবর বৃত্তান্ত’ নাটকের ধীবরের চরিত্রটি
আলোচনা করো।
উঃ - ‘ধীবর বৃত্তান্ত’ নাটকের কেন্দ্রীয় চরিত্র ধীবর। এই
নাটকে ধীবরের চরিত্রের যে বৈশিষ্ট্যগুলি পাওয়া যায় সেগুলি আলোচনা করা হল-
27. তীর্থ থেকে ফিরে এসে মহর্ষি
কণ্ব কি করেছিলেন?
উত্তর:- শকুন্তলাকে পতিগৃহে অর্থাৎ রাজা দুষ্মন্তের কাছে পাঠাবার
ব্যবস্থা করেছিলেন।
28. দুষ্মন্ত প্রদত্ত আংটিটি
শকুন্তলার কিভাবে হারিয়ে ফেলেছিলেন?
উত্তর:- পতিগৃহে যাবার পথে এসো তিথিতে স্নানের পর শকুন্তলা যখন
অঞ্জলি দিতে যান তখন আংটিটি হাত থেকে খুলে জলে পড়ে গিয়েছিলো। আর এইভাবে আংটি
হারিয়ে যায়।
29. মুক্তি ও পারিতোষিক পেয়ে ধীবর
কি করেছিল?
উত্তর:- মুক্তি পেয়ে খুশিতে ধীবর পারিতোষিকের অর্ধেক রক্ষীদের
ফুলের দাম হিসাবে দিয়েছিল।
30. প্রিয়ংবদার অনুরোধে ঋষি
দুর্বাসা কী বলেছিলেন?
উত্তর:- ঋষি দুর্বাসা বলেছিলেন যে, প্রিয়জন শকুন্তলাকে ভুলে গেলেও কোনো স্মৃতিচিহ্ন দেখালে এই
অভিশাপ দূর হবে।
31. দুষ্মন্ত প্রদত্ত আংটিটি
শকুন্তলা কীভাবে হারিয়ে ফেলেছিলেন?
উত্তর:- শচীতীর্থে স্নানের পরে অঞ্জলি দেওয়ার সময়ে হাত থেকে খুলে
জলে পড়ে গিয়ে শকুন্তলার আংটিটি হারিয়ে যায়।
32. ‘এ অবশ্যই গোসাপ-খাওয়া জেলে হবে’। –
শ্যালক এ সন্দেহ করেছিল কেন?
উত্তর:- ধীবরের গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছিল বলে রাজার শ্যালক
এরকম সন্দেহ করেছিলেন।
33. “মহারাজ এ সংবাদ শুনে খুব খুশি হবেন।” –
কোন সংবাদ শুনে মহারাজের খুশি হওয়ার কথা বলা হয়েছে?
উত্তর:- ধীবরের কাছ থেকে মহারাজের আংটি উদ্ধার করার কথা শুনে
মহারাজা দুষ্মন্ত খুশি হবেন বলে রক্ষীরা এই মন্তব্য করেছে।
34. ‘চলরে গাঁটকাটা’ – তাকে কোথায় নিয়ে
যাওয়ার কথা বলা হয়েছে?
উত্তর:- গাঁটকাটা অর্থাৎ ধীবরকে রাজবাড়িতে নিয়ে যাওয়ার কথা বলা
হয়েছে।
35. ধীবরকে ছেড়ে দেওয়ার নির্দেশ
শুনে দ্বিতীয় রক্ষীর আচরণ কেমন ছিল?
উত্তর:- ধীবরকে ছেড়ে দেওয়ার নির্দেশ শুনে দ্বিতীয় রক্ষী হিংসাভরা
বক্রোক্তি করেছিল।
36. শকুন্তলার সঙ্গে কার বিবাহ
হয়েছিল?
উত্তর:- শকুন্তলার সঙ্গে রাজা দুষ্মন্তের বিবাহ হয়েছিল।
37. দুষ্মন্ত শকুন্তলার বিয়ে
কোথায় হয়েছিল?
উত্তর:- ঋষি কণ্বের আশ্রমে দুষ্মন্ত শকুন্তলার বিয়ে হয়েছিল।
38. ঋষি কণ্বের অবর্তমানে কোন ঋষি
তার আশ্রমে এসেছিলেন?
উত্তর:- ঋষি কর্ণের আবর্তমানে ঋষি দুর্বাসা তার আশ্রমে এসেছিলেন।
39. শকুন্তলাকে কে অভিশাপ
দিয়েছিলেন?
উত্তর:- ঋষি দুর্বাসা শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন।
40. শকুন্তলাকে দুর্বাসার অভিশাপ
দিয়েছিলেন কেন?
উত্তর:- স্বামী দুষ্মন্তের চিন্তায় অন্যমনস্ক হয়ে পড়ায় শকুন্তলা
দুর্বাসার আগমন সংবাদ বুঝতে পারেননি। এই অবহেলাই অপমানিত হয় দুর্বাসা শকুন্তলা’
কে অভিশাপ দেয়।
41. দুর্বাসা মুনি শকুন্তলাকে কি
অভিশাপ দিয়েছিলেন?
