নবম শ্রেণীর ভূগোল : পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WBBSE Class 9th Geography Question and Answer

নবম শ্রেণীর ভূগোল : পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর | WBBSE Class 9th Geography Question and Answer

পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর | Class 9 Geography Question and Answer : পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর | Class 9 Geography Question and Answer নিচে দেওয়া হলো এই West Bengal WBBSE Class 9th Geography Question and Answer, Suggestion, Notes | নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরপশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 9th Nine IXGeography Examination – পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট নবম শ্রেণীর ভূগোল পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর | Class 9 Geography Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি

 

1. গঙ্গা মুর্শিদাবাদের কোন অংশে দুটি ভাগে ভাগ হয়েছে?

[A] ভগবানগোলা

[B] ভগবানপুর

[C] ভগবাননগর

[D] কোনটিই নয়

উত্তর:- [A] ভগবানগোলা অংশে দুটি ভাগে ভাগ হয়েছে।

2. পশ্চিমবঙ্গ কয়টি প্রতিবেশী রাজ্য দ্বারা পরিবেষ্টিত?

[A] 4টি

[B] 6টি

[C] 7টি

[D] 5টি

উত্তর:- [D] 5টি প্রতিবেশী রাজ্য দ্বারা পরিবেষ্টিত।

3. উত্তরবঙ্গের বৃহত্তম নদী—

[A] তিস্তা

[B] তোর্সা

[C] বালাসন

[D] জলঢাকা

উত্তর:- [A] তিস্তা

4. মালদহ জেলার মহানন্দা নদীর পশ্চিমের নবীন ভূভাগকে বলে—

[A] দিয়ারা

[B] বরেন্দ্রভূমি

[C] তাল

[D] ডুয়ার্স

উত্তর:- [A] দিয়ারা

5. পোড়ামাটির পুতুল ও মূর্তি বিশ্ববিখ্যাত –

[A] ঘাটালের

[B] চণ্ডিপুরের

[C] শান্তিপুরের

[D] বিষ্ণুপুরের

উত্তর:- [D] বিষ্ণুপুরের

6. লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র হল—

[A] খড়গপুর

[B] কাকদ্বীপ

[C] দুর্গাপুর

[D] ইসলামপুর

উত্তর:- [C] দুর্গাপুর

7. সল্টলেকে গড়ে উঠেছে –

[A] লৌহ ইস্পাত শিল্প

[B] তথ্যপ্রযুক্তি শিল্প

[C] পাট শিল্প

[D] কার্পাস বয়ন শিল্প

উত্তর:- [B] তথ্যপ্রযুক্তি শিল্প

8. পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর –

[A] দিঘা

[B] কাহি

[C] তমলুক

[D] ঘাটাল

উত্তর:- [C] তমলুক

9. জলঢাকা নদীর একটি উপনদী হল—

[A] রিলি

[B] সেবক

[C] ডায়না

[D] বালাসন

উত্তর:- [C] ডায়না

10. মৎস্য বন্দর গড়ে উঠেছে –

[A] শংকরপুরে

[B] কৃষ্ণনগরে

[C] বাঁকুড়াতে

[D] বালুরঘাটে

উত্তর:- [A] শংকরপুরে

11. পার্বত্য অঞ্চলের মাটিতে ভালো জন্মায়—

[A] জাম

[B] কাঁঠাল

[C] আতা

[D] কমলালেবু

উত্তর:- [D] কমলালেবু

12. মালদহ জেলার মহানন্দা নদীর পশ্চিমের নবীন ভূভাগকে বলে—

[A] দিয়ারা

[B] বরেন্দ্রভূমি

[C] তাল

[D] ডুয়ার্স

উত্তর:- [A] দিয়ারা

13. পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী দেশের সংখ্যা—

[A] 2

[B] 3

[C] 4

[D] 5

উত্তর:- [B] 3

14. তথ্য আদানপ্রদানকারী, হার্ডওয়্যার ও সফটওয়্যার সংক্রান্ত কার্যাবলির একত্রীকরণ হল—

[A] পর্যটন শিল্প

[B] তাঁত শিল্প

[C] তথ্যপ্রযুক্তি শিল্প

[D] খাদ্যপ্রক্রিয়াকরণ শিল্প

উত্তর:- [C] তথ্যপ্রযুক্তি শিল্প

15. একটি চিরপ্রবাহী নদী হল—

[A] রূপনারায়ণ

[B] ইছামতী

[C] তিস্তা

[D] সুবর্ণরেখা

উত্তর:- [C] তিস্তা

16. পশ্চিমবঙ্গের পূর্ব-পশ্চিমে বিস্তার প্রায়—

[A] 650 কিলোমিটার

[B] 325 কিলোমিটার

[C] 395 কিলোমিটার

[D] 610 কিলোমিটার

উত্তর:- [B] 325 কিলোমিটার

17. বরাকর নদীর উৎস নদী—

[A] গঙ্গা

[B] মহানদী

[C] দামোদর

[D] তিস্তা

উত্তর:- [C] দামোদর

18. উত্তরবঙ্গের নদীগুলির একটি অন্যতম বৈশিষ্ট্য হল-

[A] নদীগুলি খরস্রোতা নয়

[B] বরফগলা জলে পুষ্ট

[C] নদীগুলির অসংখ্য শাখানদী আছে।

[D] অধিকাংশ নদী পশ্চিমবাহিনী

উত্তর:- [B] বরফগলা জলে পুষ্ট।

19. ঠিক জোড়াটি নির্বাচন করো –

[A] দামোদর নদ – পশ্চিমের উত্তরের পার্বত্য অঞ্চল

[B] কালিম্পং জেলা – সমুদ্র থেকে দূরবর্তী স্থান

[C] পডসল মৃত্তিকা – পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চল

[D] অ্যালপাইন উদ্ভিদ – সুন্দরবন অঞ্চল

উত্তর:- [B] কালিম্পং জেলা – সমুদ্র থেকে দূরবর্তী স্থান।

20. ঠিক জোড়াটি নির্বাচন করো-

[A] তিস্তা নদী- জোয়ারের জলে পুষ্ট

[B] দার্জিলিং জেলাদৈনিক উষ্ণতার প্রসর বেশি

[C] মালভূমির ল্যাটেরাইট মৃত্তিকা – জলধারণ ক্ষমতা কম

[D] পাইন – ম্যানগ্রোভ উদ্ভিদ

উত্তর:- [C] মালভূমির ল্যাটেরাইট মৃত্তিকা – জলধারণ ক্ষমতা কম।

21. উত্তর-পূর্ব ভারতের ‘প্রবেশদ্বার' হল –

 [A] শিলিগুড়ি

 [B] শিলং

[C] কলকাতা

 [D] সুন্দরবন

উত্তর:-  [A] শিলিগুড়ি

22. পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রসারিত হয়েছে

[A] কর্কটক্রান্তি রেখা

 [B] মকরক্রান্তি রেখা

[C] বিষুবরেখা

 [D] মূলমধ্যরেখা

উত্তর:- [A] কর্কটক্রান্তি রেখা

23. আয়তনে প্রতিবেশী রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের স্থান হল –