উত্তর:- দুর্বাসা মুনি শকুন্তলাকে এই বলে অভিশাপ দিয়েছিলেন যে যার
চিন্তায় মগ্ন সে ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন।
42. শকুন্তলার সখির নাম কি ছিল?
উত্তর:- শকুন্তলার শখের নাম ছিল প্রিয়ংবদা।
43. দুর্বাসা মুনি কিভাবে তার
অভিশাপের প্রভাব দূর হবে বলে জানিয়েছিলেন?
উত্তর:- প্রিয়ংবদার বিশেষ অনুরোধে দুর্বাসা মুনি জানিয়েছিলেন, যদি তিনি কোন নিদর্শন তার
প্রিয়জনকে দেখাতে পারেন তবে অভিশাপের প্রভাব দূর হবে।
44. ‘আপনারা অনুগ্রহ করে শুনুন’। – কোন কথা
বক্তা শোনাতে চেয়েছে?
উত্তর:- ধীবর বৃত্তান্ত নাট্যাংশে আলোচ্য উক্তিটির বক্তা ধীবর
নগররক্ষীদের কাছে নিজের পরিচয় এবং কীভাবে সে রাজার আংটিটি পেয়েছে সে কথা শোনাতে
চেয়েছে।
45. “প্রভু, অনুগৃহীত হলাম।” –কীভাবে বক্তা
অনুগৃহীত হয়েছিল?
উত্তর:- মহারাজ আংটি ফিরে পেয়ে তার মুল্যের সমপরিমাণ অর্থ ধীবরকে
দেওয়ায় সে অনুগৃহীত হয়েছিল।
46. ধীবরের কথামতো বেদজ্ঞ ব্রাহ্মণ
কখন নির্দয় হয়ে থাকেন?
উত্তর:- ধীবরের কথামতো বেদজ্ঞ ব্রাহ্মণ যজ্ঞীয় পশুবধের সময় নির্দয়
হয়ে থাকেন।
47. জেলে তার পারিতোষিকের অর্ধেক
অর্থ কী করতে চেয়েছিল?
উত্তর:- রক্ষীরা ধীবরকে মারার আগে যে ফুলের মালা তার গলায় পরাতে
চেয়েছিল, রাজার দেওয়া পারিতোষিকের অর্ধেক
অর্থ সেই ফুলের দাম হিসেবে ধীবর দিতে চেয়েছিল।
” ধীবর বৃত্তান্ত (নাটক) কালিদাস নবম
শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক নবম
শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Nine IX/ WB Class 9 / WBBSE / Class
9 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 9 Exam / Class 9th
/ WB Class 9 / Class 9 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে নবম
শ্রেণীর বাংলা পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( নবম
শ্রেণীর বাংলা সাজেশন / নবম শ্রেণীর বাংলা প্রশ্ও উত্তর । Class 9 Bengali Suggestion / Class 9
Bengali Question and Answer / Class 9 Bengali Suggestion / Class 9
Pariksha Bengali Suggestion / Bengali Class 9 Exam Guide / MCQ , Short ,
Descriptive Type Question and Answer / Class 9 Bengali Suggestion FREE PDF
Download)
ধীবর
বৃত্তান্ত (নাটক) কালিদাস প্রশ্ন ও উত্তর
(Class 9 Bengali Suggestion / West Bengal Nine IXQuestion
and Answer, Suggestion / WBBSE Class 9th Bengali Suggestion / Class 9
Bengali Question and Answer / Class 9 Bengali Suggestion
/ Class 9 Pariksha Suggestion / Class 9 Bengali Exam Guide / Class 9
Bengali Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018,
2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 9 Bengali Suggestion MCQ
, Short , Descriptive Type Question and Answer. / Class 9
Bengali Suggestion FREE PDF Download) সফল হবে।
ধীবর
বৃত্তান্ত (নাটক) কালিদাস প্রশ্ন ও উত্তর
ধীবর বৃত্তান্ত
(নাটক) কালিদাস প্রশ্ন ও উত্তর | ধীবর বৃত্তান্ত (নাটক) কালিদাস Class
9 Bengali Question and Answer Suggestion নবম
শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – ধীবর বৃত্তান্ত (নাটক) কালিদাস প্রশ্ন ও উত্তর। ধীবর বৃত্তান্ত (নাটক) কালিদাস MCQ প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণীর বাংলা ] ধীবর বৃত্তান্ত (নাটক) কালিদাস MCQ প্রশ্ন ও উত্তর | ধীবর বৃত্তান্ত (নাটক) কালিদাস Class
9 Bengali Question and Answer Suggestion নবম
শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – ধীবর বৃত্তান্ত (নাটক) কালিদাস MCQ প্রশ্ন উত্তর।
নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – ধীবর বৃত্তান্ত (নাটক) কালিদাস
ধীবর
বৃত্তান্ত (নাটক) কালিদাস SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির বাংলা ধীবর বৃত্তান্ত (নাটক) কালিদাস SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | ধীবর বৃত্তান্ত (নাটক) কালিদাস Class
9 Bengali Question and Answer Suggestion নবম
শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – ধীবর বৃত্তান্ত (নাটক) কালিদাস SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। ধীবর বৃত্তান্ত (নাটক) কালিদাস MCQ প্রশ্ন উত্তর – অষ্টম শ্রেণি বাংলা | Class 9 Bengali
অষ্টম শ্রেণি বাংলা (Class 9 Bengali ) – ধীবর বৃত্তান্ত (নাটক) কালিদাস প্রশ্ন ও উত্তর | ধীবর বৃত্তান্ত (নাটক) কালিদাস | Class 9 Bengali Suggestion অষ্টম শ্রেণি বাংলা – ধীবর বৃত্তান্ত (নাটক) কালিদাস প্রশ্ন উত্তর।
নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির বাংলা প্রশ্ন ও উত্তর – ধীবর বৃত্তান্ত (নাটক) কালিদাস প্রশ্ন উত্তর |
Class 9 Bengali Question and Answer, Suggestion নবম
শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – ধীবর বৃত্তান্ত (নাটক) কালিদাস | নবম
শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – ধীবর বৃত্তান্ত (নাটক) কালিদাস | ধীবর বৃত্তান্ত (নাটক) কালিদাস নবম
শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – ধীবর বৃত্তান্ত (নাটক) কালিদাস | নবম
শ্রেণীর বাংলা সহায়ক – ধীবর বৃত্তান্ত (নাটক) কালিদাস প্রশ্ন ও উত্তর । Class
9 Bengali Question and Answer, Suggestion | Class 9 Bengali Question
and Answer Suggestion | Class 9 Bengali Question and Answer Notes |
West Bengal Class 9th Bengali Question and Answer Suggestion.
WBBSE Class 9th Bengali Suggestion
| নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – ধীবর বৃত্তান্ত (নাটক) কালিদাস
নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – ধীবর বৃত্তান্ত (নাটক) কালিদাস MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 9 Bengali Question and Answer,
Suggestion নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – ধীবর বৃত্তান্ত (নাটক) কালিদাস প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | ধীবর বৃত্তান্ত (নাটক) কালিদাস । Class 9 Bengali Question and Answer
Suggestion.
WBBSE Class 9 Bengali Suggestion নবম
শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – ধীবর বৃত্তান্ত (নাটক) কালিদাস প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । ধীবর বৃত্তান্ত (নাটক) কালিদাস | Class 9 Bengali Suggestion নবম
শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – ধীবর বৃত্তান্ত (নাটক) কালিদাস প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।
WB Class 9 Bengali Suggestion | নবম
শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – ধীবর বৃত্তান্ত (নাটক) কালিদাস MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর
Class 9 Bengali Question and Answer
Suggestions | নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – ধীবর বৃত্তান্ত (নাটক) কালিদাস | নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর Class 9 Bengali Question and
Answer নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – ধীবর বৃত্তান্ত (নাটক) কালিদাস নবম
শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর Class 9 Bengali Question and
Answer নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – ধীবর বৃত্তান্ত (নাটক) কালিদাস MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।
WB Class 9 Bengali Suggestion | নবম
শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – ধীবর বৃত্তান্ত (নাটক) কালিদাস MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর
Class 9 Bengali Question and Answer
Suggestion নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – ধীবর বৃত্তান্ত (নাটক) কালিদাস MCQ প্রশ্ন ও উত্তর । Class 9 Bengali Question and Answer
Suggestion নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর। West Bengal Class 9 Bengali Suggestion Download
WBBSE Class 9th Bengali short question suggestion . Class 9
Bengali Suggestion download Class 9th Question Paper Bengali. WB
Class 9 Bengali suggestion and important question and answer. Class 9
Suggestion pdf.
ধীবর
বৃত্তান্ত (নাটক) কালিদাস নবম শ্রেণীর বাংলা পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। নবম শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।
Class 9 Bengali Question and Answer Question
and Answer prepared by expert subject teachers. WB Class 9 Bengali Suggestion
with 100% Common in the Examination .Class Nine IXBengali Suggestion
| West Bengal Board of Secondary Education (WBBSE) Class 9 Exam Class 9
Bengali Question and Answer, Suggestion Download PDF: West Bengal
Board of Secondary Education (WBBSE) Class 9 Nine IXBengali Suggestion is
provided here. Class 9 Bengali Question and Answer Suggestion
Questions Answers PDF Download Link in Free here.
ধীবর
বৃত্তান্ত (নাটক) কালিদাস নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali Question and Answer
with FREE PDF Download Link
ধীবর
বৃত্তান্ত (নাটক) কালিদাস নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর |
Class 9 Bengali Question and Answer ধীবর বৃত্তান্ত (নাটক) কালিদাস নবম
শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali Question and Answer ”