[A] দ্বিতীয়

 [B] তৃতীয়

[C] চতুর্থ

[D] পঞ্চম

উত্তর:-  [B] তৃতীয়

24. সবচেয়ে বেশি উড়িষ্যা ,বিহার ,পশ্চিমবঙ্গ জনসংখ্যার বিচারে প্রতিবেশী রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের স্থান—

[A] প্রথম

[B] দ্বিতীয়

[C] তৃতীয়

 [D] চতুর্থ

উত্তর:- [B] দ্বিতীয়

25. উত্তরবঙ্গের নদীগুলির একটি অন্যতম বৈশিষ্ট্য হল-

[A] নদীগুলি খরস্রোতা নয়

[B] বরফগলা জলে পুষ্ট

[C] নদীগুলির অসংখ্য শাখানদী আছে।

[D] অধিকাংশ নদী পশ্চিমবাহিনী

উত্তর- উত্তরবঙ্গের নদীগুলির একটি অন্যতম বৈশিষ্ট্য হল- [B] বরফগলা জলে পুষ্ট।

26. ঠিক জোড়াটি নির্বাচন করো –

[A] দামোদর নদ – পশ্চিমের উত্তরের পার্বত্য অঞ্চল

[B] কালিম্পং জেলা – সমুদ্র থেকে দূরবর্তী স্থান

[C] পডসল মৃত্তিকা – পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চল

[D] অ্যালপাইন উদ্ভিদসুন্দরবন অঞ্চল

উত্তর- [B] কালিম্পং জেলা – সমুদ্র থেকে দূরবর্তী স্থান।

27. ঠিক জোড়াটি নির্বাচন করো-

[A] তিস্তা নদী- জোয়ারের জলে পুষ্ট

[B] দার্জিলিং জেলা – দৈনিক উষ্ণতার প্রসর বেশি

[C] মালভূমির ল্যাটেরাইট মৃত্তিকা – জলধারণ ক্ষমতা কম

[D] পাইন – ম্যানগ্রোভ উদ্ভিদ

উত্তর- [C] মালভূমির ল্যাটেরাইট মৃত্তিকা – জলধারণ ক্ষমতা কম।

28. গঙ্গা মুর্শিদাবাদের কোন অংশে দুটি ভাগে ভাগ হয়েছে?

[A] ভগবানগোলা

[B] ভগবানপুর

[C] ভগবাননগর

[D] কোনটিই নয়

উত্তর – গঙ্গা মুর্শিদাবাদের [A] ভগবানগোলা অংশে দুটি ভাগে ভাগ হয়েছে।

29. পশ্চিমবঙ্গ কয়টি প্রতিবেশী রাজ্য দ্বারা পরিবেষ্টিত?

[A] 4টি

[B] 6টি

[C] 7টি

[D] 5টি

উত্তর – পশ্চিমবঙ্গ [D] 5টি প্রতিবেশী রাজ্য দ্বারা পরিবেষ্টিত।

30. ভূ-প্রকৃতি অনুসারে পশ্চিমবঙ্গকে ভাগ করা যায়—

[A] ২টি ভাগে

[B] ৩টি ভাগে

[C] ৪টি ভাগে

 [D] ৫টি ভাগে |

উত্তর:- খ] ৩টি ভাগে

31. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হল—

[A] কাঞ্চনজঙ্ঘা

[B] সান্দাকফু

[C] টাইগার হিল

[D] কোনোটাই নয় সুন

উত্তর:- [B] সান্দাকফু

32. সক্রিয় বদ্বীপ দেখা যায় পশ্চিমবঙ্গের—

[A] উত্তরের সমভূমি

[B] গাঙ্গেয় বদ্বীপ

[C] সুন্দরবন

[D] মেদিনীপুর |

উত্তর:-  [C] সুন্দরবন

33. নিয়মিত জোয়ারভাটা হয় পশ্চিমবঙ্গের—

[A] মাতলা

[B] লিস

[C] সুবর্ণরেখা

[D] তিস্তা নদীতে

উত্তর:- [A] মাতলা

34. পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল দিয়ে প্রবাহিত একটি নদীর নাম হল—

[A] ময়ূরাক্ষী

[B] তোর্সা

[C] বিদ্যাধরী

[D] জলঢাকা

উত্তর:- [A] ময়ূরাক্ষী

35. পশ্চিমবঙ্গের একটি পূর্ববাহিনী নদীর নাম হল-

[A] মহানন্দা

 [B] দামোদর

 [C] পিয়ালি

[D] মেচি

উত্তর:-  [B] দামোদর

36. পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে প্রবাহিত একটি নদী হল –

[A] তিস্তা

[B] দামোদর

[C] গোসাবা

[D] সুবর্ণরেখা

উত্তর:- [A] তিস্তা

37. পশ্চিমবঙ্গে সারাবছরে ঋতু দেখা যায়—

[A] ৪টি

[B] ৫টি

[C] ৬টি

[D] ৭টি

উত্তর:-  [A] ৪টি

38. পশ্চিমবঙ্গ—

[A] নিরক্ষীয় জলবায়ু,

[B] মৌসুমি জলবায়ু

[C] পার্বত্য জলবায়ু

[D] তুন্দ্রা জলবায়ু অঞ্চলে অন্তর্গত

উত্তর:-  [B] মৌসুমি জলবায়ু

39. পশ্চিমবঙ্গে কালবৈশাখী ঝড় দেখা যায়-

[A] এপ্রিল-মে

[B] জুন-জুলাই

[C] আগস্ট-সেপ্টেম্বর

[D] মে-জুন মাসে

উত্তর:- [A] এপ্রিল-মে

40. পশ্চিমবঙ্গে সর্বাধিক বৃষ্টিপাত হয় –

 [A] সুন্দরবন

 [B] দিঘা-শংকরপুর

 গ] পার্বত্য

[D] হাওড়া অঞ্চলে

উত্তর:-  [C] পার্বত্য

41. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হল –

[A] সন্দাক্‌ফু

[B] ফালুট

[C] সবরগ্রাম

[D] টাংলু

উত্তরঃ- [A] সন্দাক্‌ফু

42. নিম্নলিখিত কোন্‌ নদীটিকে ‘পশ্চিমবঙ্গের দুঃখ’ বলা হত –

[A] অজয়

[B] ময়ূরাক্ষী

[C] শিলাই

[D] দামোদর

উত্তরঃ- [D] দামোদর

43. কোন্‌ অঞ্চলের উদ্ভিদে শ্বাসমূল দেখা যায় –

[A] পার্বত্য

[B] সুন্দরবন

[C] মালভূমি

[D] তরাই

উত্তরঃ- [B] সুন্দরবন

44. নিম্নলিখিত কোন্‌টি সোনালি তন্তু –

[A] কার্পাস

[B] চা

[C] পাট

[D] ধান

উত্তরঃ- [C] পাট

45. শৈলশহরের রানি বলা হত –

[A] দার্জিলিং

[B] কার্সিয়াং

[C] কালিম্পং

[D] মিরিখ

উত্তরঃ- [A] দার্জিলিং

46. নিম্নলিখিত কোন্‌টি ইস্পাত সংস্থা –

[A] NTPC

[B] NHPC

[C] SAIL

[D] MNRE

উত্তরঃ- [C] SAIL

47. ভারতের প্রথম বস্ত্র শিল্পকারখানা গড়ে ওঠে –

[A] হুগলি জেলায়

[B] নদীয়া জেলায়

[C] কলকাতা জেলায়

[D] হাওড়া জেলায়

উত্তরঃ- [D] হাওড়া জেলায়

48. কোন্‌টি বন্দর ভিত্তিক শিল্পাঞ্চল –

[A] শিলিগুড়ি

[B] ফারাক্কা

[C] হলদিয়া

[D] দুর্গাপুর

উত্তরঃ- [C] হলদিয়া

পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল সাজেশন প্রশ্ন উত্তর Class 9 Geography Suggestion | West Bengal WBBSE Class Nine IX(Class 9th) Geography Question and Answer Suggestion

 

1. পশ্চিমবঙ্গের তিনটি পূর্ববাহিনী নদীর নাম কর।

উত্তর:- দামোদর, অজয়, ময়ূরাক্ষী।

2. পশ্চিমবঙ্গের একটি নদীর নাম লেখ যাতে জোয়ার-ভাঁটা দেখা যায়।

উত্তর:- হুগলী নদী।

3. পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল দিয়ে প্রবাহিত একটি নদীর নাম লেখ।

উত্তর:- ময়ূরাক্ষী।

4. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কী?

উত্তর:- গোরগাবুরু।

5. তরাই অঞ্চলে প্রবাহিত একটি নদীর নাম লেখ।

উত্তর:- তিস্তা।

6. পশ্চিমবঙ্গের কোন ভূ-প্রাকৃতিক অঞ্চলে বালিয়াড়ি দেখা যায়?

উত্তর:- উপকূলের বালুকাময় সমভূমিতে।

7. রাঢ় অঞ্চলে কোন শ্রেণির মাটি দেখা যায়?

উত্তর:- ল্যাটেরাইট জাতীয় লাল মাটি।

8. পশ্চিমবঙ্গের বরেন্দ্রভূমির মাটি কী জাতীয়?

উত্তর:- ল্যাটেরাইট।

9. সুন্দরবন অঞ্চলে কোন প্রকার মাটি দেখা যায়?

উত্তর:- লবণাক্ত।

10. পশ্চিমবঙ্গের কোন ভূ-প্রাকৃতিক অঞ্চলে মামা-ভাগ্নে পাহাড় অবস্থিত?

উত্তর:- পশ্চিমের মালভূমি অঞ্চলে।

11. পশ্চিমবঙ্গের মালভূমিতে অবস্থিত একটি পাহাড়ের নাম কর।

উত্তর:- অযোধ্যা পাহাড়।

12. বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ পশ্চিমবঙ্গের কোন ভূ-প্রাকৃতিক অঞ্চলে অবস্থিত?

উত্তর:- পশ্চিমের মালভূমি অঞ্চলে।

13. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে অবস্থিত একটি জলপ্রপাতের নাম লেখ।

উত্তর:- ব্রাহ্মণী।

14. দামোদর নদীর প্রধান শাখার নাম কী?

উত্তর:- মুণ্ডেশ্বরী।

15. পশ্চিমবঙ্গের কোথায় সর্বাপেক্ষা বেশী বৃষ্টিপাত হয়?

উত্তর:- দার্জিলিং –এ।

16. পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলার কোনটি?

উত্তর:- পুরুলিয়া জেলা।

17. বাংলার দুঃখ কোন নদকে বলা হয়?

উত্তর:- দামোদর নদকে।

18. ‘তরাই’ কথাটির অর্থ কি?

উত্তর:- স্যাঁতস্যাঁতে

19. তিস্তা নদীর উৎস কি?

উত্তর:- জিমু হিমবাহ

20. পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালীন ঝড়কে কি বলে?

উত্তর:- কালবৈশাখী

21. কোন্‌ জেলাকে পশ্চিমবঙ্গের ‘ধানের গোলা’ বলা হয়?

উত্তর:- বর্ধমান

22. পূর্বের শেফিল্ড কাকে বলা হয়?

উত্তর:- হাওড়াকে

23. পশ্চিমবঙ্গে অবস্থিত দুটি ‘ফুড পার্ক’-এর নাম লেখো।

উত্তর:- শংকরপুর ও কাকদ্বীপ।

24. পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থানটির নাম কী?

উত্তর:- আসানসোল।

25. পশ্চিমবঙ্গের আয়তন কত?

উত্তর:- ৮৭৮৫৩ বর্গ কিমি।

26. ভূপ্রকৃতির বৈচিত্র্য অনুসারে পশ্চিমবঙ্গকে প্রধানত কটি অঞ্চলে ভাগ করা যায়? কী কী?

উত্তর:- তিনটি ভূপ্রাকৃতিক অঞ্চলে। যথা – উত্তরের পার্বত্য অঞ্চল, পশ্চিমের মালভূমি অঞ্চল এবং সমভূমি অঞ্চল।

27. দার্জিলিং পর্বতশ্রেণির অন্য আর এক নাম কী?

উত্তর:- ঘুম রেঞ্জ।

28. টাইগার হিলের উচ্চতা কত?

উত্তর:- ২,৫৭৩ মিটার।

29. ঋষিলা পর্বতের উচ্চতা কত? এটি কোন শহরের কাছে অবস্থিত?

উত্তর:- ৩,১২১ মিটার। এটি কালিম্পং শহরের কাছে অবস্থিত।

30. অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী? এর উচ্চতা কত?

উত্তর:- গোরগাবুরু। এর উচ্চতা ৬৭৭ মিটার।

31. বাঁকুড়া, বীরভূম ও মেদিনীপুর জেলায় অবস্থিত একটি করে পাহাড়ের নাম লেখ।

উত্তর:- বাঁকুড়া – বিহারীনাথ, শুশুনিয়া বীরভূম – মথুরাখালি মেদিনীপুর – বেলপাহাড়ী।

32. উত্তরবঙ্গের তিনটি নদীর নাম লেখ।

উত্তর:- তিস্তা, জলঢাকা, মহানন্দা।

33. সুন্দরবন অঞ্চলে অবস্থিত তিনটি নদীর নাম লেখ।

উত্তর:- সপ্তমুখী, মাতলা, গোসাবা, বিদ্যাধরী।

34. পশ্চিমবঙ্গে প্রবাহিত একটি বরফগলা জলে পুষ্ট, একটি বর্ষার জলে পুষ্ট ও একটি জোয়ারের জলে পুষ্ট নদীর নাম লেখ।

উত্তর:- বরফগলা জলে পুষ্ট – গঙ্গা নদী।

35. বৃষ্টির জলে পুষ্ট – অজয়

জোয়ারের জলে পুষ্ট – মাতলা।

36. ভাগীরথী-হুগলী নদীর প্রধান উপনদীগুলির নাম লেখ।

উত্তর:- অজয়, দামোদর, ময়ূরাক্ষী, রূপনারায়ণ ও হলদি।

37. ভাগীরথী-হুগলী নদীর পূর্ব-দিক দিয়ে প্রবাহিত নদীগুলির নাম লেখ।

উত্তর:- জলঙ্গী, ভৈরবী, মাথাভাঙ্গা, চুর্ণী, ইছামতী, বিদ্যাধরী, কালিন্দী, মাতলা, রায়মঙ্গল, পিয়ালী ও সপ্তমুখী।

38. পশ্চিমবঙ্গে সারা বৎসরে কী কী ঋতু দেখা যায়?

উত্তর:- গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত।

39. পশ্চিমবঙ্গের জলবায়ু কোন বায়ুপ্রবাহের দ্বারা সর্বাধিক প্রভাবিত হয়?

উত্তর:- মৌসুমী বায়ুপ্রবাহের দ্বারা।

40. পশ্চিমবঙ্গের জলবায়ু কী প্রকৃতির?

উত্তর:- ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির।

41. পশ্চিমবঙ্গের জলবায়ু কোন বায়ুপ্রবাহের দ্বারা সর্বাধিক প্রভাবিত?

উত্তর:- মৌসুমী বায়ু, বিশেষত দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুপ্রবাহের দ্বারা সর্বাধিক প্রভাবিত হয়।

42. পশ্চিমবঙ্গে কোন মাসে কালবৈশাখীর প্রাদুর্ভাব বেশি?

উত্তর:- গ্রীষ্মের শুরুতে চৈত্র-বৈশাখ মাসে।

43. কোন বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয়?

উত্তর:- দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে।

44. পশ্চিমবঙ্গের কোন অংশে গ্রীষ্মকালেও পশমের বস্ত্র প্রয়োজন হয়?

উত্তর:- দার্জিলিং-এর পার্বত্য অঞ্চলে।

45. পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কী এবং উচ্চতা কত?

উত্তর:- সান্দাকফু [৩৬৩০ মিটার]।

46. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে অবস্থিত একটি পাহাড়ের নাম কর।

উত্তর:- অযোধ্যা পাহাড়।

47. পশ্চিমবঙ্গের কোন অংশে অনেক বালিয়াড়ি দেখা যায়?

উত্তর:- পশ্চিমবঙ্গের দক্ষিণে মেদিনীপুর জেলা বঙ্গোপসাগরীয় উপকূলে যার আর এক নাম দীঘা কাঁথি উপকূল।

48. রাঢ় অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত একটি নদীর নাম কর।

উত্তর:- দামোদর নদ।

49. কোন কোন নদীর মিলিত প্রবাহের নাম রূপনারায়ণ?

উত্তর:- শিলাবতী ও দারকেশ্বর।

50. পশ্চিমবঙ্গের একটি নদীর নাম কর যাতে জোয়ার ভাটা হয়।

উত্তর:- হুগলী নদী।

51. সুন্দরবন নামকরণের কারণ কী?

উত্তর:- উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলার দক্ষিণাংশে বঙ্গোপসাগর সংলগ্ন এলাকার বিস্তৃর্ণ অঞ্চল জুড়ে চিরসবুজ ম্যানগ্রোভ বনভূমি আছে। ওই বনভূমিতে বিভিন্ন ধরণের গাছের মধ্যে সুন্দরী নামে এক ধরণের গাছ বেশি দেখা যাউ বলে ঐ বনভূমির নাম হয়েছে সুন্দরবন।

52. গঙ্গা ব-দ্বীপের সক্রিয় অংশ কোনটি?

উত্তর:- সুন্দরবন অঞ্চল।

53. কোন শৈলশিরা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে?

উত্তর:- সিঙ্গলিলা শৈলশিরা।

54. পশ্চিমবঙ্গের কোন স্থানে সর্বাধিক বৃষ্টিপাত হয়?

উত্তর:- বক্সা দুয়ার-এ।

55. তিস্তা নদীটি কোথা থেকে উৎপত্তি লাভ করেছে?

উত্তর:- তিস্তা নদীটি সিকিম হিমবাহের জেমু হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে।

56. পশ্চিমবঙ্গের নবীনতম অংশ কোনটি?

উত্তর:- গঙ্গা ব-দ্বীপ। বিশেষত এই ব-দ্বীপের দক্ষিনাংশের সুন্দরবন এলাকা।

57. পশ্চিমবঙ্গের কোন অঞ্চল ডুয়ার্স নামে পরিচিত?

উত্তর:- পশ্চিমবঙ্গের উত্তরাংশে জলপাইগুড়ি জেলার অরণ্যপূর্ণ তরাই অঞ্চল ডুয়ার্স নামে পরিচিত।

58. পশ্চিমবঙ্গের কোন নদী গঙ্গা নামে পরিচিত?

উত্তর:- ভাগীরথী হুগলী নদী।

59. পশ্চিমবঙ্গের নবগঠিত দ্বীপটির নাম ও অবস্থান উল্লেখ কর।

উত্তর:- পূর্বাশা, এটি সুন্দরবনের দক্ষিণাংশে ভারত ও বাংলাদেশ সীমান্তে অবস্থিত।

60. কোন কোন নদীর মিলিত প্রবাহের নাম হলদি নদী?

উত্তর:- কাঁসাই ও কেলেঘাই নদীর।

61. পশ্চিমবঙ্গে গ্রীষ্মকাল শুষ্ক ও শীতকাল আর্দ্র। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

62. হলদিয়া পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

63. হলদিয়া পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

64. ______ একটি আত্মীয় বৃক্ষ। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- রডোডেনড্রন

65. পশ্চিমবঙ্গে অবস্থিত দুটি ‘ফুড পার্ক’-এর নাম লেখো। [এক কথায় উত্তর দাও]

উত্তর:- শংকরপুর ও কাকদ্বীপ।

66. পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থানটির নাম কী? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- আসানসোল।

67. দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলার প্রাচীন পলিগঠিত ভূমিকে বরেন্দ্রভূমি বলে। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

68. পেডং, কালিম্পং-এর নিকটে অবস্থিত একটি ছোটো শহর। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

69. পার্বত্য অঞ্চলের মাটির রং কেমন হয়? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- কালো বা ধূসর।

70. দার্জিলিং একটি শৈলশহর। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

71. সেবক ব্রিজ কোন নদীর ওপর অবস্থিত? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- তিস্তা।

72. ______ জেলাকে পশ্চিমবঙ্গের ‘ধানের গোলা’ বলা হয়। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- বর্ধমান

73. পশ্চিমবঙ্গের দুটি তন্তুজাতীয় শস্যের নাম লেখো। [এক কথায় উত্তর দাও]

উত্তর:- পাট ও শন।

74. উত্তরবঙ্গের নদীগুলি খরস্রোতা বলে ______ উৎপাদনে সুবিধাজনক। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- জলবিদ্যুৎ

75. উত্তরবঙ্গের নদীগুলি ______ জলে পুষ্ট। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- বরফগলা

76. ______ নামে গঙ্গা নদীর একটি শাখা বাংলাদেশে প্রবেশ করেছে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- পদ্মা

77. পশ্চিমবঙ্গের জলবায়ু শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

78. পশ্চিমবঙ্গের বর্তমান জেলার সংখ্যা কত? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- 20 টি।

79. সুন্দরী গাছে শ্বাসমূল থাকে। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

80. ভাগীরথীর দুটি উপনদীর নাম লেখো। [এক কথায় উত্তর দাও]

উত্তর:- ময়ুরাক্ষী ও অজয়।

81. দামোদরের দুটি উপনদীর নাম লেখো। [এক কথায় উত্তর দাও]

উত্তর:- কোনার ও বরাকর।

82. সেবক ব্রিজ কোন নদীর ওপর অবস্থিত? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- তিস্তা।

83. পার্বত্য অঞ্চলের মাটির রং কেমন হয়? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- কালো বা ধূসর।

84. পশ্চিমবঙ্গের একটি সেচ খালের নাম হল কংসাবতী বাঁধ। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য।

85. পার্বত্য অঞ্চলের মাটির রং কেমন হয়?

উত্তর:- কালো বা ধূসর।

86. সেবক ব্রিজ কোন নদীর ওপর অবস্থিত?

উত্তর:- তিস্তা।

87. ______ জেলাকে পশ্চিমবঙ্গের ‘ধানের গোলা’ বলা হয়। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- বর্ধমান

88. পশ্চিমবঙ্গের দুটি অর্থকরী ফসলের নাম লেখো।

উত্তর:- চা ও পাট।

89. পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থানটির নাম কী?

উত্তর:- আসানসোল।

90. পশ্চিমবঙ্গের আয়তন কত?

উত্তর:- ৮৭৮৫৩ বর্গ কিমি।

91. ভূপ্রকৃতির বৈচিত্র্য অনুসারে পশ্চিমবঙ্গকে প্রধানত কটি অঞ্চলে ভাগ করা যায়? কী কী?

উত্তর:- তিনটি ভূপ্রাকৃতিক অঞ্চলে। যথা – উত্তরের পার্বত্য অঞ্চল, পশ্চিমের মালভূমি অঞ্চল এবং সমভূমি অঞ্চল।

92. দার্জিলিং পর্বতশ্রেণির অন্য আর এক নাম কী?

উত্তর:- ঘুম রেঞ্জ।

93. টাইগার হিলের উচ্চতা কত?

উত্তর:- ২,৫৭৩ মিটার।

94. ঋষিলা পর্বতের উচ্চতা কত? এটি কোন শহরের কাছে অবস্থিত?

উত্তর:- ৩,১২১ মিটার। এটি কালিম্পং শহরের কাছে অবস্থিত।

95. অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী? এর উচ্চতা কত?

উত্তর:- গোরগাবুরু। এর উচ্চতা ৬৭৭ মিটার।

96. বাঁকুড়া, বীরভূম ও মেদিনীপুর জেলায় অবস্থিত একটি করে পাহাড়ের নাম লেখ।

উত্তর:- বাঁকুড়া – বিহারীনাথ, শুশুনিয়া বীরভূম – মথুরাখালি মেদিনীপুর – বেলপাহাড়ী।

97. উত্তরবঙ্গের তিনটি নদীর নাম লেখ।

উত্তর:- তিস্তা, জলঢাকা, মহানন্দা।

98. সুন্দরবন অঞ্চলে অবস্থিত তিনটি নদীর নাম লেখ।

উত্তর:- সপ্তমুখী, মাতলা, গোসাবা, বিদ্যাধরী।

99. পশ্চিমবঙ্গে প্রবাহিত একটি বরফগলা জলে পুষ্ট, একটি বর্ষার জলে পুষ্ট ও একটি জোয়ারের জলে পুষ্ট নদীর নাম লেখ।

উত্তর:- বরফগলা জলে পুষ্ট – গঙ্গা নদী।

100. ভাগীরথী-হুগলী নদীর প্রধান উপনদীগুলির নাম লেখ।

উত্তর:- অজয়, দামোদর, ময়ূরাক্ষী, রূপনারায়ণ ও হলদি।

101. ভাগীরথী-হুগলী নদীর পূর্ব-দিক দিয়ে প্রবাহিত নদীগুলির নাম লেখ।

উত্তর:- জলঙ্গী, ভৈরবী, মাথাভাঙ্গা, চুর্ণী, ইছামতী, বিদ্যাধরী, কালিন্দী, মাতলা, রায়মঙ্গল, পিয়ালী ও সপ্তমুখী।

102. পশ্চিমবঙ্গে সারা বৎসরে কী কী ঋতু দেখা যায়?

উত্তর:- গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত।

103. পশ্চিমবঙ্গের জলবায়ু কোন বায়ুপ্রবাহের দ্বারা সর্বাধিক প্রভাবিত হয়?

উত্তর:- মৌসুমী বায়ুপ্রবাহের দ্বারা।

104. পশ্চিমবঙ্গের জলবায়ু কী প্রকৃতির?

উত্তর:- ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির।

105. পশ্চিমবঙ্গের জলবায়ু কোন বায়ুপ্রবাহের দ্বারা সর্বাধিক প্রভাবিত?

উত্তর:- মৌসুমী বায়ু, বিশেষত দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুপ্রবাহের দ্বারা সর্বাধিক প্রভাবিত হয়।

106. পশ্চিমবঙ্গে কোন মাসে কালবৈশাখীর প্রাদুর্ভাব বেশি?

উত্তর:- গ্রীষ্মের শুরুতে চৈত্র-বৈশাখ মাসে।

107. কোন বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয়?

উত্তর:- দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে।

108. পশ্চিমবঙ্গের কোন অংশে গ্রীষ্মকালেও পশমের বস্ত্র প্রয়োজন হয়?

উত্তর:- দার্জিলিং-এর পার্বত্য অঞ্চলে।

109. পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কী এবং উচ্চতা কত?

উত্তর:- সান্দাকফু [৩৬৩০ মিটার]।

110. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে অবস্থিত একটি পাহাড়ের নাম কর।

উত্তর:- অযোধ্যা পাহাড়।

111. পশ্চিমবঙ্গের কোন অংশে অনেক বালিয়াড়ি দেখা যায়?

উত্তর:- পশ্চিমবঙ্গের দক্ষিণে মেদিনীপুর জেলা বঙ্গোপসাগরীয় উপকূলে যার আর এক নাম দীঘা কাঁথি উপকূল।

112. রাঢ় অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত একটি নদীর নাম কর।

উত্তর:- দামোদর নদ।

113. কোন কোন নদীর মিলিত প্রবাহের নাম রূপনারায়ণ?

উত্তর:- শিলাবতী ও দারকেশ্বর।

114. পশ্চিমবঙ্গের একটি নদীর নাম কর যাতে জোয়ার ভাটা হয়।

উত্তর:- হুগলী নদী।

115. পশ্চিমবঙ্গের তিনটি পূর্ববাহিনী নদীর নাম কর।

উত্তর:- দামোদর, অজয়, ময়ূরাক্ষী।

116. পশ্চিমবঙ্গের একটি নদীর নাম লেখ যাতে জোয়ার-ভাঁটা দেখা যায়।

উত্তর:- হুগলী নদী।

117. পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল দিয়ে প্রবাহিত একটি নদীর নাম লেখ।

উত্তর:- ময়ূরাক্ষী।

118. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কী?

উত্তর:- গোরগাবুরু।

119. তরাই অঞ্চলে প্রবাহিত একটি নদীর নাম লেখ।

উত্তর:- তিস্তা।

120. পশ্চিমবঙ্গের কোন ভূ-প্রাকৃতিক অঞ্চলে বালিয়াড়ি দেখা যায়?

উত্তর:- উপকূলের বালুকাময় সমভূমিতে।

121. রাঢ় অঞ্চলে কোন শ্রেণির মাটি দেখা যায়?

উত্তর:- ল্যাটেরাইট জাতীয় লাল মাটি।

122. পশ্চিমবঙ্গের বরেন্দ্রভূমির মাটি কী জাতীয়?

উত্তর:- ল্যাটেরাইট।

123. সুন্দরবন অঞ্চলে কোন প্রকার মাটি দেখা যায়?

উত্তর:- লবণাক্ত।

124. পশ্চিমবঙ্গের কোন ভূ-প্রাকৃতিক অঞ্চলে মামা-ভাগ্নে পাহাড় অবস্থিত?

উত্তর:- পশ্চিমের মালভূমি অঞ্চলে।

125. পশ্চিমবঙ্গের মালভূমিতে অবস্থিত একটি পাহাড়ের নাম কর।

উত্তর:- অযোধ্যা পাহাড়।

126. বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ পশ্চিমবঙ্গের কোন ভূ-প্রাকৃতিক অঞ্চলে অবস্থিত?

উত্তর:- পশ্চিমের মালভূমি অঞ্চলে।

127. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে অবস্থিত একটি জলপ্রপাতের নাম লেখ।

উত্তর:- ব্রাহ্মণী।

128. দামোদর নদীর প্রধান শাখার নাম কী?

উত্তর:- মুণ্ডেশ্বরী।

129. পশ্চিমবঙ্গের কোথায় সর্বাপেক্ষা বেশী বৃষ্টিপাত হয়?

উত্তর:- দার্জিলিং –এ।

130. পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলার কোনটি?

উত্তর:- পুরুলিয়া জেলা।

131. বাংলার দুঃখ কোন নদকে বলা হয়?

উত্তর:- দামোদর নদকে।

132. সুন্দরবন নামকরণের কারণ কী?

উত্তর:- উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলার দক্ষিণাংশে বঙ্গোপসাগর সংলগ্ন এলাকার বিস্তৃর্ণ অঞ্চল জুড়ে চিরসবুজ ম্যানগ্রোভ বনভূমি আছে। ওই বনভূমিতে বিভিন্ন ধরণের গাছের মধ্যে সুন্দরী নামে এক ধরণের গাছ বেশি দেখা যাউ বলে ঐ বনভূমির নাম হয়েছে সুন্দরবন।

133. গঙ্গা ব-দ্বীপের সক্রিয় অংশ কোনটি?

উত্তর:- সুন্দরবন অঞ্চল।

134. পশ্চিমবঙ্গে গ্রীষ্মকাল শুষ্ক ও শীতকাল আর্দ্র। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর : মিথ্যা

135. হলদিয়া পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর : সত্য

136. হলদিয়া পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর : সত্য

137. ______ একটি আত্মীয় বৃক্ষ। [শূন্যস্থান পূরন করো]

উত্তর : রডোডেনড্রন

138. পশ্চিমবঙ্গে অবস্থিত দুটি ‘ফুড পার্ক’-এর নাম লেখো। [এক কথায় উত্তর দাও]

উত্তর : শংকরপুর ও কাকদ্বীপ।

139. পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থানটির নাম কী? [এক কথায় উত্তর দাও]

উত্তর : আসানসোল।

140. দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলার প্রাচীন পলিগঠিত ভূমিকে বরেন্দ্রভূমি বলে। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর : সত্য

141. পেডং, কালিম্পং-এর নিকটে অবস্থিত একটি ছোটো শহর। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর : সত্য

142. পার্বত্য অঞ্চলের মাটির রং কেমন হয়? [এক কথায় উত্তর দাও]

উত্তর : কালো বা ধূসর।

143. দার্জিলিং একটি শৈলশহর। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর : সত্য

144. সেবক ব্রিজ কোন নদীর ওপর অবস্থিত? [এক কথায় উত্তর দাও]

উত্তর : তিস্তা।

145. ______ জেলাকে পশ্চিমবঙ্গের ‘ধানের গোলা’ বলা হয়। [শূন্যস্থান পূরন করো]

উত্তর : বর্ধমান

146. পশ্চিমবঙ্গের দুটি তন্তুজাতীয় শস্যের নাম লেখো। [এক কথায় উত্তর দাও]

উত্তর : পাট ও শন।

147. উত্তরবঙ্গের নদীগুলি খরস্রোতা বলে ______ উৎপাদনে সুবিধাজনক। [শূন্যস্থান পূরন করো]

উত্তর : জলবিদ্যুৎ

148. উত্তরবঙ্গের নদীগুলি ______ জলে পুষ্ট। [শূন্যস্থান পূরন করো]

উত্তর : বরফগলা

149. কোন নদী উত্তরের পার্বত্য অঞ্চলকে দ্বিধাবিভক্ত করেছে? [এক কথায় উত্তর দাও]

উত্তর : তিস্তা নদী।

150. পশ্চিমবঙ্গের দুটি অর্থকরী ফসলের নাম লেখো। [এক কথায় উত্তর দাও]

উত্তর : চা ও পাট।

151. পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থানটির নাম কী? [এক কথায় উত্তর দাও]

উত্তর : আসানসোল।

152. 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের জনঘনত্ব ______। [শূন্যস্থান পূরন করো]

উত্তর : 1,029 জন/বর্গকিমি

153. পশ্চিমবঙ্গের কোন্ দিকে হিমালয় পর্বত অবস্থিত? [এক কথায় উত্তর দাও]

উত্তর : উত্তর দিকে।

154. কোন শৈলশিরা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে?

উত্তর:- সিঙ্গলিলা শৈলশিরা।

155. পশ্চিমবঙ্গের কোন স্থানে সর্বাধিক বৃষ্টিপাত হয়?

উত্তর:- বক্সা দুয়ার-এ।

156. তিস্তা নদীটি কোথা থেকে উৎপত্তি লাভ করেছে?

উত্তর:- তিস্তা নদীটি সিকিম হিমবাহের জেমু হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে।

157. পশ্চিমবঙ্গের নবীনতম অংশ কোনটি?

উত্তর:- গঙ্গা ব-দ্বীপ। বিশেষত এই ব-দ্বীপের দক্ষিনাংশের সুন্দরবন এলাকা।

158. পশ্চিমবঙ্গের কোন অঞ্চল ডুয়ার্স নামে পরিচিত?

উত্তর:- পশ্চিমবঙ্গের উত্তরাংশে জলপাইগুড়ি জেলার অরণ্যপূর্ণ তরাই অঞ্চল ডুয়ার্স নামে পরিচিত।

159. পশ্চিমবঙ্গের কোন নদী গঙ্গা নামে পরিচিত?

উত্তর:- ভাগীরথী হুগলী নদী।

160. পশ্চিমবঙ্গের নবগঠিত দ্বীপটির নাম ও অবস্থান উল্লেখ কর।

উত্তর:- পূর্বাশা, এটি সুন্দরবনের দক্ষিণাংশে ভারত ও বাংলাদেশ সীমান্তে অবস্থিত।

161. কোন কোন নদীর মিলিত প্রবাহের নাম হলদি নদী?

উত্তর:- কাঁসাই ও কেলেঘাই নদীর।

162. দার্জিলিং নেপাল সীমান্তে কোন্‌ শৈলশিরা অবস্থিত?

উত্তরঃ- সিঙ্গালিলা

163. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

উত্তরঃ- গোর্গাবুরু

164. ‘ডুয়ার্স’ কথাটির অর্থ কি?

উত্তরঃ- দরজা

165. পশ্চিমবঙ্গে চাষ করা হয় এমন একটি সুগন্ধি ধানের নাম লেখ।

উত্তরঃ- বাসমতি

166. আলিপুরদুয়ার জেলাটি ভেঙে কোন্‌ জেলার সৃষ্টি করা হয়েছে?

উত্তরঃ- জলপাইগুড়ি

167.  তরাই’ কথাটির অর্থ কি?

উত্তরঃ- স্যাঁতস্যাঁতে

168. তিস্তা নদীর উৎস কি?

উত্তরঃ- জিমু হিমবাহ

169. পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালীন ঝড়কে কি বলে?

উত্তরঃ- কালবৈশাখী

170. কোন্‌ জেলাকে পশ্চিমবঙ্গের ‘ধানের গোলা’ বলা হয়?

উত্তরঃ- বর্ধমান

171. পূর্বের শেফিল্ড কাকে বলা হয়?

উত্তরঃ- হাওড়াকে

172. দার্জিলিং নেপাল সীমান্তে কোন্‌ শৈলশিরা অবস্থিত?

উত্তর:- সিঙ্গালিলা

173. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

উত্তর:- গোর্গাবুরু

174. ‘ডুয়ার্স’ কথাটির অর্থ কি?

উত্তর:- দরজা

175. পশ্চিমবঙ্গে চাষ করা হয় এমন একটি সুগন্ধি ধানের নাম লেখ।

উত্তর:- বাসমতি

176. আলিপুরদুয়ার জেলাটি ভেঙে কোন্‌ জেলার সৃষ্টি করা হয়েছে?

উত্তর:- জলপাইগুড়ি

177. পশ্চিমবঙ্গের দুটি তন্তুজাতীয় শস্যের নাম লেখো।

উত্তর:- পাট ও শন।

178. উত্তরবঙ্গের নদীগুলি ______ জলে পুষ্ট। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- বরফগলা

179. ভূ-প্রকৃতি অনুসারে পশ্চিমবঙ্গকে ৩টি প্রধান ভাগে ভাগ করা যায়।

উত্তর:- । ঠিক

180. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হল সান্ডাকফু।

উত্তর:-  ঠিক

181. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ জোয়ারের জলে পুষ্ট – মাতলা।

উত্তর:-  মিথ্যা [শুশুনিয়া কোনো শৃঙ্গ নয় । পর্বতের নাম]

182. সিংগালিলা শৈলশিরা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে।

উত্তর:-  ঠিক

183. গোসাবা নদীটি হল সুন্দরবন অঞ্চলের নদী।

উত্তর:-  ঠিক

184. কংসাবতী ও কেলেঘাই নদী দুটির মিলিত প্রবাহের নাম হলদি নদী।

উত্তর:- । ঠিক

185. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদীগুলি জোয়ারের জলে পুষ্ট।

উত্তর:-  মিথ্যা। [নদীগুলি বৃষ্টির জ্লে পুষ্ট]

186. পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা পুরুলিয়া।

উত্তর:- ঠিক

187. তিস্তা নদী জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে।

উত্তর:-  ঠিক

188. সুন্দরবনের কর্দমাক্ত নীচু জলাভূমি ও বনভূমি ‘বাদা’ নামে পরিচিত।

উত্তর:-  ঠিক

189. পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে এপ্রিল-মে মাসে ঘূর্ণিঝড় হয় তা ‘আশ্বিনের ঝড়’ নামে পরিচিত।

উত্তর:-  মিথ্যা [আশ্বিনের ঝড় অক্টোবর নভেম্বর মাসে হয়। আর এপ্রিল মে মাসের যে ঝড়টি হয় সেটি হচ্ছে কালবৈশাখী]

190. দুর্গাপুর, আসানসোল ও রানিগঞ্জ শহর তিনটি পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের অন্তর্গত।

উত্তর:- ঠিক

191. সিংগালিলা শৈলশিরার উল্লেখযোগ্য শৃঙ্গ হল টাইগার হিল।

উত্তর:- ঠিক

192. সুন্দরবন অঞ্চলের বনভূমিকে ম্যানগ্রোভ অরণ্য বলে।

উত্তর:- ঠিক

193. কোন নদী উত্তরের পার্বত্য অঞ্চলকে দ্বিধাবিভক্ত করেছে?

উত্তর:- তিস্তা নদী।

194. কোন নদী উত্তরের পার্বত্য অঞ্চলকে দ্বিধাবিভক্ত করেছে? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- তিস্তা নদী।

195. পশ্চিমবঙ্গের দুটি অর্থকরী ফসলের নাম লেখো। [এক কথায় উত্তর দাও]

উত্তর:- চা ও পাট।

196. পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থানটির নাম কী? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- আসানসোল।

197. 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের জনঘনত্ব ______। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- 1,029 জন/বর্গকিমি

198. পশ্চিমবঙ্গের কোন্ দিকে হিমালয় পর্বত অবস্থিত? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- উত্তর দিকে।

199. কত সালে মেদিনীপুর জেলাকে দুটি প্রশাসনিক বিভাগে ভাগ করা হয়? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- 2002 সালের 1 জানুয়ারি।

 

পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরএকটি অতি গুরুত্বপূর্ণ টপিক নবম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Nine IX/ WB Class 9 / WBBSE / Class 9 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 9 Exam / Class 9th / WB Class 9 / Class 9 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী সে কথা মাথায় রেখে নবম শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন উত্তর ( নবম শ্রেণীর ভূগোল সাজেশন / নবম শ্রেণীর ভূগোল প্রশ্ও উত্তর Class 9 Geography Suggestion / Class 9 Geography  Question and Answer / Class 9 Geography Suggestion / Class 9 Pariksha Geography Suggestion / Geography Class 9 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 9 Geography Suggestion FREE PDF Download)

 

পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) প্রশ্ন উত্তর

(Class 9 Geography Suggestion / West Bengal Nine IXQuestion and Answer, Suggestion / WBBSE Class 9th Geography Suggestion / Class 9 Geography  Question and Answer / Class 9 Geography  Suggestion / Class 9 Pariksha Suggestion / Class 9 Geography  Exam Guide / Class 9 Geography  Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 9 Geography  Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 9 Geography  Suggestion FREE PDF Download) সফল হবে

 

পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) প্রশ্ন উত্তর

পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) প্রশ্ন উত্তর | পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) Class 9 Geography  Question and Answer Suggestion নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরপশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) প্রশ্ন উত্তর পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | নবম শ্রেণীর ভূগোল ] পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) Class 9 Geography  Question and Answer Suggestion নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরপশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর

 

নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরপশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়)

পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর | অষ্টম শ্রেণির ভূগোল পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর | পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) Class 9 Geography  Question and Answer Suggestion নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরপশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তরঅষ্টম শ্রেণি ভূগোল | Class 9 Geography 

 

অষ্টম শ্রেণি ভূগোল (Class 9 Geography ) – পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) প্রশ্ন উত্তর | পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) | Class 9 Geography  Suggestion অষ্টম শ্রেণি ভূগোলপশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) প্রশ্ন উত্তর

নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর | অষ্টম শ্রেণির ভূগোল প্রশ্ন উত্তরপশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) প্রশ্ন উত্তর | Class 9 Geography  Question and Answer, Suggestion নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরপশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) | নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরপশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) | পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরপশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) | নবম শ্রেণীর ভূগোল সহায়কপশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) প্রশ্ন উত্তর Class 9 Geography  Question and Answer, Suggestion | Class 9 Geography  Question and Answer Suggestion | Class 9 Geography  Question and Answer Notes | West Bengal Class 9th Geography Question and Answer Suggestion.

 

WBBSE Class 9th Geography  Suggestion | নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরপশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়)

নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরপশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 9 Geography Question and Answer, Suggestion নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরপশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর | পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) Class 9 Geography  Question and Answer Suggestion.

WBBSE Class 9 Geography  Suggestion নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরপশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) | Class 9 Geography  Suggestion নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরপশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর

 

WB Class 9 Geography  Suggestion | নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরপশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর

Class 9 Geography  Question and Answer Suggestions | নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরপশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) | নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর Class 9 Geography  Question and Answer নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরপশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর Class 9 Geography  Question and Answer নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তরপশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন উত্তর

 

WB Class 9 Geography  Suggestion | নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরপশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর

Class 9 Geography  Question and Answer Suggestion নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরপশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর Class 9 Geography  Question and Answer Suggestion নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর West Bengal Class 9 Geography Suggestion Download WBBSE Class 9th Geography short question suggestion . Class 9 Geography  Suggestion download Class 9th Question Paper Geography. WB Class 9 Geography suggestion and important question and answer. Class 9 Suggestion pdf.

 

পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার সম্ভাব্য সাজেশন শেষ মুহূর্তের প্রশ্ন উত্তর ডাউনলোড নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Class 9 Geography  Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 9 Geography Suggestion with 100% Common in the Examination .Class Nine IXGeography  Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 9 Exam Class 9 Geography  Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 9 Nine IXGeography Suggestion is provided here. Class 9 Geography  Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.

 

পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর | Class 9 Geography  Question and Answer with FREE PDF Download Link

পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর | Class 9 Geography  Question and Answer পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর | Class 9 Geography  Question and Answer ”

 


Post a Comment

Previous Post Next Post